প্রজনন জীববিজ্ঞান এবং উদ্ভিদ প্রজনন । ৪র্থ অধ্যায়। Plant Breeding ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

প্রজনন জীববিজ্ঞান এবং উদ্ভিদ প্রজনন । ৪র্থ অধ্যায়। Plant Breeding ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

প্রজনন জীববিজ্ঞান এবং উদ্ভিদ প্রজনন । ৪র্থ অধ্যায়। Plant Breeding ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
প্রজনন জীববিজ্ঞান এবং উদ্ভিদ প্রজনন । ৪র্থ অধ্যায়। Plant Breeding ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

৪র্থ অধ্যায়:- প্রজনন জীববিজ্ঞান এবং উদ্ভিদ প্রজনন

ক-বিভাগ 

 

 ০১. ফসল উদ্ভিদের উন্নয়নে প্রজনন পদ্ধতিগুলো কী কী?

উত্তর : নির্বাচন, সঙ্করায়ন, মিউটেশন প্রজনন,কৃত্রিমপুনরুদ্ভব ও নতুন জাত আনয়ন।

০২. উদ্ভিদের বংশবিস্তার পদ্ধতিসমূহ কী?

উত্তর: অগজ, যৌন ও এপোমিক্সিস পদ্ধতি।

০৩. অ্যাপোম্পোরি কাকে বলে? 

উত্তর: রেণু বা স্পোর উৎপন্ন ব্যতীতই স্পোরোফাইটিক উদ্ভিদের যে-কোনো অঙ্গ কোষ হতে যখন সরাসরিগ্যামেটোফাইটিক দেহের 

বিকাশ ঘটে, তখন সে প্রক্রিয়াকে অ্যাপোস্পোরি বলা হয়।

০৪. অ্যাপোগ্যামির সংজ্ঞা দাও। 

উত্তর : ডিম্বাণু ছাড়া জলির অন্য যেকোনো কোষ থেকে জন সৃষ্টির প্রক্রিয়াকে অ্যাপোগ্যামি বলে। 

০৫. এপোমিক্সিস কী?

উত্তর: যে প্রক্রিয়ায় কোনো রূপ নিষেক বা সিগ্যামী ব্যতীত জণ সৃষ্টি হয় সেই প্রক্রিয়াকে এপোমিক্সিস বলে।

০৬. অ্যাপোমিক্সিসকে কয় ভাগে ভাগ করা হয়?

উত্তর : তিন ভাগে। যথা- (ক) রিকারেন্ট, (খ) म- রিকারেন্ট, (গ) নিউসেলাস সুনীতা।

০৭.হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস বলতে কী বুঝ? 

উত্তর : নিষেক ছাড়া ডিম্বাণু থেকে হ্যাপ্লয়েড ণ বা নতুন জীব সৃষ্টির প্রক্রিয়াকে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস বলে।

৮. বহুভ্রুণীতা কী?

উত্তর: যখন কোনো বীজে দুই বা ততোধিক অল্প বিদ্যমান থাকে এবং সেই বীজ অনুকূল পরিবেশে বহুসংখ্য উৎপন্ন করে তখন এ ঘটনাকে বীজের বহুযুগীতা বলে।

০৯. পরাগায়ন

উত্তর: পুষ্পের পরাগধানী হতে পরাগরেণু একই পুষ্পের বা অন্য পুষ্পের গর্তমুণ্ডে পতিত হওয়াকে পরাগায়ন বলে।

১০. পর-পরাগায়ন কী? 

উত্তর : একটি পুষ্পের পরাগরেণু যখন একই প্রজাতির অন্য একটি উদ্ভিদে অবস্থিত পুষ্পের গর্তমুখের উপর পতিত হয় তখন তাকে পর-পরাগায়ন বলে ।

১১. স্ব-পরাগায়নের উদাহরণ দাও।

উত্তর: Gossyphum herbaceum (2) Lablab niger (x)

১২. পর-পরাগায়নের উদাহরণ দাও।

উত্তর: Bombax ceiba (শিমুল)। Oryza sativa (ধান)।

১৩. প্রোটোগা কী?

উত্তর : পুংকেশরের পূর্বে গর্তমুক্ত পরিণত হলে তাকে প্রোটোগাইনী বলে।

১৪. অসতি কী?

উত্তর : যে প্রক্রিয়ায় একই ফুলের বা একই গাছের দুটি ফুলের মধ্যে পরাগায়ন হলেও নিষেক ক্রিয়া সম্পন্ন হ সেই প্রক্রিয়াকে স্ব-অসঙ্গতি বলে। 

১৫. স্ব-বন্ধ্যাত্ব 

অথবা, স্ব-বন্ধ্যাত্ব কাকে বলে?

উত্তর : কয়েকটি উভলিঙ্গ পুষ্প রয়েছে যাদের পরাগরেণু সেই পুষ্পের গর্তমুখে পতিত হলেও কিছুতেই গর্তমুখে নিষেক হয় না। এসব ক্ষেত্রে ফুল উভলিঙ্গ এবং সমপরিণতি হলেও

স্বপরাগায়ন কিছুতেই সম্ভব নয়। একে স্ব-বন্ধ্যাত্ব বলে।

১৬. পুংবন্ধ্যাত্ব কী? 

উত্তর: যখন কোনো ফসল উদ্ভিদের স্ত্রী জনন কোষের স্বাভাবিক কার্যক্ষমতা বিরাজ করলেও পুরুষ জননাঙ্গ বা পরাগরেণু নিষ্ক্রিয় থাকে, তখন এই প্রক্রিয়াকে পুবন্ধ্যাত্ব বলে।

১৭.স্বপ্রজনন এর সংজ্ঞা দাও। 

উত্তর : দুটি নিকটস্থ প্রজাতির মধ্য প্রজনন কৌশলকে স্বপ্রজনন বা ইনব্রিডিং বলে।

১৮.স্ব-প্রজননজনিত দুর্বলতা কী? 

উত্তর : উদ্ভিদের স্বপরাগায়নজনিত সন্তান-সন্ততি প্রজনকের তুলনায় দুর্বল এবং কম ফলনশীল হয় এবং প্রত্যেক স্বপরাগায়নে দুর্বলতা বৃদ্ধি ও ফলনের মাত্রা হ্রাস পায়। ফলনশক্তির এই

ক্রমবর্ধমান হ্রাসকে স্ব-প্রজননজনিত দুর্বলতা বলে।

১৯. LD ৫০ বলতে কী বুঝ? 

উত্তর : একটি বিষক্রিয়াজনিত পরীক্ষার যে পরিমাণকীটনাশক এটি নির্দিষ্ট সময় ধরে অবিরাম ক্রিয়া করার ফলে ৫০% পরীক্ষণীয় প্রাণীর মৃত্যু ঘটায় তাকে ঐ কীটনাশকের L.Ds) বলে।

২০. আবর্তিত প্রজনক বলতে কী বুঝ? 

উত্তর : আবর্তিত প্রজনক হলো এমন একটি প্রজনন পদ্ধতি, যা উদ্ভিদের জন্য ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে একটি ভালো বৈশিষ্ট্য ধারণকারী উদ্ভিদের সঙ্গে একটি খারাপ বৈশিষ্ট্য ধারণকারী উদ্ভিদের একটি হাইব্রিড তৈরি করা হয়।

 

খ-বিভাগ 



০১. পরাগায়ন বলতে কী বুঝ? 

০২. স্ব-পরাগায়নের সুবিধা ও অসুবিধাসমূহ লিখ।

০৩. পরপরাগী ফুলের স্ব-পরাগায়ণ কৌশলগুলো লিখ। 

০৪. স্ব-অসঙ্গতির প্রকারভেদ লেখ। 

০৫. শস্যের জাত উন্নয়নে স্ব-অসঙ্গতির গুরুত্ব উল্লেখ কর। 

অথবা, উদ্ভিদ প্রজননবিদ্যায় স্ব-অসঙ্গতির গুরুত্ব সম্পর্কে লিখ।

০৬. এপোগ্যামী ও এপোস্পোরীর মধ্যে পার্থক্য নিরূপণ কর। 

০৭. স্বঅসঙ্গতির গুরুত্ব আলোচনা কর।

অথবা, টীকা লিখ : স্ব-অসঙ্গতি

০৮. বংশগতিতে অ্যাপোমিক্সিস-এর গুরুত্ব বর্ণনা কর। 

 

গ-বিভাগ 

 

০১. পরাগায়ন কী? ফসলে গুণগত উন্নয়নে পরাগায়ন কৌশল বর্ণনা কর। 

০২. স্ব-অসঙ্গতি বলতে কী বুঝ? এর কারণ, ব্যবহার ও সীমাবদ্ধতা আলোচনা কর।

০৩. ফসলি উদ্ভিদে লক্ষণীয়ভাবে বিদ্যমান বিভিন্ন প্রকার জনন প্রক্রিয়া সম্পর্কে লিখ। 

০৪. বিভিন্ন প্রকার পুংবন্ধ্যাত্বের বর্ণনা কর। 

অথবা, পুংবন্ধ্যাত্ব কী? এর প্রকারভেদসমূহ আলোচনা কর।

অথবা, পুংবন্ধ্যাত্ব বলতে কী বুঝ? উচ্চতর উদ্ভিদে প্রাপ্ত বিভিন্ন প্রকার পুংবন্ধ্যাত্ব বর্ণনা কর।

০৫. কৃত্রিম পরাগায়ন পদ্ধতিগুলো বর্ণনা কর। 

০৬. পুং বন্ধ্যাত্ব কাকে বলে? উদ্ভিদ প্রজননে ব্যবহৃত বিভিন্ন প্রকার পুং বন্ধ্যাত্বের বর্ণনা দাও। 

অথবা, উদ্ভিদ প্রজননে পুংবন্ধ্যাত্বের গুরুত্ব আলোচনা কর। 

অথবা, শস্যজাত উন্নয়নে পুংবন্ধ্যাত্বের ভূমিকা বর্ণনা কর।

অথবা, উদ্ভিদ প্রজননবিদ্যায় বিভিন্ন প্রকার পুংবন্ধ্যাত্ব প্রয়োগের বর্ণনা দাও।

০৭. টীকা লিখ।

   1.পরাগায়ন;

   2.স্ব-বন্ধ্যাত্ব;

   3.পুং-বন্ধ্যাত্ব।

Third chapter