ব্যাকটেরিয়ার বংশগতীয় রিকম্বিনেশন।১৪শ অধ্যায় ।Genetics( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
ব্যাকটেরিয়ার বংশগতীয় রিকম্বিনেশন।১৪শ অধ্যায় ।Genetics( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
অধ্যায় ১৪ (ব্যাকটেরিয়ার বংগতিয় রিকম্বিনেশন)
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions ) :
০১. ব্যাকটেরিয়ার বংশগতীয় পুনর্বিন্যাস কী?
অথবা, ব্যাকটেরিয়ার জেনোটিক রিকম্বিনেশন কি?
উত্তর : কোনো ব্যাকটেরিয়ার কোষের জেনেটিক পদার্থ বা বস্তু অন্য কোনো ব্যাকটেরিয়ার কোষে স্থানান্তরিত হওয়ার ফলে নতুন বৈশিষ্ট্য সম্পূর্ণ কোনো ব্যাকটেরিয়ার সৃষ্টি হলে তাকে ব্যাকটেরিয়ার বংশগতীয় পুনর্বিন্যাস বা জেনেটিক রিকম্বিনেশন বলে ।
০২. ব্যাক্টেরিয়ার রিকম্বিনেশন বা পুনর্বিন্যাস ঘটার প্রক্রিয়াগুলোর নাম লিখ ।
উত্তর : ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন, কনজুগেশন প্রভৃতি প্রক্রিয়ায় ব্যাক্টেরিয়ার জেনেটিক রিকম্বিনেশন ঘটে ।
০৩ ব্যাক্টেরিয়ার জিনোম কি রূপ?
অথবা, ব্যাকটেরিয়ার জিনোম কি ধরনের?
উত্তর : ব্যাক্টেরিয়ার জিনোম ডাবল স্ট্র্যান্ডেড, বৃত্তাকার, সুপারকোয়েলড DNA অণু ।
০৪. ব্যাক্টেরিয়ার যৌন প্রজনন বা ম্যাটিং বলতে কি বুঝ?
উত্তর : একটি F এবং একটি F ব্যাক্টেরিয়ার পাশাপাশিঅবস্থান এবং সংশ্লেষ নালীর মধ্যদিয়ে জেনেটিক বস্তুরস্থানান্তরকে ম্যাটিং বা কনজুগেশন বলে ।
০৫. টেম্পারেট ফাজ কি?
উত্তর : লাইসোজেনিক ব্যাক্টেরিয়ার ক্রোমোজমের সাথে সংযুক্ত ফাজ DNA কে টেম্পারেট ফাজ বলে ।
০৬. Hir কি?
উত্তর : ব্যাক্টেরিয়া কোষের F ফ্যাক্টরটি যদি জেনোমিক ক্রোমোজরে সাথে যুক্ত থাকে তখন ব্যাক্টেরিয়াকে Hfrবলে। কারণ তখন এ ব্যাক্টেরিয়া উচ্চ মাত্রায় জেনেটিকরিকম্বিনেশন ঘটায় ।
০৭. ব্যাক্টেরিয়ার রূপান্তর/ ট্রান্সফারমেশন বলতে কি বুঝ?
উত্তর : যে প্রক্রিয়ায় পরিবেশের বা মৃত ব্যাক্টেরিয়ার জিন বা কোনো জীবিত ব্যাক্টেরিয়ার কোষে প্রবেশের মাধ্যমে গ্রহীতা ব্যাক্টেরিয়ার রিকম্বিনেশন বা বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে তাকে ব্যাক্টেরিয়ার রূপান্তর বা ট্রান্সফরমেশন বলে ।
০৮ট্রান্সফরমান জিন-এর সংজ্ঞা দাও।
উত্তর : যেসব জিন দুটি কোষের মধ্যে স্থানান্তরিত হয় তাকে ট্রান্সফরমান জিন বলে ।
০৯. ট্রান্সডাকশন বলতে কি বুঝ?
অথবা, ট্রান্সডাকশন কি?
উত্তর : ব্যাক্টেরিওফাজের মাধ্যমে এক ব্যাক্টেরিয়া থেকে অন্যান্য ব্যাক্টেরিয়াতে জেনেটিক বস্তু বা জিনের স্থানান্তর এবং রিকম্বিনেশন ঘটাকে ট্রান্সডাকশন বলে ।
১০ব্যাক্টেরিয়াল কনজুগেশন (Conjugation) কী?
উত্তর : দাতা (+) ও গ্রহীতা (-) নামক দুটি Bacteria কোষ Conjugation tube দ্বারা যুক্ত হয়ে যখন দাতা কোষ হতে গ্রহীতা কোষে বংশগতীয় উপাদান স্থানান্তরিত হয় তাকে কনজুগেশন (Conjugation) বলে।
১১. ব্যাক্টেরিয়ার রিকম্বিনেশনের একটি বিশেষ ক্ষতিকর দিক (মানুষের জন্য) কি?
উত্তর : মানুষের জন্য ব্যাক্টেরিয়ার রিকম্বিনেশনের একটি ক্ষতিকর দিক হচ্ছে এর মাধ্যমে ব্যাক্টেরিয়া এন্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যায়, যা চিকিৎসা বিজ্ঞানের একটি বিশেষ সমস্যা।
১২. উচ্চতর উদ্ভিদের ক্রাউন গল বা উদ্ভিদের ক্যান্সার রোগের কারণ কি?
উত্তর : উচ্চতর উদ্ভিদের ক্রাউনগলের কারণ Ti plasmid.
(১৩) জেনেটিক কোড কী?
উত্তর : অ্যামিনো এসিড এবং কোডনের মধ্যে সম্পর্কের সম্পূর্ণ সেটকে একটি জেনেটিক কোড বলা হয় যাকেএকটি টেবিলে সংক্ষিপ্তরূপে প্রকাশ করা যায়।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) :
০১ব্যাকটেরিয়ায় ট্রান্সফরমেশন ও ট্রান্সডাকশন বলতে কী বুঝ?
০২Specific code (স্পেসিফিক কোড) এবং Degenerate Code (ডিজেনারেট কোড) বলতে কি বুঝ?
০৩স্পেসিফিক এবং ডিজেনারেট কোডের পার্থক্য লিখ ।
০৪কনজুগেশন ও ট্রান্সডাকশন এর মধ্যে পার্থক্য লিখ।
ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন ও ট্রান্সডাকশনের ০৫পার্থক্য লেখ।
অথবা, ট্রান্সডাকশন ও ট্রান্সফরমেশনের মধ্যে পার্থক্য লিখ ।
৬. ব্যাকটেরিয়ার কম্ভুগেশন প্রক্রিয়া বর্ণনা কর।
অথবা, জেনেটিক রিকম্বেনেশান কী? ব্যাকটেরিয়ার কনজুগেশন দ্বারা সংঘটিত জেনেটিক রিকম্বিনেশান পদ্ধতি বর্ণনা কর ।
অথবা, ব্যাক্টেরিয়ার কনজুগেশন প্রক্রিয়া বর্ণনা কর ।
অথবা, ব্যাকটেরিয়ার কনজুগেশন প্রক্রিয়া বর্ণনা কর।
অথবা, ব্যাক্টেরিয়ার জেনেটিক পদার্থ স্থানান্তরে কনজুগেশন প্রক্রিয়া চিত্রসহ লিখ ।
অথবা, জেনেটিক রিকম্বিনেশন বলতে কি বুঝ? কনজুগেশন-এর মাধ্যমে জেনেটিক রিকম্বিনেশন কিভাবে সংঘটিত হয় তা ব্যাখ্যা কর।
৮। জেনেটিক কোডের বৈশিষ্ট্যসমূহ লেখ।
অথবা, জেনেটিক কোড কাকে বলে? জেনেটিক কোডের বৈশিষ্ট্যগুলো লেখ।
অথবা, জেনেটিক কোড কি? জেনেটিক কোডের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions) :
০১জেনেটিক কোড কি? কোড ডিকশনারী বর্ণনা কর।
০২ব্যাকটেরিয়ার ট্রান্সফরমেশন এবং ট্রান্সডাকশন প্রক্রিয়া বর্ণনা কর।
অথবা, ফ্রেডারিক গ্রিফিথ এর ট্রান্সফরমেশনের পরীক্ষাটি বর্ণনা কর।
অথবা, ব্যাকটেরিয়ায় ট্রান্সডাকশনের মাধ্যমে কিভাবে জেনেটিক রিকম্বিনেশন ঘটে তা ব্যাখ্যা কর।
অথবা, ব্যাকটেরিয়াতে ট্রান্সফরমেশন ও ট্রান্সডাকশন দ্বারা সংঘটিত জেনেটিক বিকম্বিনেশনের পদ্ধতি বর্ণনা কর।
Read more:13th chapter