জীবপরিসংখ্যান । ১ম অধ্যায় । Biostatistics and Research Methodology ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

জীবপরিসংখ্যান । ১ম অধ্যায় । Biostatistics and Research Methodology ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

  ১ম অধ্যায়:- জীবপরিসংখ্যান 

 ক-বিভাগ

০১. বায়োমেট্রির সংজ্ঞা দাও। 

অথবা, জীবপরিসংখ্যান-এর সংজ্ঞা দাও।

অথবা, বায়োস্ট্যাটিক্স কী? 

উত্তর : বিশাল জীবজগতের বিভিন্ন জীবের বিভিন্ন বৈশিষ্ট্যে বা তথ্যের বিশ্লেষণ, উপস্থাপন ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে জীবপরিসংখ্যান বলে ।

০২. উদ্ভিদ বিজ্ঞানে পরিসংখ্যানকে কী বলা হয়?

উত্তর : 'রাজাদের বিজ্ঞান'।

০৩. প্রত্যয় কী? 

উত্তর : প্রত্যয় হচ্ছে বৈজ্ঞানিক গবেষণা পদ্ধতির একটি মৌলিক উপাদান। সংগৃহীত তথ্যের মধ্যে পারস্পরিক সম্বন্ধ স্থাপন করার জন্য এবং তথ্যসমূহকে সুসজ্জিত করার জন্য প্রত্যয় ব্যবহার করা হয়।

০৪.সমগ্রক কী? 

উত্তর : একই স্থানে অবস্থানরত একই বৈশিষ্ট্যসম্পন্ন অনেক জীব ও জড়বস্তুর সমষ্টিকে সমগ্রক বলে।

০৫. নমুনা কী?

উত্তর : নমুনা সমগ্রকের একটি অংশ যা ঐ সমগ্রকের

পুরো প্রতিনিধিত্ব করে।

০৬. নমুনায়ন কী?

উত্তর : যে পদ্ধতিতে নমুনা নির্বাচন করা হয় তাকে

নমুনায়ন বলে ।

০৭. দৈবচয়িত নমুনায়ন কাকে বলে?

উত্তর : যে নমুনায়ন পদ্ধতি সমগ্রকের প্রতিটি এককে

নির্বাচিত হওয়ার সমান ও স্বাধীন এবং কোন কোন একক নমুনার অন্তভক্ত হবে তা দৈব্যের উপর নির্ভর করে তাকে দৈবচয়িত নমুনায়ন বলা হয় ।

০৮. চলক কাকে বলে?

অথবা, চলক কী?

উত্তর : একই পপুলেশনের বা সমগ্রকের সদস্যগণের মধ্যে গুণগত ও পরিমাণগত পার্থক্যকে চলক বলে।

০৯. গুণগত চলক কী?

উত্তর : মৌলের যে সকল লক্ষণ গুণগত তবে এক মৌল হতে অপর মৌলে ভিন্ন হয় তাকে গুণগত চলক বলে।

১০. বিচ্ছিন্ন চলক কী?

উত্তর : যে পরিমাণগত চলকের মান কেবলমাত্র পূর্ণ সংখ্যা প্রকাশ করে তাকে বিচ্ছিন্ন চলক বলে।

১১.অবিচ্ছিন্ন চলক কাকে বলে? 

অথবা, অবিচ্ছিন্ন চলক কী?

উত্তর : যে চল কোনো নির্দিষ্ট সীমার মধ্যে যেকোনো

মান গ্রহণ করতে পারে, তাকে অবিচ্ছিন্ন চলক বলে।

১২. অবিচ্ছিন্ন চলকের দুটি বৈশিষ্ট্য লেখ। 

উত্তর : অবিচ্ছিন্ন চলকের দুটি বৈশিষ্ট্য হলো : 

১. অবিচ্ছিন্ন চলকের মান যেকোনো দুটি মানের মধ্যে অসীম সংখ্যক মান ধারণ করতে পারে। 

২. অবিচ্ছিন্ন চলকের মান মাপার

নির্ভুলতা যন্ত্রের সীমার উপর নির্ভর করে।

১৩. নির্ভরশীল চলক কী?

উত্তর : যখন কোনো চলকের মান অন্য কোনো চলকের মানের উপর নির্ভর করে তখন তাকে নির্ভরশীল চলক বলে।

 

                       খ-বিভাগ

 

০১. উদ্ভিদবিজ্ঞানে জীবপরিসংখ্যান বলতে কী বুঝ?

অথবা, জীবপরিসংখ্যানের সংজ্ঞা লিখ।

০২. নমুনা ও সমগ্রকের মধ্যে পার্থক্য লিখ। 

০৩. উদাহরণসহ বিভিন্ন প্রকার চলকের বর্ণনা দাও।

অথবা, চলক কাকে বলে? বিভিন্ন প্রকার চলকের বর্ণনা দাও।

অথবা, চলক কী? বিভিন্ন প্রকার চলকের বর্ণনা দাও।

০৪. বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলকের মধ্যে পার্থক্য লিখ।

অথবা, বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলকের মধ্যে পার্থক্য উল্লেখ কর।

অথবা, বিচ্ছিন্ন চলক ও অবিচ্ছিন্ন চলকের মধ্যে পার্থক্য লিখ ।

                    

                      গ-বিভাগ

 

০১.;দৈব চয়ন কী? বিভিন্ন প্রকার দৈবচয়ন পদ্ধতি বর্ণনা কর।

০২. জীবপরিসংখ্যানের পরিসর বর্ণনা কর। 

অথবা, উদ্ভিদ বিজ্ঞানে জীব পরিসংখ্যান কী? এর পরিসর বা পরিধি সম্পর্কে আলোচনা কর।

অথবা, জীব পরিসংখ্যানের কার্যক্ষেত্র লিখ।

০৩. সমগ্রক ও নমুনা বলতে কি বুঝ? নমুনার সুবিধা ও অসুবিধা সম্পর্কে লিখ।

4th chpater