জৈব রাসায়নিক পদ্ধতির নীতিমালা ।১২শ অধ্যায় ।Plant Biochemistry( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
জৈব রাসায়নিক পদ্ধতির নীতিমালা ।১২শ অধ্যায় ।Plant Biochemistry( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
অধ্যায় ১২ জৈব রাসায়নিক পদ্ধতির নীতিমালা (Principles of Some Biochemical Methodologies)
ক - বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions):
০১. ক্রোমাটোগ্রাফী বলতে কী বুঝ?
০২. বণ্টন সহগ কী?
০৩. PPC এর পূর্ণরূপ কী?
উত্তর : Partition Paper Chromatography
০৪. TLC-এর পূর্ণরূপ কী?
উত্তর : Thin Layer Chromatography
০৫. GLC এর পূর্ণরূপ কী?
উত্তর: Gas Liquid Chromatography.
০৬. কলাম ক্রোমাটোগ্রাফী কী?
উত্তর: কোনো নির্বাচিত দ্রাবকে দ্রবীভূত কোনো মিশ্রণের বিভিন্ন উপাদানকে অধিশোষণ কলামে নিয়ে অধিশোষণকে অধিশোষিত করে দ্রাবকের সাহায্যে ইলিউশন করে পৃথক করার পদ্ধতিকে কলাম ক্রোমাটোগ্রাফী বলে।
০৭. ইলিউশন কী?
উত্তর: নির্দিষ্ট দ্রাবক ব্যবহার করে ব্যান্ডযুক্ত দ্রবগুলোকে ধৌত করে পৃথক করাকে ইলিউশন বলে।
০৮. সেন্ট্রিফিউগেশন কী?
উত্তর: যে প্রক্রিয়ায় কোষের বিভিন্ন উপাদানের আয়তন, আকৃতি ও ঘনত্ব অনুসারে সেন্ট্রিফিউজ করে উপাদানগুলোকে পরস্পর থেকে পৃথক করা হয় তাকে সেন্ট্রিফিউগেশন বলে।
০৯. সেন্ট্রিফিউগেশন পদ্ধতি কে আবিষ্কার করেন?
উত্তর: A. Claude ১৯৪০ সালে।
১০. ইলেকট্রোফোরেসিস কাকে বলে?
উত্তর: যে প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদদেহের প্রোটিন পৃথক করে ঘনিষ্ঠতা নির্ণয় করে শ্রেণিবিন্যাসের কাজে ব্যবহার করা হয়, সেই প্রক্রিয়াকে ইলেকট্রোফোরেসিস বলে।
১১. ইফেড্রিন কোন ধরনের অ্যালকালয়েড?
উত্তর: ইফেড্রিন হলো ফিনাইল ইথাইল গ্রুপের একটি আলোক সক্রিয় অ্যালকালয়েড।
১২. দুটি উদ্ভিজ্জ মোমের নাম লেখ।
উত্তর: দুটি উদ্ভিজ্জ মোমের নাম: (১) Soy wax; (২) Rice-Bran wax.
১৩. স্পেকট্রোফটোমেট্রি কী?
উত্তর: যে যন্ত্রের মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের ফাংশন হিসেবে পদার্থের প্রতিফলন ও প্রেরণ ধর্মের পরিমাণগত পরিমাপ করা হয় সেই যন্ত্রকে স্পেকট্রোফটোমেট্রি বলে।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):
০১. ক্রোমাটোগ্রাফীর মূলনীতিসমূহ উল্লেখ কর। অথবা, ক্রোমোটোগ্রাফী মূলনীতিসমূহ বর্ণনা কর।
০২. ক্রোমাটোগ্রাফীর ব্যবহার ও প্রয়োগ সম্পর্কে লিখ।
০৩. পেপারক্রোমাটোগ্রাফীর সুবিধাসমূহ লিখ।
০৪. স্পেক্ট্রোফটোমেট্রি এর মূলনীতিসমূহ উল্লেখ কর।
অথবা, স্পেক্ট্রোফটোমেট্রি কি? এর মূলনীতি বর্ণনা কর।]
০৫. বায়োলজিক্যাল সিস্টেমে সেন্ট্রিফিউগেশন-এর প্রয়োগ লেখ।
০৬. ক্রোমাটোগ্রাফি এবং স্পেকট্রোফটোমেট্রি বলতে কী বুঝ?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Board Questions):
০১. ক্রোমাটোগ্রাফী কী? এর প্রকারভেদ আলোচনা কর।
০২. সেন্ট্রিফিউগেশন প্রক্রিয়া বা পদ্ধতি বর্ণনা কর।
০৩. পেপার ক্রোমোটোগ্রাফী প্রক্রিয়ায় ক্লোরোপ্লাস্ট রঞ্জকের পৃথকীকরণ পদ্ধতি বর্ণনা কর।
অথবা, পেপার-ক্রোমাটোগ্রাফী কি? পেপার ক্রোমাটোগ্রাফী প্রক্রিয়ায় ক্লোরোপ্লাস্ট রঞ্জকের পৃথকীকরণ পদ্ধতি বর্ণনা কর। অথবা, ক্রোমাটোগ্রাফি কাকে বলে? পেপার ক্রোমোটোগ্রাফির সচিত্র বর্ণনা দাও।
০৪. পেপার ক্রোমোটোগ্রাফী পদ্ধতিতে জৈব যৌগ পৃথক করার প্রক্রিয়া বর্ণনা কর।
০৫. টীকা লিখ:
(i) সেন্টিফিউগেশন;
(ii) পেপার ক্রোমাটোগ্রাফী;
(iii) স্পেকট্রোফটোমেট্রি
০৬. স্পেকট্রোফটোমেট্রি এবং ক্রোমাটোগ্রাফী কী? স্পেকট্রোফটোমেট্রি এবং ক্রোমাটোগ্রাফী প্রক্রিয়া দুটির প্রয়োগ বর্ণনা কর।