বীজের রোগতত্ত্ব।১২শ অধ্যায় ।Plant Pathology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
বীজের রোগতত্ত্ব।১২শ অধ্যায় ।Plant Pathology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
০১. বীজের রোগতত্ত্ব কি?
অথবা, বীজ রোগতত্ত্ব বলতে কী বুঝ?
উত্তর : উদ্ভিদ রোগ বিজ্ঞানের যে শাখায় বীজবাহিত রোগ, বীজের রোগ ও দমন পদ্ধতি নিয়ে আলোচনা পর্যালোচনা করা হয় সে শাখাকে বীজ রোগতত্ত্ব বলা হয়।
০২. বীজ রোগতত্ত্বের জনকের নাম কী?
উত্তর : বীজ রোগাতত্ত্বের জনকের নাম পল নিয়ারপার্ড।
০৩. কয়েকটি বীজবাহিত ছত্রাকের নাম লিখ।
উত্তর : Phytophthora, Rhizopus Pythium, Ensephe, Claviceps ইত্যাদি।
০৪. ছত্রাক ঘটিত দুটি বীজবাহিত রোগের নাম কী?
উত্তর : ছত্রাক ঘটিত দুটি বীজবাহিত রোগের নাম - (১) পাটের কাণ্ড পচা রোগের ছত্রাক Macrophon Phasiolina, (২) টমেটোর উইল্ট রোগ সৃষ্টিকারী
ছত্রাক - Fusarium oxysporum.
০৫. কোন শ্রেণির ছত্রাক সবচেয়ে বেশি বীজবাহিত রোগ ঘটায়?
উত্তর : ডিউটারোমাইসেটিস শ্রেণির ছত্রাক সবচেয়ে বেশি বীজবাহিত রোগ ঘটায়।
০৬. বীজবাহিত কয়েকটি ব্যাকটেরিয়ার নাম লিখ।
উত্তর : Agrobacterium, Ervinia, Pseudomonas, Xanthomonas ইত্যাদি।
০৭. বীজবাহিত কয়েকটি ভাইরাসের নাম লিখ।
উত্তর : Bean mosaic virus, Cucumber mosaic virus,Tobaccoring spot virus ইত্যাদি ।
০৮. বীজের স্বাস্থ্য পরীক্ষার আন্তর্জাতিক সংস্থা কোনটি?
উত্তর : ISTA.
০৯. ISTA-এর পূর্ণরূপ কী?
উত্তর : International Sced Testing Association.
১০. বীজের স্বাস্থ্য পরীক্ষা কী?
উত্তর : বীজ ভালোভাবে সংরক্ষণ, বীজ শোধন, বীজের স্থায়িত্ব ও রোগমুক্ত ভালো বীজ বাছাইকরণের জন্য যে পরীক্ষা করা হয় তাকে বীজের স্বাস্থ্য পরীক্ষা বলা হয়।
১১. বীজবাহিত প্যাথোজেন অনুসন্ধান পদ্ধতিসমূহ কী কী?
উত্তর : শুষ্ক বীজ পর্যবেক্ষণ পদ্ধতি, ভ্রূণ গণনা পদ্ধতি, বোটিং পেপার পদ্ধতি, অ্যাগার প্লেট পদ্ধতি, প্রবর্তন পরীক্ষা পদ্ধতি ইত্যাদি ।
১২. ধানের বীজবাহিত দুটি রোগের নাম লিখ ।
উত্তর : (i) Brown spot of rice; (ii) Blast of rice.
১৩. গমের বীজবাহিত দুটি রোগের নাম লিখ ।
উত্তর : (i) Loose smut of wheat, (ii) Brown spot of wheat.
১৪. পাটের বীজবাহিত দুটি রোগের নাম লিখ ।
উত্তর : (i) Stem rot of Jute; (ii) Anthracnose of jute.
১৫. শাকসবজির বীজবাহিত দুটি রোগের নাম লিখ।
উত্তর : (i) গোল আলুর (Late blight); (ii) টমেটোর (Early blight).
১৬. বীজবাহিত রোগ দমন বলতে কী বুঝ?
উত্তর : বীজবাহিত বিভিন্ন রোগসমূহ দমন করার জন্য যেসব পদ্ধতি ব্যবহৃত হয় তাদের বীজবাহিত রোগ দমন বলা হয়।
১৭. বীজবাহিত রোগ দমন পদ্ধতিগুলোর নাম লিখ ।
উত্তর : (ক) বীজ শস্যের সঠিক ব্যবস্থাপনা; (খ) বীজ শোধন ও (গ) বীজ সঙ্গরোধ নিয়ন্ত্রণ বিধি ।
১৮. বীজ শোধন বলতে কি বুঝ?
উত্তর : বীজকে রোগমুক্ত করার জন্য ভৌত ও রাসায়নিক উপায়ে শোধন করাকে বীজ শোধন বলে।
১৯. বীজ শোধনের পদ্ধতি কয়টি?
উত্তর : দুইটি । যথা: (i) ভৌত পদ্ধতি ও (i) রাসায়নিক পদ্ধতি ।
২০. বীজ শোধনের ভৌত পদ্ধতিগুলো কী কী?
উত্তর : (i) সূর্যের তাপে শোধন; (ii) বাষ্পীয় শোধন; (iii) শুষ্কতাপে শোধন; (iv) গরম পানিতে শোধন; (v) অবায়বীয় পানি শোধন ইত্যাদি ।
২১. নেক্রোসিস কী?
উত্তর : প্যাথোজেনের আক্রমণের ফলে উদ্ভিদের আক্রান্ত কোষের বা অঙ্গের পচন ঘটে তাকে নেক্রোসিস বলে।
২২.. বীজ রক্ষণাগারে বীজকে নষ্ট করে এমন দুটি প্যাথোজেনের নাম কি?
উত্তর : বীজ রক্ষণাগারে বীজকে নষ্ট করে এমন দুটি
প্যাথোজেনের নাম হলো-
(i) Aspergilla flavar
(ii) Fazarium aosporum
খ-বিভাগ :
০১. প্যাথোজেনের নাম সহ ৪টি বীজবাহিত রোগের নাম লিখ যা মহামারী আকার ধারণ করেছিল।
০২. বীজ বাহিত রোগের লক্ষণ ও ভূমিকা লিখ।
বীজ থেকে পোষকে প্যাথোজেন স্থানান্তর প্রক্রিয়া লিখ।
০৪. বীজশোধন সম্পর্কে লিখ।
অথবা, বীজ শোধন কী? বীজ শোধন পদ্ধতিগুলো বর্ণনা কর।
০৫. বীজ রোগতত্ত্বের পরিসর বর্ণনা কর।
০৬. বীজের রোগতত্ত্ব সম্পর্কে লেখ।
অথবা, বীজের রোগতত্ত্ব বলতে কী বুঝ?
গ-বিভাগ :
০১. উদ্ভিদের বীজবাহিত রোগসমূহের বর্ণনা দাও।
০২. বীজবাহিত প্যাথোজেন অনুসন্ধানের বিভিন্ন/প্রক্রিয়া/পদ্ধতি বর্ণনা কর।
অথবা, বীজবাহিত রোগজীবাণু অনুসন্ধানের বিভিন্ন পদ্ধতি বর্ণনা কর।
০৩. (ক) প্যাথোজেনের নামসহ ৫টি বীজবাহিত রোগের নাম লিখ।
অথবা, প্যাথোজেনের নামসহ ৫টি বীজবাহিত রোগের নাম উল্লেখ কর।
(খ) সঞ্চরাগারে সংরক্ষিত বীজের ব্যবস্থাপনা আলোচনা কর।
অথবা, গুদামাগারে বীজ ব্যবস্থাপনা বর্ণনা কর।
০৪. প্যাথোজেনের বাহক হিসেবে বীজের গুরুত্ব আলোচনা কর।
অথবা, প্যাথোজেনের বাহক হিসেবে বীজের গুরুত্ব লিখ।
০৫. টীকা লেখ :
(ক) কক্ এর স্বীকার্য ;
(খ) বীজ সংরক্ষণ।;
Read more:11th chapter