ভূমিকা।১ম অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
ভূমিকা।১ম অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :
০১-পরাগরেণু বিজ্ঞান (Palynology) কি?
উত্তর: বিজ্ঞানের যে শাখায় পরাগরেণু ও পরাগকণা নিয়ে বিভিন্ন অধ্যয়ন ও গবেষণা করা হয় তাকে পরাগরেণু বিজ্ঞান বা Palynology বলে।
০২-পরাগবিদ্যা (Palynology) শব্দটিকে কে প্রথম প্রদান করেন?
উত্তর: অস্ট্রেলীয়ার দুইজন বিজ্ঞানী Hyde এবং Williams (১৯৪৫) সালে প্রথম পরাগবিদ্যা শব্দটি প্রদান করেন।
০৩-পরাগবিদ্যা (Palynology) শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করে?
উত্তর: ল্যাটিন ক্রিয়াপদ "Palynein" থেকে।
০৪-পরাগকনিকা সপুষ্পক উদ্ভিদ পুষ্পের পুংজনন কোষ কে আবিষ্কার করেন?
উত্তর: ইতালীর গণিতবিদ ও লেন্স ব্যবসায়ী Giovanni Battista Amici.
০৫-পরাগরেণুর উপর রচিত প্রথম গ্রন্থ কোনটি?
উত্তর: "পরাগ শস্য" তাদের গঠন, শনাক্তকরণ এবং বিজ্ঞান ও চিকিৎসাবিদ্যায় তাৎপর্য"।
০৬-প্রত্ন পরাগরেণু বিজ্ঞানের জনক কে?
উত্তর: প্রত্নপরাগরেণু বিজ্ঞানের জনক হলেন- সুইডিস বিজ্ঞানী Erdtman।
০৭-পরাগ বিজ্ঞানের পথিকৃত বই কোনটি?
উত্তর: Text book of Modern pollen Analysis.
০৮-SEM এর পূর্ণরূপ কি?
উত্তর: SEM এর পূর্ণরূপ হলো- Scanning Electron Microscope.
০৯-TEM এর পূর্ণরূপ কি?
উত্তর: TEM এর পূর্ণরূপ হলো- Transmission Electron Microscope.
১০-TSRLM এর পূর্ণরূপ কি?
উত্তর: TSRLM এর পূর্ণরূপ হলো- Tendem Scanning Refracted Light Microscope.
১১-পরাগরেণু বিজ্ঞানের প্রধান শাখা কয়টি?
উত্তর: দুইটি। যথা- (i) মৌলিক পরাগবিজ্ঞান; (ii) ফলিত পরাগবিজ্ঞান
১২-পরাগরেণু বিজ্ঞান এর সাথে অন্যান্য কোন কোন বিজ্ঞানের সম্পর্ক রয়েছে?
উত্তর: উদ্ভিদ শ্রেণীবিন্যাস, প্রাণরসায়ন, মৌমাছি-বিজ্ঞান, কৃষি, ভ্রূণবিদ্যা, চিকিৎসা বিজ্ঞান, বায়ুবিজ্ঞান, প্রত্নতত্ত্ব ইত্যাদি।
১৩-বায়ুপরাগবিদ্যা (Aeropalynology) কি?
উত্তর: বায়ুতে পরাগরেণু বৈশিষ্ট্য-এর উপস্থিতি ও বিস্তার সম্পর্কে পরাগরেণুর যে শাখায় আলোচনা করা হয় তাকে Aeropalynology বলে।
১৪-মৌ-পরাগবিদ্যা (Melissopalynology) কি?
উত্তর: পরাগরেণুর যে শাখায় মধু-মৌমাছি ও উদ্ভিদ সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে Melissoplaynology বলে।
১৬-পোলেনকীট কি?
উত্তর: মধু উৎপাদনের সময় মৌচাকে মৌমাছিরা খাদ্য হিসেবে যেসব কীট গ্রহণ করে থাকে, যারা পরাগকণার গায়ে এক বিশেষ বস্তু, তাদেরকে পোলেনকীট বলা হয়।
১৭- ভেষজপরাগবিদ্যা (Pharmacopalynology) কি?
উত্তর: পরাগরেণুর যে শাখায় ভেষজগুণ সম্পন্ন পরাগরেণু নিয়ে আলোচনা করা হয় সে শাখাকে ভেষজপরাগবিদ্যা (Pharmacopalynology) বলে।
১৮-চিকিৎসাপরাগবিদ্যা (Latropalynology) কি?
উত্তর: চিকিৎসা সম্পর্কিত বিভিন্ন পরাগরেণু যা রোগ সৃষ্টি করে ও চিকিৎসা বিষয়ে যেসব জ্ঞান অর্জন করা যায় তাকে চিকিৎসাপরাগবিদ্যা (Latropalynology) বলে।
১৯-প্রত্ন পরাগবিদ্যার সংজ্ঞা দাও।
অথবা, প্রত্নতাত্ত্বিক পরাগবিদ্যা (Palaeopalynology) কি! উত্তর: প্রত্নতাত্ত্বিক ও নৃতাত্ত্বিক, খনিজ সম্পদ, ভূতাত্ত্বিক ও জীবাশ্ম এবং উদ্ভিদের জাতিজনি সম্পর্কিত গবেষণা পরাগরেণু বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে। প্রত্নতাত্ত্বিক পরাগবিদ্যা (Palaeoplynology) বলে।
২০-আধুনিক পরাগরেণুবিদ্যার জনক কে?
উত্তর: সুইডিস বিজ্ঞানী Erdtiman.
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) :
০১.পরাগরেণু বিজ্ঞান বলতে কি বুঝ?
ক্যাডাদলা উদ্ভিদবিজ্ঞা অথবা, প্যালিনোলজী বলতে কী বুঝ?
০২. আধুনিক পরাগবিদ্যার জনক কাকে এবং কেন বলা হয়।
০৩-পরাগরেণুবিদ্যার শাখাসমূহ আলোচনা কর। অথবা, পরাগরেণুবিদ্যার শাখাসমূহের বর্ণনা দাও।
০৪-পরাগরেণুর অনুর্বরতা কী? অনুর্বরতার কারণগুলো লেখ।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Board Questions):
০১. পরাগরেণু বিজ্ঞানের ইতিহাস সংক্ষেপে আলোচনা কর। [
০২. পরাগবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের-সম্পর্ক লিখ।
০৩-পরাগরেণু বিজ্ঞানের উদ্দেশ্য ও পরিধি বর্ণনা কর।
০৪. আবৃতবীজী উদ্ভিদের পরাগের বিবর্তন ধারা বর্ণনা কর।
অথবা, পরাগরেণু বিজ্ঞানের উদ্দেশ্য ও পরিসর সম্পর্কে বিস্তারিত আলোচনা কর।
০৫ ট্যাক্সোনমি ও ফাইলোজেনিতে প্যালিনোলজির ভূমিকা ব্যাখ্যা কর।
০৬-প্যালিনোলজির গুরুত্ব আলোচনা কর।
০৭- পরাগরেণুবিদ্যার গুরুত্ব উল্লেখ কর।
Read more:6th chapter(paleobotany)