জিমনোস্পার্ম বা নগ্নবীজীর বিস্তৃতি ও অর্থনৈতিক গুরুত্ব।।৪র্থ অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

জিমনোস্পার্ম বা নগ্নবীজীর বিস্তৃতি ও অর্থনৈতিক গুরুত্ব।।৪র্থ অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

জিমনোস্পার্ম বা নগ্নবীজীর বিস্তৃতি ও অর্থনৈতিক গুরুত্ব।।৪র্থ অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
জিমনোস্পার্ম বা নগ্নবীজীর বিস্তৃতি ও অর্থনৈতিক গুরুত্ব।।৪র্থ অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

 অধ্যায় ০৪-

 জিমনোস্পার্ম বা নগ্নবীজীর বিস্তৃতি ও অর্থনৈতিক গুরুত্ব

(Distribution of Gymnosperm and Economic Importance):

 

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :

 

 ০১. পৃথিবীতে Gymnosperm -এর গণের সংখ্যা কত?

উত্তর : প্রায় ৭০টি।

০২. ছত্রাক প্রতিরোধী একটি Gymnosperm -এর নাম লেখ।

উত্তর : Cedrus deodara.

০৩. এফিড্রিন তৈরি হয় কোন উদ্ভিদ থেকে?

উত্তর : Ephydra নামক উদ্ভিদ থেকে ৷

 ০৪-ধর্মীয় গুরুত্ব সম্পন্ন Gymnosperm কোনটি?

উত্তর : Juniperus.

০৫. বাংলাদেশে পাওয়া যায়-একটি সাইকাস প্রজাতির বৈজ্ঞানিক  নাম লেখ।

অথবা, বাংলাদেশে প্রাপ্ত বা পাওয়া যায় এমন দুটি Cycas এর নাম লেখ ।

উত্তর : (i) Cycas revoluta, (ii) Cycas circinalis.

০৬. বাংলাদেশে বোটানিক্যাল গার্ডেনে কোন নগ্নবীজী প্রজাতি পালন করা হচ্ছে?

উত্তর : Ginkgo biloba নামক নগ্নবীজী প্রজাতি ।

০৭- Podocarpus neriifolius বাংলাদেশের কোথায় পাওয়া যায়?

উত্তর : চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে ।

০৮. খাদ্য হিসেবে ব্যবহৃত জিমনোস্পার্মের দুটি প্রজাতির নাম লিখ ।

উত্তর : Gnetum ula-এর বীজ, Cycas revoluta-এর বীজ।

০৯-. কাগজ শিল্পে ব্যবহৃত দুটি জিমনোস্পার্মের নাম লিখ।

উত্তর : (i) Pinus sp. ও (ii) Abies pindrow.

 ১০. কোন জিমনোস্পার্মে থেকে নিউজপ্রিন্ট কাগজ প্রস্তুত হয়?

উত্তর : Pinus -এর বিভিন্ন প্রজাতি থেকে।

১১. জ্বালানি হিসেবে ব্যবহৃত দুটি নগ্নবীজীর নাম লিখ। 

অথবা, জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় কোন জিমনোস্পার্ম?

উত্তর : (i) Pinus insularis, (ii) Gnetum gemon.

১২. কোন জিমনোস্পার্ম থেকে তন্ত্র পাওয়া যায়?

উত্তর : Gnetum gnemon-এর বাকল হতে তন্তু পাওয়া যায় ।

 ১৩. কোন জিমনোস্পার্ম থেকে অ্যালকোহল তৈরি হয়?

উত্তর : Chamacecyaris piscifera.

১৪. প্লাইউড কোন নগ্নবীজী উদ্ভিদে পাওয়া যায়?

উত্তর : Pseudotsuga taxifolia.

১৫. কোন জিমনোস্পার্ম থেকে মদ প্রস্তুত হয়?

উত্তর : Cycas revoluta-এর বীজ থেকে মদ প্রস্তুত হয়।

 ১৬. সিলেটের পাহাড়ি বনাঞ্চলে কোন Gymnosperm জন্মায়?

উত্তর : Gnetum ula.

১৭. বাংলাদেশে শোভা বর্ধনকারী হিসেবে কোন কোন নগ্নবীজী প্রজাতি লাগানো হয়?

উত্তর : Pinus, Thuja, Zamia, Juniparus প্রভৃতি।

১৮. Ephedra প্রজাতি পৃথিবীর কোথায় পাওয়া যায়?

উত্তর : পশ্চিম ও মধ্য এশিয়ায় এবং মধ্য ও দক্ষিণ আমেরিকায় ।

১৯.Welwitschia— পৃথিবীর কোথায় পাওয়া যায়? |

উত্তর : নামিবিয়ার পশ্চিম অঞ্চল এবং দক্ষিণ-পশ্চিম এঙ্গোলা ।

 

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) i

 

০১-বাংলাদেশে নগ্নবীজী উদ্ভিদের যে সকল প্রজাতি পাওয়া যায় পরিবার সহ তাদের নাম উল্লেখ কর।

০২-খাদ্য, আসবাবপত্র ও কাগজ শিল্পে জিমনোস্পার্মের ব্যবহার লিখ। 

০৩-আদিম পৃথিবীর প্রথম উভলিঙ্গিক ফুলের চিহ্নিত চিত্র আঁক।

০৪-বাংলাদেশে পাওয়া যায় এমন চারটি Gymnosperm এর উদ্ভিদতাত্ত্বিক নাম লেখ। 

... অথবা, বাংলাদেশে জন্মে এমন পাঁচটি নগ্নবীজীর নাম লেখ।

 

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Board Questions) :

০১-বাংলাদেশে নগ্নবীজীর বিস্তৃতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর। 

০২-জিমনোস্পার্মের অর্থনৈতিক গুরুত্ব লেখ।

Read more:3rd chapter