উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ।৬ষ্ঠ অধ্যায় ।Plant Physiology and Plant Nutrition ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ।৬ষ্ঠ অধ্যায় ।Plant Physiology and Plant Nutrition ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
অধ্যায় ০৬ উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions):
০১. হাইপারটনিক দ্রব্যের সংজ্ঞা দাও।
উত্তর: উচ্চ টনিক উৎপাদনে যেসব দ্রব্য ব্যবহৃত হয় তাদেরকে হাইপারটনিক দ্রব্য বলে।
০২.দুইটি প্রাকৃতিক বৃদ্ধি রোধক এর নাম লিখ।
উত্তর: অ্যাবসিসিক এসিড ও জিবেরেলিক এসিড।
০৩.ফাইটোহরমোন কি?
উত্তর: যে জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদদেহের অভ্যন্তরে উৎপন্ন হয়ে খুব সামান্য ঘনত্বে বিদ্যমান থেকে উদ্ভিদে বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ ও রূপান্তরের মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধির হার বাড়িয়ে দেয় অথবা স্বাভাবিক বৃদ্ধিতে বাধা প্রদান করে, তাকে ফাইটোহরমোন বা উদ্ভিদ হরমোন বলে।
০৪. ৪টি উদ্ভিদ হরমোনের নাম লিখ।
উত্তর: ৪টি উদ্ভিদ হরমোনের নাম হলো: ১. অক্সিন; ২. জিব্রেলিন; ৩. সাইটোকাইনিন এবং ৪. অ্যাবসিসিক অ্যাসিড।
০৫.উদ্ভিদদেহে প্রাপ্ত হরমোনগুলোর মধ্যে সর্বপ্রথম আবিষ্কৃত ও পৃথকীকৃত হরমোনের নাম কী?
উত্তর: অক্সিন।
০৬.অক্সিন কত প্রকার ও কী কী?
উত্তর: অক্সিন দুই প্রকার। যথা: (ক) প্রাকৃতিক অক্সিন
এবং (খ) কৃত্রিম অক্সিন।
০৭. দুটি প্রাকৃতিক অক্সিনের রাসায়নিক সংকেত লিখ।
উত্তর: (ক) ইনডোল -3 অ্যাসিটিক অ্যাসিড; (খ) ইনডোল অ্যাসিট্যালডিহাইড
-CH2COOH-CH -N-H
০৮. অবস্থার উপর ভিত্তি করে অক্সিনকে কয় ভাগে ভাগ করা যায় এবং কী কী?
উত্তর: দুই ভাগে। যথা:
(ক) স্বাধীন অক্সিন এবং (খ) বাধা অক্সিন।
০৯. অক্সিন কী ধরনের যৌগ?
উত্তর: জৈব অ্যাসিড ধর্মী যৌগ।
১০. দুইটি কৃত্রিম অক্সিনের নাম লিখ।
উত্তর: ১. ইন্ডোল-৩-বিউটারিক এসিড (IBA) ও ২. ন্যাপথোলিন এসিটিক এসিড (NAA)।
১১.দুটি কৃত্রিম অক্সিনের রাসায়নিক সংকেত লিখ।
উত্তর: (ক) ইনডোল-৩ বিউটারিক অ্যাসিড,
-CH2-CH2-CH2-COOH
(খ) ২,৪ ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড
O-CH2 COOH
১২.অক্সিনের গতি প্রতি ঘণ্টায় কত?
উত্তর: ৬. ৪ মি. মি. থেকে ২৬ মি. মি.।
১৩.প্রাকৃতিক অক্সিন কী? উদাহরণ
উত্তর: প্রকৃতি থেকে যে সব অক্সিন পাওয়া যায় তাদের প্রাকৃতিক অক্সিন বলে। যেমন- ইনডোল-৩- অ্যাসিটিক অ্যাসিড।
১৪. ফটোট্রপিজম কাকে বলে?
উত্তর: কোনো উদ্ভিদের আলোর প্রতি সাড়া দিয়ে সে দিকে বেঁকে যাওয়ার প্রক্রিয়াকে ফটোট্রপিজম বলে।
১৫. কাইনেটিনের রাসায়নিক নাম কী?
উত্তর: 'কাইনেটিনের রাসায়নিক নাম হলো ৬-ফারফিউরাল অ্যামাইনো পিউরিন।
১৬. সাইটোকাইনিন কী?
উত্তর: সাইটোকাইনিন হলো এক প্রকার কৃত্রিম হরমোন,
যা কোষবিভাজন নিয়ন্ত্রণ করে।
১৭.সাইটোকাইনিন প্রধানত কোথায় সংশ্লেষিত হয়?
উত্তর: মূলের শীর্ষ অঞ্চলে।
১৮.সাইটোকাইনিন কী ধরনের যৌগ?
উত্তর: ক্ষারধর্মী জৈব যৌগ।
১৯. বেকেনী রোগে আক্রান্ত ধানগাছে কী কী উপসর্গ দেখা দেয়?
উত্তর: বেকেনী রোগে আক্রান্ত ধানগাছ স্বাভাবিকের চেয়ে বেশি লম্বা, পাতলা এবং হালকা রঙের হয় এবং আক্রান্ত গাছে কোনো ফল হয় না।
২০. কে কত সালে জিব্বেরেলিন নামক উদ্ভিদ হরমোন আবিষ্কার করেন?
উত্তর: ১৯৩৮ খ্রিস্টাব্দে জাপানী বিজ্ঞানী ইয়েবুতা এবং সুমিকি।
২১. জিব্বেরেলিক পরিবারে মোট কতটি জিব্রেলিন অ্যাসিডের আস্তিত্ব পাওয়া গেছে?
উত্তর: ৫২টি।
২২. জিব্বেরেলিনের রাসায়নিক গঠন বর্ণনা করেন কারা?
উত্তর: ১৯৬১ খ্রিস্টাব্দে ক্রস ও ম্যাকমিলান।
২৩.জিব্বেরেলিন (Gibberellin) এর রাসায়নিক সংকেত লিখ।
উত্তর:জিব্বেরেলিন (GA3)
২৪.জিব্বেরেলিক অ্যাসিড (GA3) এর রাসায়নিক সংকেত লিখ।
উত্তর:.জিব্বেরেলিক অ্যাসিড (GA3) এর রাসায়নিক সংকেত হলো-C19H22O6।
২৫. ফল পাকানোর জন্য দায়ী কোন হরমোন?
উত্তর: ফল পাকানোর জন্য দায়ী ইথিলিন হরমোন।
২৬.IAA এর গাঠনিক সংকেত লিখ।
উত্তর:IAA এর গাঠনিক সংকেত হলো-CH3COOH (CH3CO2H, C2H4O2, অথবা HC2H3O2
২৭.IBA-এর পূর্ণরূপ লিখ।
উত্তর: IBA -এর পূর্ণরূপ হলো Acid (ইন্ডোল-৩-বিউটারিক এসিড)। Indole-3-Butaric
২৮. রুবিস্কো এনজাইম কী?
উত্তর: রুবিস্কো এনজাইম (Rubisco enzyme) হলো এমন একটি এনজাইম যা উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে অবস্থিত এবং সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):.
০১.ফাইটো হরমোনের বৈশিষ্ট্য লিখ।
০২.অক্সিনের শারীরবৃত্তীয় প্রভাব আলোচনা কর।
০৩.দুটি প্রাকৃতিক অক্সিনের গাঠনিক সংকেত লেখ।
০৪.সাইটোকাইনিনের শারীরবৃত্তীয় প্রভাব আলোচনা কর।
০৫.উদ্ভিদের উপর জিবরেলিনের শারীরবৃত্তীয় প্রভাব উল্লেখ কর।
০৬.ফাইটোহরমোনের বৈশিষ্ট্য লিখ।
০৭.রাসায়নিক গঠনসহ একটি অক্সিন, একটি জিবে
অথবা, দুটি অক্সিন, ১টি জিবরেলিন ও ১টি সাইটোকাইনিনের গঠন লিখ।
০৮.হরমোন ও এনজাইমের মধ্যে পার্থক্য কি কি?
০৯.উদ্ভিদ হরমোন, খনিজ পুষ্টি এবং জৈব পুষ্টির মধ্যে পার্থক্য কী?
১০.উদ্ভিদে জিবেরেলিনের শারীরতাত্ত্বিক ভূমিকা উল্লেখ কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions):
০১.ফাইটোহরমোন কী? উদাহরণসহ উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রকগুলোর শ্রেণিবিন্যাস কর।
০২.অক্সিন কী? এর বৈশিষ্ট্য, গঠন ও শারীরবৃত্তীয় ভূমিকা আলোচনা কর।
০৩.জিবেরেলিন এবং ইথিলিনের শারীরতাত্ত্বিক প্রভাব আলোচনা কর।
০৪.অ্যাবসিসিক অ্যাসিডের শারীরতাত্ত্বিক প্রভাব বর্ণনা কর।
০৫.উদ্ভিদ হরমোন বলতে কী বুঝ? উদাহরণসহ শ্রেণিবিন্যাস কর।
০৬. উদ্ভিদ উদ্ভিদ হরমোন কী? উদ্ভিদে অক্সিন ও সাইটোকাইনিনের শারীরতাত্ত্বিক ভূমিকা লেখ।
Read more:5th chapter