সাইটোপ্লাজমীয় বংশগতি।১২শ অধ্যায় ।Genetics( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
সাইটোপ্লাজমীয় বংশগতি।১২শ অধ্যায় ।Genetics( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
অধ্যায় ১২ (সাইটোপ্লাজমীয় বংশগতি)
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :
০১.সাইটোপ্লাজমিক বংশগতির সংজ্ঞা দাও।
অথবা, সাইটোপ্লাজমীয় বংশগতি (Cytoplasmic inheritance) কি?
উত্তর : নিউক্লিয়াসের বাইরে Cytoplasm এ অবস্থিত কোনোক্ষুদ্রাঙ্গ বা অন্যকোনো বস্তু যদি বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকে সাইটোপ্লাজমিক বংশগতি (Cytoplasmic inheritance) বলে ।
০২. সাইটোপ্লাজমিক বংশানুসৃতির উৎস কী?
উত্তর : সাইটোপ্লাজমিক বংশানুসৃতির উৎস হচ্ছে Cytoplasm-এ অবস্থিত DNA, Chloroplast, Mitochondia-তে অবস্থিত DNA বা Plasmid, Episome প্রভৃতি।
০৩. সন্ধামনি গাছের পাতায় কে প্রথম Cytoplasmic inheritance লক্ষ্য করেন।
উত্তর : Carl Correns (1909)
০৪. আয়োজাপ জিন কী?
উত্তর : আয়োজাপ জিন হলো সবুজ ও সাদার মিশ্রিত শিরা বা ডোরাকাটা বর্ণের জিন।
০৫. শামুকের বংশগতি কে পর্যবেক্ষণ করেন?
উত্তর : Boycott এবং তার সহকর্মী বৃন্দ (১৯৩০) সালে ।
০৬, কাপ্পা কণা কি?
উত্তর : ঘাতক Paramecium-এর কোষে বহু সংখ্যকক্ষুদ্রাকার কণা দেখা যায় যাদের কাপ্পা কণা বলে ।
০৭. কাপ্পা (Kappa) কণা কোন জীবে পাওয়া যায় এবং এর কাজ কী?
উত্তর : Paragecium aurelia-তে কাপ্পাকণা দেখা যায়যা এদের সাইটোপ্লাজমীয় বংশগতি নিয়ন্ত্রণ করে। এ কণার উপস্থিতি এরূপ প্যারামেসিয়ামে রূপান্তরিত করে।
০৮. প্লাজমিড (Plasmid) কি?
উত্তর : ব্যাকটেরিয়ার Cytoplasm-এ ক্রোমোজোম ছাড়াএক বা একাধিক ক্ষুদ্রাকার, স্বপ্রতিলিপক্ষম DNA থাকেযাদের প্লাজমিক (Plasmid) বলে।
০৯ প্লাজমা জিন কী?
উত্তর : ক্রোমোজমের বহির্ভূত বংশগতীয় বস্তুকে প্লাজমাজিন বলে ।
১০ এপিজোম কাকে বলে?
উত্তর : কিছু কিছু Plasmid আছে যারা Replication-এরজন্য Chromosomal DNA-এর মধ্যে প্রবেশ করে। এ অবস্থায় Plasmid-গুলোকে ইপিজোম (Episome) বলে ।
১১. Ti প্লাজমিড কোথায় পাওয়া যায়?
উত্তর : Agrobacterium tumefaciens নামক মাটিতে বসবাসকারী ব্যাকটেরিয়া ।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)
০১. বহিঃক্রোমজোমীয় বা Cytoplasinic বংশগতি কি?
অথবা, ক্রোমোজোম বহির্ভূত বংশগতি কি?
০২. সাইটোপ্লাজমিক বংশগতির বৈশিষ্ট্য লিখ।
অথবা, সাইটোপ্লাজমিক বংশগতি বা ইনহেরিটেন্স বলতে কি বুঝ? এর বৈশিষ্ট্য লিখ।
০৩প্লাজমিডের সাধারণ বৈশিষ্ট্য লিখ।
অথবা, প্লাজমিডের বৈশিষ্ট্য কি?
০৪প্লাজমিড ও এপিজোম কি?
০৫.প্লাজমিড ও এপিজোমের মধ্যে পার্থক্য লিখ।
০৬সাইটোপ্লাজমীয় ইনহেরিট্যান্স এবং নিউক্লিয়ার ইনহেরিট্যান্স-এর পার্থক্য লিখ।
অথবা, নিউক্লিয়ার বংশগতি ও সাইটোপ্লাজমীয় বংশগতির মধ্যে পার্থক্য লিখ।
অথবা, সাইটোপ্লাজমিক বংশগতি বা ইনহেরিট্যান্স ও নিউক্লিয়ার ইনহ্যরিট্যান্স-এর মধ্যে পার্থক্য লিখ ।
০৮ভুট্টার আয়োজাপ জিনের বংশগতি লেখ।
অথবা, ভুট্টার আয়োজাপ জিনের বংশগতি বর্ণনা কর।
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Board Questions )
০১.বহিঃ ক্রোমোজোমীয় বংশানুক্রমিতা কি? দুটি উদাহরণসহ বহিঃক্রোমাজোমীয় বংশানুক্রমিতা ব্যাখ্যা কর।
অথবা, তিনটি উদাহরণসহ সাইটোপ্লাজমিক বংশানুক্রমিতা ব্যাখ্যা কর ।
০২উদ্ভিদ ও প্রাণী প্রতিটি হতে একটি করে উদাহরণসহ সাইটোপ্লাজমিক বংশগতি প্রক্রিয়া বর্ণনা কর।
০৩প্রাণীর ক্ষেত্রে শামুকের খোলেসের কুণ্ডলী নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যাখ্যা কর।
অথবা, মাতৃতান্ত্ৰিক বা মাতৃকূলের বংশগতি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা কর।
০৪প্লাজমিড কী? প্লাজমিডের শ্রেণিবিন্যাস ও গুরুত্ব লেখ।
অথবা, প্লাজমিডের শ্রেণিবিভাগ বর্ণনা কর।
অথবা, প্লাজমিডের শ্রেণিবিন্যাস লিখ।
১৭। সাইটোপ্লাজমিক বংশগতি বলতে কী বুঝ? উচ্চতর উদ্ভিদে সাইটোপ্লাজমিক বংশগতি উদাহরণের সাহায্যে বর্ণনা কর।
অথবা, উচ্চতর উদ্ভিদে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সের তাৎপর্য ব্যাখ্যা কর।
অথবা, উচ্চতর উদ্ভিদে সাইটোপ্লাজমিক বংশগতি উদাহরণের সাহায্যে বর্ণনা কর ।
অথবা, সাইটোপ্লাজমিক বংশগতি কী? উচ্চতর উদ্ভিদে সাইটোপ্লাজমিক বংশগতি উদাহরণের সাহায্যে বর্ণনা কর।
Read more:11th chapter