রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি । ২য় অধ্যায় ।Biotechnology and Genetic Engineering ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি । ২য় অধ্যায় ।Biotechnology and Genetic Engineering ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
২য় অধ্যায়:- রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি
ক-বিভাগ
০১. জিন ক্লোনিং (Gene Cloning) কী?
উত্তর : একটি নির্দিষ্ট DNA থেকে একটি নির্দিষ্ট জিন
পৃথক করে অপর DNA অণুর সাথে যুক্ত করার পর modified DNA অণুর সংখ্যাবৃদ্ধির মাধ্যমে কাঙ্ক্ষিত DNA-এর বহুগুণে সংখ্যা বৃদ্ধি করাকে জিন ক্লোনিং (Gene cloning) বলে।
০২. ভেক্টর বলতে কি বুঝায়?
অথবা, বাহক কী?
উত্তর : যার মাধ্যমে এক কোষ থেকে অন্য কোষে জিন স্থানান্তর করা হয় তাকে ভেক্টর বা বাহক বলে ।
০৩. ক্লোনিং বাহক বা ক্লোনিং ভেক্টর (Cloning Vactor) কী?
উত্তর : সহজভাবে একটি ক্লোনিং বাহক হলো প্রতিলিপনের উৎপত্তি বহনকারী একটি DNA অণু এবং এরা পছন্দ অনুযায়ী আশ্রয় কোষে প্রতিলিপিত হতে পারে। বেশিরভাগ ক্লোনিং বাহক অণুজীব হিসেবে ব্যবহৃত হয়।
০৪. Gene Cloning -এ ব্যবহৃত একটি ভেক্টরের নাম লেখ।
উত্তর : প্লাজমিড বাহক (Plasmid vector)
০৫. DNA Finger printing-কে আবিষ্কার করেন?
উত্তর : Jeffreys (1986).
০৬. জীন ব্যাংক কী?
উত্তর : জিন ব্যাংক হলো এক ধরনের বড় রেফ্রিজারেটর যার মধ্যে জননকোষ, বীজ, ভ্রূণ ইত্যাদি বিভিন্ন তাপমাত্রায় দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করা হয় এবং নির্দিষ্ট সময় পরে ও কার্যক্রম থাকে তাকে জিন ব্যাংক বলে।
০৭. জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে?
অথবা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী?
অথবা, জিন প্রকৌশল কাকে বলে?
উত্তর : যে পদ্ধতিতে একটি DNA অণুর অংশ বিশেষকে কোষের বাইরে খণ্ডাকারে বিভাজনক্ষম অবস্থায় অন্য জীবের DNA-তে সংযুক্ত করে কৃত্রিম পরিবর্তনের মাধ্যমে নতুন বংশগতীয় DNA তৈরি করাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল বলা হয়।
০৮. রেসট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ কী?
উত্তর : রেসট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এক ধরনের এনজাইম যা DNA সূত্রের আকাঙ্ক্ষিত নিউক্লিওটাইড সিকুয়েন্স কাটতে ব্যবহৃত হয়।
০৯. জিন স্থানান্তর সম্পর্কিত ইলেকট্রোফোরেশন পদ্ধতির সংজ্ঞা দাও।
উত্তর : উচ্চ ক্ষমতা সম্পন্ন তড়িৎ প্রবাহের মাধ্যমে কাঙ্ক্ষিত DNA কোনো কোষে প্রবেশ করানোর পদ্ধতিকে ইলেকট্রোফোরেশন পদ্ধতি বলে।
১০. অঙ্গায়ন কী?
উত্তর : কোষের বৃদ্ধি, বিভাজন ও বিভক্তিকরণের মাধ্যমে পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টির ক্ষমতাকে কোষের টটিপোটেনিস বলে। আর টটিপোটেন্ট কোষ থেকে বিভাজনের মাধ্যমে অঙ্গ (মূল, কাণ্ড, পাতা ইত্যাদি) সৃষ্টির প্রক্রিয়া হলো অঙ্গায়ন বা অর্গানোজেনেসিস।
১১. রিকম্বিন্যান্ট DNA প্রযুক্তি বলতে কী বুঝ?
অথবা, রিকম্বিন্যান্ট DNA টেকনোলজি বা প্রযুক্তি কাকে বলে?
উত্তর : যে পদ্ধতিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কার্যসম্পন্ন করা হয় তাকে রিকম্বিন্যান্ট DNA টেকনোলজি বা প্রযুক্তি বলা হয়।
১২. জৈব প্রযুক্তি শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর : বিজ্ঞানী Karl Ereky.
১৩. DNA প্রযুক্তি কী?
উত্তর : যে প্রক্রিয়ার কাঙ্ক্ষিত কোনো জিনকে ভেক্টরের মধ্যে প্রবেশ করিয়ে কোনো জীবে প্রবেশ করিয়ে ঐ জীবে, ঐ বৈশিষ্ট্য আনয়ন করাকে rDNA প্রযুক্তি বলে।
১৪. rDNA প্রযুক্তিতে ব্যবহৃত এনজাইমগুলো কী কী?
উত্তর : নিউক্লিয়েজ, Restriction, Polymerases, dTPS ইত্যাদি।
১৫. Scissor বলা হয় কোন এনজাইমকে?
অথবা, কাকে Biological Scissor বলে?
অথবা, কাকে জৈবিক কাচি বলা হয়?
উত্তর : Restriction endonucleases এনজাইমকে Biological Scissor বলে।
১৬. পুষ্টি আবাদ মাধ্যমের সংজ্ঞা দাও।
উত্তর : কৃত্রিমভাবে যে পুষ্টির মাধ্যমে উদ্ভিদের সজীব কোনো অংশকে উদ্ভিদের দেহের বাইরে জীবাণুমুক্ত পরিবেশে কালচার করে তার বৃদ্ধি ঘটানোকে পুষ্টি আবাদ মাধ্যম বলে।
১৭. সংকর DNA কী?
উত্তর : rDNA সাধারণত দুই বা ততোধিক DNA ধারণ করে তাকে সংকর DNA বলে।
১৮. টার্গেট জিন কী?
উত্তর : যেসব জিনকে কোনো জীবে DNA এর মাধ্যমে স্থানান্তর করা হয় তাকে টার্গেট জিন বলে।
১৯. DNA প্রযুক্তিতে বাহক হিসেবে কাকে ব্যবহৃত হয়?
উত্তর : প্লাজমিড, ফাজ ইত্যাদি।
২০. Markers কী?
উত্তর : এক ধরনের DNA অনুক্রম যা কোনো বিশেষ এন্টিবায়োটিক প্রতিরোধী হিসেবে ব্যবহৃত হয়।
২১. ট্রান্সজেনিক উদ্ভিদ কী?
উত্তর : জিন ক্লোনিংয়ের মাধ্যমে জিন স্থানান্তর করে যে উদ্ভিদ উৎপাদন করা হয় তাকে ট্রান্সজেনিক উদ্ভিদ বলে।
২২. জেনেটিক স্থানান্তর কী?
অথবা, জিন স্থানান্তর কী?
উত্তর : কোনো উদ্ভিদের জিনোমে বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত এক বা একাধিক কাঙ্ক্ষিত জিন কার্যক্ষম ভাবে স্থানান্তরের ঘটনাকে জেনেটিক বা জিন স্থানান্তর বলে।
২৩. সুপার রাইস কে উদ্ভাবন করেন?
উত্তর : সুইডেনের বিজ্ঞানী Potrycus.
২৪. ইন্টারফেরনের সংজ্ঞা দাও।
উত্তর : দেহের ভেতর স্বতঃস্ফূর্তভাবে তৈরি ভাইরাসজনিত আক্রমণ প্রতিরোধক প্রোটিন জাতীয় পদার্থকে ইন্টারফেরন বলে।
২৫. Restriction enzyme কী?
অথবা, রেস্ট্রিকশন এনজাইম কী?
উত্তর : যে সমস্ত এনজাইম DNA অণুর নির্দিষ্ট ক্রমপর্যায়িক বেস বিশিষ্ট স্থানগুলোকে খণ্ডিত করে তাদের রেস্ট্রিকশন এনজাইম (Restriction enzyme) বলে ।
২৬. এন্ডোনিউক্লিয়েজ এনজাইম কী?
উত্তর : যে সকল নিউক্লিয়েজ এনজাইম DNA অনুসূত্রের প্রাপ্ত থেকে না কেটে মধ্যবর্তী কোনো স্থানে ফসফোডাই এস্টার বন্ধনকে বিশ্লিষ্ট করে কর্তন করে তাদের এন্ডোনিউক্লিয়েজ এনজাইম বলে।
২৭. কয়েকটি Restriction enzyme এর নাম লিখ।
উত্তর : EcoR I, EcoR II, Bal II, Hab I, Sal I ইত্যাদি।
২৮. Restriction enzyme কি কাজে ব্যবহৃত হয়?
উত্তর : DNA কর্তনে সূক্ষ্ম ছুড়িকা হিসেবে, DNA তৈরিতে, DNA এর বেসের ক্রম নির্ণয়ে এবং Restriction Map তৈরিতে ব্যবহৃত হয়।
২৯. ICGEB-এর পূর্ণরূপ লিখ।
উত্তর : International Center for Genetic Engineering and Biotechnology.
৩০. ICGEB কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৮১ সালে।
খ-বিভাগ
০১. rDNA প্রযুক্তি বলতে কী বুঝ?
অথবা, রিকম্বিন্যান্ট DNA প্রযুক্তি বলতে কী বুঝ ?
অথবা, rDNA প্রযুক্তি কী?
০২. rDNA প্রযুক্তির ব্যবহৃত এনজাইমগুলোর নাম লিখ ।
০৩. Restriction endonuclease এনজাইম সম্পর্কে লিখ।
০৪. জিন ক্লোনিং বাহক সম্পর্কে আলোচনা কর।
অথবা, জিন ক্লোনিং-এ ব্যবহৃত ভেক্টরসমূহ সম্পর্কে লিখ ।
০৫. ICGEB-এর উদ্দেশ্যসমূহ ব্যাখ্যা কর।
অথবা, ICGEB এর উদ্দেশ্যসমূহ আলোচনা কর।
০৬. ইলেকট্রোপোরেশন পদ্ধতি বর্ণনা কর।
গ-বিভাগ
০১. rDNA প্রযুক্তির ধাপসমূহ চিত্রসহ বর্ণনা কর।
অথবা, রিকম্বিনেট DNA প্রযুক্তির ধাপসমূহ বর্ণনা কর।
অথবা, rDNA প্রযুক্তির ধাপসমূহ চিত্রসহ কর।
০২. rDNA প্রযুক্তিতে ব্যবহৃত এনজাইমসমূহের বর্ণনা দাও।
০৩. Restriction endonuclease কী? এর ব্যবহার আলোচনা কর।
০৪. জিন ক্লোনিং ব্যাখ্যা কর।
অথবা, একটি কাঙ্ক্ষিত জীনকে ক্লোন করার পদ্ধতি বর্ণনা কর।
অথবা, জিন ক্লোনিং বলতে কী বুঝ? জিন ক্লোনিং-এর মাধ্যমে জেনেটিক ট্রান্সফরমেশন প্রক্রিয়ার মাধ্যমে Transgenic উদ্ভিদ উৎপাদন
কৌশল বর্ণনা কর।
০৫. টীকা লিখ ।
(i) rDNA প্রযুক্তির,
(ii) ট্রান্সজেনিক উদ্ভিদ,
(iii) রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ,
(iv) rDNA প্রযুক্তির গুরুত্ব।
Read more: 1st chpater