অঙ্গসংস্থানিক পরাগরেণুবিদ্যা।২য় অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অঙ্গসংস্থানিক পরাগরেণুবিদ্যা।২য় অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অঙ্গসংস্থানিক পরাগরেণুবিদ্যা।২য় অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
অঙ্গসংস্থানিক পরাগরেণুবিদ্যা।২য় অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অধ্যায় ০২ অঙ্গসংস্থানিক পরাগরেণুবিদ্যা

(প্যালিনোমরফোলজি)

 

ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :

 

০১ -পলিনিয়াম কি? 

 উত্তর: যখন অনেকগুলো পরাগরেণু একটি থলিতে আবদ্ধ থেকে একটি এককে পরিণত হয় তখন তাকে পলিনিয়াম বা পলিনিয়া বলে।

০২-ট্যাপেটাম কি? 

উত্তর: পরাগধানীর প্রাচীরের সবচেয়ে ভেতরের স্তরটিকে ট্যাপেটাম বলে। 

০৩. একলপেট পরাগ (Acolpate pollen) কাকে বলে? 

উত্তর: যেসব পরাগ রেণুর প্রাচীরে একটি খাঁজ বিদ্যমান থাকে তাকে একলপেট পরাগ বলা হয়।

০৪-প্যানকলপেট পরাগ কি? 

উত্তর: যেসব পরাগ রেণুর প্রাচীরে তিনটির অধিক খাঁজ থাকে তাকে প্যানকলপেট পরাগ বলে।

০৫-পরাগরেণুর প্রাচীর কয়টি স্তরে বিভক্ত?

 উত্তর: তিনটি যথা- (i) পেরাইন (ii) এক্সাইন (iii) ইন্টাইন।

০৬-জার্মস্পোর কি? 

উত্তর: পরাগরেণুর যে রন্ধ্র দিয়ে ইন্টাইন বের হয়ে পরাগ নালিকা তৈরি করে, তাকে জার্মস্পোর বলে।

 ০৭-পেরাইন কি?

উত্তর: একটি বিশেষ পাতলা অর্ধস্বচ্ছ স্তর যা শুধুমাত্র টেরিডোফাইটের কিছু উদ্ভিদে পাওয়া যায়।

০৮. পেরাইন বা পেরিস্পেরিয়াম কি? 

উত্তর: পেরাইন বা পেরিস্পেরিয়াম হলো- একটি বিশেষ পাতলা অর্ধস্বচ্ছ স্তর যা শুধুমাত্র টেরিডোফাইটের কিছু উদ্ভিদে পাওয়া যায় তাকে পেরাইন বা পেরিস্পেরিয়াম বলে।

০৯-এক্সাইন কি? 

উত্তর: পেরাইন স্তরের নিচে একটি সুদৃঢ় এবং বৈশিষ্ট্যপূর্ণ পুরু স্তরকে এক্সাইন বলে।

 ১০. ইন্টাইন স্তর কি?

উত্তর: পরাগরেণুর সবচেয়ে পাতলা স্থিতিস্থাপক স্তরটিকে ইন্টাইন বলে।

 ১১-Exine ভাস্কর্য কি কি?

উত্তর: পরাগরেণু ত্বকের একটি বৈচিত্র্যপূর্ণ গঠন হলো টেক্টাম। এই বৈশিষ্ট্যকে Exine Sculpturing বলে।

 ১২-প্রাইমক্সিন (Primexine) কি? 

উত্তর: পরাগপ্রাচীরের প্রথমে যে স্তর সৃষ্টি হয় তা সেলুলোজ জাতীয় উপাদান যাকে প্রাইমক্সিন (Primexine) বলে।

১৩. Sporopollenin কি?

 উত্তর: Sporopollenin হলো এক বিশেষ ধরনের জৈব পলিমার যা পরাগের এক্সাইন স্তরে ও রেণুর এক্সোস্পোরিয়ামে পাওয়া যায়।

১৪. কে প্রথম Sporopollenin শব্দটি প্রচলন করেন?

 উত্তর: বিজ্ঞানী Zeltzsche et al (১৯৩৭) সালে।

১৫. প্যালিনোগ্রাম বলতে কী বুঝ? 

১৬-Palynogram কি? 

উত্তর: পরাগরেণুর বাহ্যিক ও অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে একটি নিয়ম বা পদ্ধতি অনুসরণ করে প্রকাশ করা হয় তাকে প্যালিনোগ্রাম (Palynogram) বলে।

১৭- পরাগরেণুর প্রাথমিক স্তরের বৈশিষ্ট্য কি?

উত্তর: পরাগের যেসব চরিত্রগুলো প্রথমে আলোচিত ও বিশ্লেষিত হয় সেসব চরিত্রগুলোকে প্রাথমিক স্তরের বৈশিষ্ট্য বলে।

 

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) :

 

 ০১.বাহ্যিক পরাগরেণু বিজ্ঞান কী?

০২-পরাগরেণুর বাহ্যিক বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর। 

০৩-পরাগরেণু পঞ্জিকা কি? 

০৪-Pollen Flora বলতে কি বুঝ? 

০৫-পরাগরেণুর প্রাথমিক, সেকেন্ডারী ও টারশিয়ারী বৈশিষ্ট পরাগরেণু NPC তন্ত্র বর্ণনা কর।



গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Board Questions) :

০১-বাহ্যিক পরাগরেণু বিজ্ঞান কাকে বলে? বাহ্যিক পরাগরেণু বিজ্ঞানের ক্রম অগ্রগতি বর্ণনা কর। 

০২-শ্রেণিবিন্যাসের বিভিন্ন ধাপে পরাগরেণু বিজ্ঞান কিভাবে ভূমিকা রাখে উদাহরণসহ আলোচনা কর। 

০৩-আকার, আকৃতি, রন্ধ্র এবং স্তর বিন্যাসের উপর ভিত্তি করে পরাগরেণুর শ্রেণিবিন্যাস কর এবং প্রতি ক্ষেত্রে উদাত মাইক্রোস্পোরোঞ্জিয়াম কী? পরাগরেণু বিজ্ঞানের সাথে এর সম্পর্ক লিখ।

 

Read more:1st chapter