উদ্ভিদরোগ নিয়িন্ত্রণের প্রধান নীতিমালা ।৭ম অধ্যায় ।Plant Pathology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

উদ্ভিদরোগ নিয়িন্ত্রণের প্রধান নীতিমালা ।৭ম অধ্যায় ।Plant Pathology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

উদ্ভিদরোগ নিয়িন্ত্রণের প্রধান নীতিমালা  ।৭ম অধ্যায় ।Plant Pathology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
উদ্ভিদরোগ নিয়িন্ত্রণের প্রধান নীতিমালা ।৭ম অধ্যায় ।Plant Pathology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অধ্যায় ০৭:উদ্ভিদরোগ নিয়িন্ত্রণের প্রধান নীতিমালা  

 

ক-বিভাগ :

০১. উদ্ভিদ রোগ নিয়ন্ত্রণ কি?

উত্তর : প্যাথোজেনের ইনোকুলামের ধ্বংস সাধন বা পরিমাণ কমিয়ে ফসলকে রোগের আক্রমণ থেকে রক্ষা করা, ফলন ও গুণগত মান বৃদ্ধি করা এবং আর্থিক ক্ষয়ক্ষতি রোধ করাকে উদ্ভিদ রোগ নিয়ন্ত্রণ বলা হয়।

০২. রোগ ত্রিভুজ (Disease triangle) কি? 

অথবা, Disease triangle কি?

উত্তর : উদ্ভিদ রোগ সংক্রমণ প্যাথোজেন, পোষক, পরিবেশের প্রভাবক দ্বারা বিশেষভাবে প্রভাবিত করাকে Disease triangle বলে।

০৩. কোয়ারেন্টাইন পদ্ধতি কি?

উত্তর : বীজ, চারা, বংশবিস্তারকারী অঙ্গসমূহ দ্রব্যের মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে বা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে রোগ জীবাণু বাহিত না হয় তার বিধি- নিষেধ বা আইনকে কোয়ারেন্টাইন পদ্ধতি বলে।

০৪. Quarantine method প্রথম কোন দেশে প্রবর্তিত হয়?

উত্তর : সপ্তদশ শতকে ফ্রান্সে ।

০৫. রোগ নিয়ন্ত্রণের ভৌত প্রক্রিয়া কি? 

উত্তর : ভৌত প্রক্রিয়াসমূহ প্রয়োগের মাধ্যমে উদ্ভিদের রোগ নিয়ন্ত্রণকে রোগ নিয়ন্ত্রণের ভৌত প্রক্রিয়া বলা হয় ।

০৬. কালচার পদ্ধতি কি ?

উত্তর : নিপুণভাবে চাষাবাদের পদ্ধতিগত ব্যবস্থাপনার মাধ্যমে রোগের ইনোকুলামকে এড়িয়ে বা কমিয়ে রোগ দমন করার পদ্ধতিকে কালচার বা চাষাবাদ বলা হয় ।

০৭. শস্য পর্যায় ক্রম কি? 

উত্তর : এক জাতের শস্যের পর অন্য জাতের শস্যের চাষ করার পদ্ধতিকে শস্য পর্যায় ক্রম বলে।

০৮. ফাঁদ শস্য বলতে কী বুঝ? 

অথবা, ফাঁদ শস্য কাকে বলে?

অথবা, শস্য ফাঁদ কি? 

উত্তর : বিভিন্ন শস্য জমির চারপাশে কয়েক সারির উঁচু শস্য রোপণ করে ঐ জমির শস্যকে রোগের আক্রমণ হ্রাস করার পদ্ধতিকে শস্য ফাঁদ বলা হয় ।

০৯. বিকল্প পোষক কী? 

উত্তর : স্বাভাবিক পোষক বাদ দিয়ে পরজীবী অন্য যে পোষকের মাধ্যমে বাহিত হয় তাকে বিকল্প পোষক বলে।

১০. উদ্ভিদের রোগ নিয়ন্ত্রণের প্রধান রাসায়নিক বস্তুসমূহ কি কি?

উত্তর : তাম্র যৌগ, সালফার যৌগ, পারদ যৌগ, কুইনোন যৌগ, ফেনলিক যৌগ, বেনজিন, এন্টিবায়োটিক প্রভৃতি।

১১. মাটি শোধন কি? 

উত্তর : মাটিতে বিদ্যমান ছত্রাক, ব্যাকটেরিয়া ও নিমাটোডার আক্রমণ প্রতিহত করার জন্য যে সকল রাসায়নিক যৌগ প্রয়োগের মাধ্যমে শোধন করা হয় তাকে মাটি শোধন বলে।

১২.  উদ্ভিদ রোগের পূর্বাভাসের সংজ্ঞা দাও।

উত্তর : যেসব কারণে উদ্ভিদ রোগ হয়ে থাকে সেসব কারণ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার পর কোনো এলাকার কৃষককে উদ্ভিদ ও ফসলের রোগ সৃষ্টির সম্ভাবনা, আক্রমণের তীব্রতা ইত্যাদি সম্বন্ধে কৃষকদেরকে পূর্ব থেকে অবহিত করা বা সতর্ক করা এবং রোগ দমনের প্রয়োজনীয় পরামর্শ প্রদানকে রোগের পূর্বাভাস বলা হয় ।

১৩. সংগনিরোধ কি?

উত্তর : কোনো রোগ একদেশ থেকে অন্য দেশে সঞ্চারিত হতে না পারে, সেজন্য আইন প্রয়োগের মাধ্যমে যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে সংগনিরোধ বলা হয়।

১৪. IPM-এর পূর্ণরূপ কী? 

উত্তর : IPM-এর পূর্ণরূপ হলো : Integrated pest Management.

 

খ-বিভাগ : 

০১. সঙ্গনিরোধ পদ্ধতি কি? 

অথবা, কোয়ারেন্টাইন পদ্ধতি কি?

অথবা, উদ্ভিদ সংগরোগ কি?

০২. উদ্ভিদরোগের পূর্বাভাস প্রদানের পদ্ধতিগুলো আলোচনা কর। 

০৩. উদ্ভিদ রোগের পূর্বাভাস প্রদানের ভিত্তি আলোচনা কর। 

০৪. উদ্ভিদ রোগের পূর্বাভাসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা উল্লেখ কর। 

০৫. জৈবিক নিয়ন্ত্রণের দোষ ও গুণ লিখ ।

০৬.'উদ্ভিদ রোগ নিয়ন্ত্রণে রোগ লক্ষণের ভূমিকা লেখ। 

 

গ-বিভাগ : 

০১. উদ্ভিদের রোগ নিয়ন্ত্রণে চাষাবাদ পদ্ধতি সংক্ষেপে বর্ণনা কর। 

অথবা, চাষাবাদ পদ্ধতির মাধ্যমে উদ্ভিদ রোগ দমন বর্ণনা কর। 

অথবা, চাষাবাদ দমন পদ্ধতির মাধ্যমে উদ্ভিদ রোগ দমন বিশদভাবে বর্ণনা কর।

০২. সমন্বিত রোগ দমন ব্যবস্থাপনার কৌশলসমূহ বর্ণনা কর। 

অথবা, IPM বা Intregreted Pest Management বলতে কী বুঝ?

অথবা, সমন্বিত রোগ দমন ব্যবস্থাপনার কৌশল কি কি?

০৩. সুবিধা ও অসুবিধাসহ উদ্ভিদের রোগ দমনে সঙ্গনিরোধ পদ্ধতি বর্ণনা কর। 

অথবা, Quarantine-আইনের সুবিধা ও অসুবিধাসমূহ লিখ।

০৪. উদ্ভিদ রোগের পূর্বাভাস কি? আঙ্গুর লেটব্লাইট রোগের পূর্বাভাস প্রদানের পদ্ধতি বর্ণনা কর। 

০৫. উদ্ভিদ রোগ দমনে জৈবিক নিয়ন্ত্রণ কি? এর উদ্দেশ্যগুলো লিখ। 

০৬. উদ্ভিদ রোগ নিয়ন্ত্রণের মূলনীতিগুলো উল্লেখ কর। 

অথবা, উদ্ভিদ রোগ দমন পদ্ধতির নীতিমালা উল্লেখ কর ।

০৭. টীকা লিখ : 

(ii) তাপ প্রয়োগের মাধ্যমে রোগ নিয়ন্ত্রণ,

(i) শস্যের পর্যায় ক্রম,

(iii) রোগ নিয়ন্ত্রণে জৈবিক পদ্ধতি

(iv) সঙ্গনিরোধ আইনের সুবিধা ও অসুবিধা,

(v) উদ্ভিদ সঙ্গনিরোধ;

অথবা, সঙ্গনিরোধ পদ্ধতি।

০৮. সমন্বিত রোগ দমন ব্যবস্থাপনার কৌশলগুলো বর্ণনা কর।

০৯. টীকা লেখ- উদ্ভিদরোগের পূর্বাভাস 

অথবা, উদ্ভিদ রোগের পূর্বাভাস বলতে কী বুঝ?

অথবা, উদ্ভিদ রোগ দমনে পূর্বাভাস সংক্ষেপে লিখ ।

Read more:6th chapter