উদ্ভিদের বৃদ্ধি।১০ম অধ্যায় ।Plant Physiology and Plant Nutrition ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

উদ্ভিদের বৃদ্ধি।১০ম অধ্যায় ।Plant Physiology and Plant Nutrition ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

উদ্ভিদের বৃদ্ধি।১০ম অধ্যায় ।Plant Physiology and Plant Nutrition ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
উদ্ভিদের বৃদ্ধি।১০ম অধ্যায় ।Plant Physiology and Plant Nutrition ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অধ্যায়:১০- উদ্ভিদের বৃদ্ধি

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :

 

০১.উদ্ভিদের বৃদ্ধি কাকে বলে? 

 উত্তর: যে প্রক্রিয়ায় প্রোটোপ্লাজমের নিয়ন্ত্রণে উদ্ভিদের দেহের দৈর্ঘ্য, আকার, আয়তন এবং ওজন বাড়ার ফলে স্থায়ী ও অপরিবর্তনশীল পরিবর্তন সাধিত হয় তাকে উদ্ভিদের বৃদ্ধি বলে।

০২. বৃদ্ধির অঞ্চল কয়টি?

উত্তর: বৃদ্ধির অঞ্চল তিনটি। যথা- (ⅰ) শীর্ষস্থভাজক কলা, (ii) পার্শ্বীয় ভাজক কলা ও (iii) নিবেশিত ভাজক কলা।

০৩. উদ্ভিদের বৃদ্ধির পর্যায় কয়টি?

উত্তর: দুইটি। যথা- (i) কোষ বিভাজনের পর্যায়সমূহ ও

(ii) দৈহিক বৃদ্ধির হারের পর্যায়সমূহ।

০৪.উদ্ভিদের বৃদ্ধির প্রভাবকসমূহ কি কি?

উত্তর: পানি, আলো, তাপ, ভিটামিন, হরমোন, খনিজ পুষ্টি প্রভৃতি।

০৫.বার্ধক্য কী? 

উত্তর: সম্পূর্ণ উদ্ভিদ বা উদ্ভিদাঙ্গের মৃত্যুর পূর্বে কোষে কতকগুলো ক্ষতিকর পরিবর্তন ঘটাকে, বার্ধক্য বা সিনেসেন্স বলে।

০৬. মনোকার্পিক বা সার্বিক সিনেসেন্সে বলতে কী বুঝ?

উত্তর: যেসব উদ্ভিদ জীবন চক্রে একবার ফল দিয়ে মারা যায় তাদেরকে মনোকার্পিক বলে এবং এরূপ পরিবর্তনের প্রক্রিয়াকে সার্বিক বা মনোকার্পিক সিনেসেন্স বলে। যেমন- কলা গাছ।

 ০৭. টপসিনেসেন্স বা ঊর্ধ্বাংশ সিনেসেন্স বলতে কি বুঝ?

উত্তর: বিশেষ ঋতুতে দ্বিবর্ষজীবী ও বহুবর্ষজীবী অনেক উদ্ভিদের মাটির উপরের অংশের মৃত্যু ঘটে কিন্তু মাটির নিচের অংশ বেঁচে থাকে এবং পরবর্তী মৌসুমে এগুলো আবার বিটপ অংশ সৃষ্টি করে। এরূপ সিনেসেন্সকে টপসিনেসেন্স বা ঊর্ধ্বাংশ সিনেসেন্স বলা হয়। যেমন- আদা, হলুদ ইত্যাদি।

 খ বিভাগ:সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) :

 

০১. বৃদ্ধি ও সিনসেন্সর বলতে কি বুঝ?

 ০২. কি ধরনের তাপমাত্রা অধিকাংশ উদ্ভিদের বৃদ্ধির জন্য সবচেয়ে উপযোগী?

০৩. সেনেসেন্স কী? উদ্ভিদের বিভিন্ন প্রকার সেনেসেন্সের বর্ণনা কর।

 

গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions):

 

০১. বৃদ্ধির বিভিন্ন পর্যায়সমূহের বর্ণনা দাও। 

 ০২.যে সমস্ত ফ্যাক্টর উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে তার বর্ণনা দাও। 

০৩. সিনেসেন্সের প্রকারভেদ ও কারণসমূহ বর্ণনা কর। 

অথবা, সিনেসেন্সর কি? সিনেসেন্সের কারণসমূহের বর্ণনা দাও।

 ০৪.বৃদ্ধির বিভিন্ন দশা সম্পর্কে আলোচনা কর। বৃদ্ধি নিয়ন্ত্রণের প্রভাবক সমূহ বর্ণনা 

০৫.ক টীকা লিখ

(i) বৃদ্ধি:

(ii) সিনেসেন্স;

(iii) উদ্ভিদ গ্রোথ রিটার্ডেন্টস অথবা, উদ্ভিদে গ্রোথ রিটারডেন্স।

Read more:9th chapter