প্রযুক্তিগত লিখন । ৪র্থ অধ্যায় । Biostatistics and Research Methodology ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

প্রযুক্তিগত লিখন । ৪র্থ অধ্যায় । Biostatistics and Research Methodology ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

প্রযুক্তিগত লিখন । ৪র্থ অধ্যায় । Biostatistics and Research Methodology ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
প্রযুক্তিগত লিখন । ৪র্থ অধ্যায় । Biostatistics and Research Methodology ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

৪র্থ অধ্যায়:- প্রযুক্তিগত লিখন

ক-বিভাগ

০১. জীবতাত্ত্বিক রেকর্ড (Biological record) কাকে বলে?

উত্তর : জীব সম্বন্ধীয় জ্ঞানবিজ্ঞানসম্মত উপায়ে যেখানে লিপিবদ্ধ করা হয় তাকেই জীবতাত্ত্বিক রেকর্ড (Biological record) বলা হয়।

০২. সার-সংক্ষেপ কাকে বলে? 

উত্তর : কোনো পুস্তক বা প্রবন্ধের প্রধান বা মূল বিষয়গুলো খুব সংক্ষিপ্ত সারাংশকে সার-সংক্ষেপ বলা হয় !

০৩. গবেষণার সার-সংক্ষেপ কী? 

উত্তর : কোনো গবেষণা প্রতিবেদনের মূল বক্তব্য ও প্রয়োজনীয় আর্টিকেল কিভাবে পাওয়া যাবে তা যে প্রকাশনাতে প্রকাশ করা হয় তাকে গবেষণার সার-সংক্ষেপ বলে ।

০৪. জীবতাত্ত্বিক সার-সংক্ষেপ (Biological Abstracts) কী?

উত্তর : জীবতাত্ত্বিক সার-সংক্ষেপে হলো জীববিদ্যা ও তৎসংশ্লিষ্ট জ্ঞানের আধার (Repository) এবং এটি Bioscience Information Service (BIS) কর্তৃক প্রকাশিত ।

০৫. গবেষণার নৈতিকতা বলতে কী বুঝ? 

উত্তর : সমাজবিজ্ঞানীরা নির্দিষ্ট সামাজিক কার্যক্রম ভালো কি মন্দ এরূপ পত্রের অবতারণা করে না। তারা কেবল ঐ সকল কার্যক্রমের ব্যাখ্যা করার জন্য অনুসন্ধান করে থাকেন ৷ একেই গবেষণার নৈতিকতা বলা হয় ।

০৬. ই-রিসোর্স কী? 

অথবা, ই-সম্পদ বা ই-রিসোর্স (E-resources) কী?

উত্তর : যেকোনো তথ্য সম্পদের ইলেকট্রনিক্স ভার্সনকে ই-রিসোর্স বলা হয়।

০৭. ই-রিসোর্সের অন্তর্ভুক্ত কী কী?

উত্তর : ই-রিসোর্সের অন্তর্ভুক্ত হলো- ইন্টারনেট, ই-

মেইল, ই-কমার্স, ই-বুক, ই-লাইব্রেরি, ই-ক্যাম্পাস, ই-

জিন, ই-জুও ইত্যাদি ।

০৮. ই-রিসোর্সের পূর্ণনাম কী?

উত্তর : ই-রিসোর্সের পূর্ণনাম হলো : ইলেকট্রনিক রিসোর্স (Electronic Resources)।

০৯. ই-মেইলের পূর্ণনাম কী?

উত্তর : ই-মেইলের পূর্ণনাম হলো : ইলেকট্রনিক মেইল

(Electronic Mail)।

১০. প্রাসঙ্গিক প্রকাশনার পর্যালোচনা বলতে কী বুঝ? 

উত্তর : সাময়িক কোনো গবেষণার বিষয়ে সার্বিক পর্যালোচনা করার প্রক্রিয়াকে প্রাসঙ্গিক প্রকাশনার পর্যালোচনা বলা হয় ।

১১. জার্নাল কী? 

উত্তর : জার্নাল হলো বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার

প্রতিবেদন প্রকাশক । অর্থাৎ এর মাধ্যমে বিভিন্ন গবেষণার প্রতিবেদন প্রকাশিত হয় ।

১২. থিসিস কী? 

অথবা, থিসিস কাকে বলে?

উত্তর : কোনো এক বিষয়ের উপর গবেষণা করে যৈ

পেপার তৈরি করা হয় বা বিশেষ জ্ঞানার্জন করা হয় তাকে থিসিস বলে ।

১৩. গ্রন্থপঞ্জি কী?

অথবা, বিবলিওগ্রাফি কী?

উত্তর : বিবলিওগ্রাফি হলো সেই প্রাসঙ্গিক পুস্তক বা

সাময়িকীসমূহের অক্ষর ক্রমিক তালিকা যা গবেষণা

প্রতিবেদনে আন্তর্জাতিক নিয়মে লিপিবদ্ধ করা হয় ।

১৪. সিম্পোজিয়াম কী? 

উত্তর : চলমান পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের

সমস্যার আবির্ভাব ঘটে। উদাহরণস্বরূপ বলা যায়, ইদানীং কাল বার্ডস ফ্লু, সোয়ান ফ্লু ইত্যাদির আবির্ভাব। এরূপ অনভিপ্রেত সমস্যা মোকাবিলার জন্য সংশ্লিষ্ট বিষয়ের বিজ্ঞানী, গবেষক ও লেখকগণ একত্রিত হয়ে সে বিষয়ের উপর বক্তব্য উপস্থাপন করে। এ ধরনের সমাবেশকে সিম্পোজিয়াম বলা হয়।

১৫. জার্নাল কী? 

উত্তর : যে গ্রন্থে সমস্ত লেনদেন রেকর্ড করা হয়, কখন ও কোথায় ঘটেছিল তাই জার্নাল হিসাবে পরিচিত।

 

খ-বিভাগ

০১. সার-সংক্ষেপ ও ই-রিসোর্সেস সম্পর্কে লিখ। 

০২. জার্নাল কী? জার্নালের ব্যবহার লিখ । 

০৩. প্রাসঙ্গিকে গ্রন্থপঞ্জি ও ই-রির্সোস বলতে কী বুঝ? 

০৪. একটি বৈজ্ঞানিক প্রবন্ধ জার্নালে প্রকাশের ধাপসমূহ লিখ। 

অথবা, একটি বৈজ্ঞানিক প্রবদ্ধ সমতুল্য পর্যালোচিত জার্নালে (Pree-Review Journals) প্রকাশ করার নিয়ম বর্ণনা কর।

 

গ-বিভাগ

০১. বিবলিওগ্রাফি ও রেফারেন্সের মধ্যে পার্থক্য উল্লেখ কর।

অথবা, Biblography and Reference এর পার্থক্য লিখ।

০২. ই-রিসোর্স (E-resources) কী? এটা কত প্রকার ও কী কী? 

০৩. টীকা লিখ :

(ক) গ্রন্থপঞ্জি প্রস্তুতকরণ; 

(খ) জার্নাল । 

(গ) গবেষণায় নৈতিকতা

3rd chapter