গবেষণা প্রক্রিয়া । ২য় অধ্যায় । Biostatistics and Research Methodology ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

গবেষণা প্রক্রিয়া । ২য় অধ্যায় । Biostatistics and Research Methodology ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

গবেষণা প্রক্রিয়া । ২য় অধ্যায় । Biostatistics and Research Methodology ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
গবেষণা প্রক্রিয়া । ২য় অধ্যায় । Biostatistics and Research Methodology ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

২য় অধ্যায়:- গবেষণা প্রক্রিয়া 

ক-বিভাগ

০১. গবেষণা সমস্যা কী?

উত্তর : তাত্ত্বিক ও ব্যবহারিক দিক থেকে এক বা একাধিক অভিজ্ঞ গবেষক দ্বারা পরিচালিত কাজকর্মের মাধ্যমে যে সমস্যা লক্ষ করা যায় তাকে গবেষণা সমস্যা বলে।

০২. অনুকল্প কী? 

অথবা, অনুকল্প কাকে বলে?

উত্তর : কোনো গবেষণার পূর্বে গবেষক সংশ্লিষ্ট বিষয়ে যে আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করেন তাকে অনুকল্প বলে ।

০৩. নাস্তি অনুমান কী?

উত্তর : যখন নমুনাজ মান বিশ্লেষণ করা হয় তখন প্রথমেই গোষ্ঠীর বৈশিষ্ট্য সম্পর্কে কাল্পনিকভাবে বা অনুমান ভিত্তিক ধরে নেওয়া হয় যে, তাদের বৈশিষ্ট্যের মধ্যে কোনো পার্থক্য নেই। এই কল্পনা বা অনুমানরকে নাস্তি অনুমান বলা হয় ।

০৪. তত্ত্ব কাকে বলে?

উত্তর : যেকোনো নির্দিষ্ট বিষয়ের যৌক্তিক ও ধারাবাহিক পর্যালোচনা যা অধিকাংশ সময়ব্যাপী পর্যবেক্ষণের মাধ্যমে অর্জিত ফলাফলের সাধারণিকরণের মাধ্যমে উদ্ভব হয় তাকে তত্ত্ব বলা হয়।

০৫. গবেষণা নকশা কী? 

উত্তর : গবেষণা নকশা হলো নির্ধারিত প্রক্রিয়ায় গবেষণার উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে তথ্যসংগ্রহ ও বিশ্লেষণের লক্ষ্যে বিভিন্ন শর্তের বিন্যাস।

০৬. নমুনা-চয়ন কাকে বলে? 

উত্তর : যে প্রক্রিয়ায় বিরাট পরিমাণ কোনো বস্তু হতে সে বস্ত্র গঠনের সত্যিকার একটি প্রতিনিধিত্বশীল একটি ক্ষুদ্র অংশ আহরণ করা হয় তাকে নমুনা-চয়ন বলে।

০৭. নমুনা কী?

উত্তর : সমগ্রকের যে ক্ষুদ্রতম অংশ ঐ সমগ্রকের বৈশিষ্ট্যসমূহ প্রদর্শন করতে পারে তাকে নমুনা বলে ।

০৮. ল্যাটিন বর্গ নকশা বলতে কী বুঝ ?

উত্তর : যে পরীক্ষণ নকশায় চর্যার সমান সংখ্যক সারি, ও কলামে বিভক্ত করে চর্যাগুলোকে এমনভাবে প্রয়োগ করা হয় যেন এক একটি কলাম বা সারিতে একটির বেশি চর্যা সন্নিবেশিত না হয় তাকে ল্যাটিন বর্গ নকশা বলে ।

০৯. দৈবায়ন বা নির্বিচারণ কাকে বলে?

উত্তর : পরীক্ষা পরিচালনার জন্য দৈবায়ন একটি গুরুত্বপূর্ণ নীতি। পরীক্ষণ একক বা প্লটসমূহে চর্যাকে পক্ষপাতহীনভাবে এবং দৈবভাবে ব্যবহার করাকে দৈবায়ন বলে ।

১০. সম্পূর্ণ দৈবায়িত নকশা কী?

উত্তর : যে সরলতম পরীক্ষণ নকশায় পরীক্ষণ এককগুলোতে সম্পূর্ণ দৈবায়িতভাবে চর্যাগুলো প্রয়োগ করা হয় ও নিয়ন্ত্রণ যোগ্য পারিপার্শ্বিক অবস্থাগুলো যতদূর সম্ভব সম অবস্থায় আনা হয় তাকে সম্পূর্ণ দৈবায়িত নকশা বলে !

১১. নমুনায়ন কী?

অথবা, নমুনায়ন কাকে বলে?

উত্তর : সমগ্রক থেকে নমুনা নির্বাচন করার পদ্ধতিকে

নমুনায়ন বলে ।

১২. নমুনায়ন নকশী কী?

উত্তর : গবেষণা নকশায় উল্লিখিত তথ্য সংগ্রহের জন্য সমগ্রক ও নমুনার প্রকৃতি নমুনায়ন পদ্ধতির বিস্তারিত রূপরেখাকে নমুনায়ন নকশা বলে।

১৩. পপুলেশন কী?

উত্তর : কোনো একটি পর্যবেক্ষণে বা পরীক্ষণে সুনির্দিষ্ট বৈশিষ্ট্যের অধিকারী সম্ভাব্য সকল উপাদানের সমষ্টিকে পপুলেশন বলে ।

১৪. সিনোপসিস বলতে কী বুঝ?

উত্তর : কোনো পপুলেশনের সমকালীন জ্ঞানের সার সংক্ষেপই সিনোপসিস নামে পরিচিত।

১৫. সম্ভাবনা কী? 

উত্তর : প্রবিট বিশ্লেষণের একককে সম্ভাবনা বলে ৷

১৬. গুচ্ছ নমুনায়ন কাকে বলে?

উত্তর : সমগ্রক বা পপুলেশনকে কয়েকটি গুচ্ছে ভাগ করে প্রথম পর্যায়ে গুচ্ছ নমুনায়নের মাধ্যমে গুচ্ছ নমুনা নির্ধারণ করা হয়। অতঃপর নির্ধারিত গুচ্ছ নমুনা হতে পুনরায় গুচ্ছ নমুনা বাছাই করা হয়। এভাবে সংঘটিত নুমনায়নকে গুচ্ছ নমুনায়ন বলা হয়। 

১৭. দৈবচয়িত ব্লক নক্‌শা কাকে বলে? 

উত্তর : যে পরীক্ষণ নকশায় পরীক্ষণ একক বা প্লটগুলো সমগুণ সম্পন্ন ব্লকে ভাগ করে প্রত্যেক ব্লকে নির্বিচার বা দৈবায়িত পদ্ধতিতে চর্যা প্রয়োগ করা হয় তাকে দৈবচয়িত ব্লক নকশা বলে ।

১৮. ল্যাটিন বর্গ নকশা বলতে কী বুঝ?

উত্তর : যে পরীক্ষণ নকশায় চর্যার সমান সংখ্যক সারি ও কলামে বিভক্ত করে চর্যাগুলোকে এমনভাবে প্রয়োগ করা হয় যেন এক একটি কলাম বা সারিতে একটির বেশি চর্যা সন্নিবেশিত না হয় তাকে ল্যাটিন বর্গ নকশা বলে ।

১৯. চলক কাকে বলে? 

উত্তর : যে সকল বৈশিষ্ট্য তথ্যবিশ্বের বা সমগ্রকের বিভিন্ন এককসমূহের সাপেক্ষে পরিমাণগতভাবে পরিবর্তিত হয় তাকে চলক বলে ।

২০. পরীক্ষণ কী?

উত্তর : কোনো গবেষণাকে পর্যবেক্ষণের মাধ্যমে যাচাই করার পদ্ধতিকে পরীক্ষণ বলা হয়।

২১. পরীক্ষণ নকশার সংজ্ঞা দাও। 

উত্তর : উদ্ভূত কোনো একটি সমস্যা সমাধান কল্পে

অনুসন্ধানের জন্য পর্যবেক্ষণ ও পরিমাপ গ্রহণের সুনির্দিষ্ট্য দক্ষ ও সাশ্রয়ী পদ্ধতিতে পর্যবেক্ষণ ও পরিমাপ গ্রহণের পরিকল্পনাকে পরীক্ষণ নকশা বলা হয়।

২২. উপাত্ত বিশ্লেষণ কী? 

উত্তর : উপাত্ত বিশ্লেষণ হলো গবেষণার প্রশ্ন প্রকল্প অথবাপ্রচলিত উপাত্তের বা তথ্যের আলোকে প্রাপ্ত উপাত্ত বা তথ্যগুলোকে বিচার করা এবং সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে তত্ত্ব গঠন করা ৷

২৩. উপাত্ত কাকে বলে?

উত্তর : কোনো বিষয় সম্পর্কে জানা ও যেকোনো সমস্যা সমাধানের জন্য যেসব খবর সংগ্রহ করা হয়, তাকে সাধারণত উপাত্ত বা তথ্য বলা হয়।

২৪. প্রাথমিক উপাত্ত কী?

উত্তর : কোনো গবেষণা বা নীতি নির্ধারণী কার্যে

ব্যবহারের জন্য মৌলিকভাবে যে তথ্য সংগৃহীত হয় তাকে প্রাথমিক উপাত্ত বলে।

 

খ-বিভাগ

০১. গবেষণা সমস্যা বলতে কী বুঝ? 

০২. কিসের উপর ভিত্তি করে গবেষণা সমস্যা নির্বাচন করা হয়? 

অথবা, গবেষণা সমস্যা নির্বাচনে কি কি বিষয়ের উপর গুরুত্ব দেয়া উচিত?

০৩. ফলাফল ব্যাখ্যাকরণের সুবিধাগুলো কী? 

অথবা, ফলাফল ব্যাখ্যাকরণ কী? ব্যাখ্যাকরণের প্রয়োজনীয়তা বর্ণনা কর।

০৪. গবেষণা সমস্যা নির্ণয়ের গুরুত্ব লিখ।

অথবা, গবেষণা সমস্যা নির্ণয়ের প্রয়োজনীয়তা লিখ।

০৫. নমুনায়নের সুবিধা ও অসুবিধাসমূহ লিখ।

০৬. সম্ভাবনা নমুনায়ন ও নিঃসম্ভাবনা নমুনায়নের মধ্যে পার্থক্য লিখ। 

০৭. পরীক্ষণ ত্রুটি কী? কীভাবে এটি শনাক্ত করা যায়? 

০৮. স্তরিত নমুনায় ও গুচ্ছ নমুনায়নের মধ্যে পার্থক্য লিখ। 

০৯. পার্থক্য লিখ : দৈবায়িত ব্লক নকশা ও ল্যাটিন বর্গ নকশা। 

অথবা, ল্যাটিন ব্লক নকশা ও দৈবায়িত ব্লক নকশার মধ্যে পার্থক্য লিখ ।

 

গ-বিভাগ

০১. গবেষণা সমস্যা নির্ণয়ের কৌশল বর্ণনা কর।

অথবা, সংক্ষেপে গবেষণা সমস্যা নির্ণয়ের কৌশল ব্যাখ্যা কর।

অথবা, তুমি কিভাবে একটি গবেষণা সমস্যা নির্বাচন করবে?

০২. বিভিন্ন প্রকার নমুনায়ন নকশার সংক্ষিপ্ত বিবরণ দাও। 

অথবা, নমুনায়ন নকশার শ্রেণিবিন্যাস আলোচনা কর।

০৩. তথ্য উপস্থাপন সম্পর্কে আলোচনা কর। 

০৪. টীকা লিখ : সাহিত্য সমীক্ষা

Read More: 1st chapter