টেরিডোফাইটা ও গুপ্তবীজী বা আবৃতবীজীর সাথে জিমনোস্পার্ম বা নগ্নবীজীর তুলনা।।৩য় অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
টেরিডোফাইটা ও গুপ্তবীজী বা আবৃতবীজীর সাথে জিমনোস্পার্ম বা নগ্নবীজীর তুলনা।।৩য় অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
অধ্যায় ০৩- টেরিডোফাইটা ও গুপ্তবীজী বা আবৃতবীজীর সাথে
জিমনোস্পার্ম বা নগ্নবীজীর তুলনা।
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :
০১. কোন কোন টেরিডোফাইট নগ্নবীজীর মতো অসমরেণুপ্রসূ?
উত্তর : Marselia, Salvinia, Azolla, Selaginella.
০২. নগ্নবীজী ও টেরিডোফাইটের জনুঃক্রম দেখতে কী রকম?
উত্তর : এন্ডোস্পোরিক ধরনের।
০৩. কোন গোষ্ঠীতে দ্বি-নিষেক ঘটে?
উত্তর : অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজী উদ্ভিদ।
০৪. কোন নগ্নবীজীতে জাইলেম ভেসেল ও ফ্লোয়েম সঙ্গীকোষ উপস্থিত?
উত্তর : Gnerum.
০৫. নগ্নবীজীর মধ্যে উন্নত কোনটি?
উত্তর : Ghetum.
০৬. নগ্নবীজী ও আবৃতবীজীর বীজ কী রকম?
উত্তর : নগ্নবীজীর বীজ নগ্ন ধরনের এবং আবৃতবীজীর বীজ আবৃত ধরনের।
০৭. নগ্নবীজী ও আবৃতবীজীর কাণ্ড কী রকম?
উত্তর : উভয়ক্ষেত্রেই কাণ্ডের স্টিলি ইউস্টিলিক ও গৌণ বৃদ্ধি হয়।
০৮. জিমনোস্পার্ম ও অ্যাঞ্জিওস্পার্মের পুষ্পের মধ্যে পার্থক্য লেখ।
উত্তর : জিমনোস্পার্মের পুষ্প একলিঙ্গ ও সরল কিন্তু অ্যাঞ্জিওস্পার্মের পুষ্প উভলিঙ্গ ও জটিল ।
০৯-টেরিডোফাইট ও জিমনোস্পার্মের পাতার পরিবহণ কলাগুচ্ছ কিরূপ?
উত্তর : টেরিডোফাইট ও জিমনোস্পার্মের পাতার পরিবহণ কলাগুচ্ছে জাইলেম ভেসেল ও ফ্লোয়েম সঙ্গীকোষ অনুপস্থিত।
১০. জিমনোস্পার্ম ও টেরিডোফাইটার মধ্যে কোনটি উন্নত?
উত্তর : জিমনোস্পার্ম উন্নত ।
১১. স্ট্রোবিলাস কি দ্বারা গঠিত?
উত্তর : স্ট্রোবিলাসে একটি প্রধান অক্ষ রয়েছে যা অসংখ্য স্পোরোফিল দ্বারা গঠিত ।
১২. টেরিডোফাইটা ও নগ্নবীজীর জাইলেমের মধ্যে সাদৃশ্য কি?
উত্তর : এদের উভয়ের জাইলেম ও ভেসেল অনুপস্থিত।
১৩. জিমনোস্পার্মে ভ্রূণের বিকাশ কোন ধরনের?
উত্তর : এন্ডোস্পোরিক ধরনের।
(১৪). নগ্নবীজীর মেগাস্পোরোফিল এবং আবৃতবীজীর গর্ভপত্রের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ কর।
উত্তর : নগ্নবীজীর মেগাস্পোরোফিল এবং আবৃতবীজীর গর্ভপত্রের মধ্যে দুটি পার্থক্য হলো-
১. নগ্নবীজীর মেগাস্পোরোফিল উন্মুক্ত থাকে এবং আবৃতবীজীর গর্ভপত্র আবদ্ধ থাকে ।
২. নগ্নবীজীর মেগাস্পোরোফিল মেগাস্পোরকে ঘিরে অবস্থান করে এবং আবৃতবীজীর গর্ভপত্র ডিম্বাণুকে ঘিরে অবস্থান করে।
(১৫)- মনোপ্রোডিয়াল শাখাবিন্যাস কি?
উত্তর : প্রধান মূলকে কেন্দ্র করে শাখা মূল সৃষ্টি হয় এবং শাখার শীর্ষে পাতা উৎপন্ন হওয়াকে মনোপ্রোডিয়াল শাখাবিন্যাস বলে ।
১৬. জিমনোস্পার্ম ও অ্যাঞ্জিওস্পার্মের ভ্রূণের সাদৃশ্য লিখ।
উত্তর : উভয়ের ভ্রূণের বিকাশ পদ্ধতি এন্ডোস্কোপিক ধরনের।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)
০১.টেরিডোফাইটার সাথে জিমনোস্পার্ম-এর সাদৃশ্যগুলো লিখ ।
০২-অ্যাঞ্জিওস্পার্মের সাথে জিমনোস্পার্ম এর সাদৃশ্যগুলো উল্লেখ কর।
৩.-টেরিডোফাইটের সাথে জিমনোস্পার্মের পার্থক্য লিখ।
০৪. নগ্নবীজী ও আবৃতবীজীর মধ্যে পার্থক্য লেখ।
গ-বিভাগ : রচনামুলক প্রশ্নাবলি (Board Questions) :
০১-এন্ডোস্পার্ম কী? নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদের এন্ডোস্পার্মের পার্থক্য কর।
০২-জিমনোস্পার্ম, টেরিডোফাইট, অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে তুলনামূলক আলোচনা কর।
০৩-নগ্নবীজী উদ্ভিদ ও টেরিডোফাইটের মধ্যে সাদৃশ্যতা ও বৈশাদৃশ্যতাগুলো বর্ণনা কর।
০৪-জিমনোস্পার্ম অ্যানজিওস্পার্ম থেকে অনুন্নত- ব্যাখ্যা কর।
Read more:2nd chapter