ডুপ্লিকেশন । ৪র্থ অধ্যায় । Cytogenetics ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন
ডুপ্লিকেশন । ৪র্থ অধ্যায় । Cytogenetics ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন
অধ্যায় ০৪ ডুপ্লিকেশন (Duplication)
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :
০১. ডুপ্লিকেশন (Duplication) কি?
উত্তর : ক্রোমোজোমের এক বা একাধিক অংশ থাকার ঘটনাকে ডুপ্লিকেশন (Duplication) বলা হয়।
০২.Tandem duplication কাকে বলে?
অথবা, স্থানান্তরিত ডুপ্লিকেশন কি?
অথবা, রিভার্স বা টেন্ডেম ডুপ্লিকেশন বলতে কি বুঝ?
উত্তর : ডুপ্লিকেট অংশ যদি ক্রোমোজোমের অন্য বাহুতে অবস্থিত থাকে তাকে স্থানান্তরিত ডুপ্লিকেশন বলা হয়।
০৩.আন্তস্হানীয় ডুপ্লিকেশন কি?
উত্তম : ডুপ্লিকেটু অংশ যদি ভিন্ন ক্রোমোজোমে হয়ে থাকে তাকে আস্তাস্থানীয় ডুপ্লিকেশন বলা হয়।
০৪, জুপ্লিকেশনের ভাঙ্গা জোড়া সেতুক কে উৎপন্ন হতে দেখেন?
উত্তর : ম্যান্টিক ডুপ্লিকেশন ভুট্টার গ্যামেটোফাইট ও এন্ডোস্পার্মে ডাইসেক্ট্রিক ক্রোমাটিড ব্রিজ প্রায় অবিচ্ছিন্নভাবে উৎপন্ন হতে দেখেন।
০৫. নিউটন
উত্তর : DNA বা Cistron এর ক্ষুদ্র অংশ যা মিউটেশনে অংশগ্রহণ করে তাকে মিউটন বলে।
০৬ ড্রসোফিলার বার চক্ষুর কারণ কি?
উত্তর : পজিশন ইফেক্ট বা স্থানিক প্রভাবের কারণে ড্রসোফিলার বার চক্ষু হয়।
০৭. পজিশন এফেক্ট কী?
অথবা, স্থানিক প্রভাব বলতে কী বুঝ?
উত্তর : একটি ক্রোমোজোম ইউক্রোমাটিক সেগমেন্ট থেকে হেটারোক্রোমাটিক সেগমেন্ট-এর কাছে জিনের অবস্থানের পরিবর্তনের ফলে জীবের ফেনোটাইপে যে পরিবর্তন আসে তাকে পজিশন ইফের বা স্থানিক প্রভাব বলে ।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)
০১.ডুপ্লিকেশনের ফেনোটাইপিক প্রভাব সম্পর্কে লিখ।
০২ ডুপ্লিকেশনের বৈশিষ্ট্য লিখ।
০৩ ভাঙ্গন-জোড়া সেতু চক্র” বর্ণনা কর।
অথবা, ডুপ্লিকেশনের ভাঙ্গা-জোড়া সেতু চক্র বর্ণনা কর।
অথবা, “ভাঙ্গা-জোড়া-সেতু” এর উৎপত্তিতে ডুপিকেশন এর ভূমিকা বর্ণনা কর।
অথবা, ভাঙ্গা-জোড়া-সেতু'র উৎপত্তিতে ডুপিকেশন এর ভূমিকা বর্ণনা কর।
০৪ ডিলেশন ও ডুপিকেশনের মধ্যে পার্থক্য লেখ।
অথবা, ডুপ্লিকেশনের জেনোটাইপিক প্রভাব সম্পর্কে লিখ।
৮। ডিলিশন ও ডুপ্লিকেশন এর মধ্যে পার্থক্য লিখ।
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions ) :
০১. পজিশন ইফেক্ট কী? উদাহরণসহ ব্যাখ্যা কর।
অথবা, ডুপ্লিকেশনের স্থানিক প্রভাব বা Position Effect আলোচনা কর।
০২ডুপ্লিকেশনের জেনোটাইপিক ও ফেনোটাইপিক প্রভাবসমূহ উল্লেখ কর।
অথবা, ডুপ্লিকেশনের জেনোটাইপ ও ফেনোটাইপ প্রভাব বর্ণনা কর।
টীকা লিখ :
(i) Drosophila-র বার চক্ষু,
(ii) Position effect,
(iii) Duplication.
(ক) ডিলেটেড ক্রোমোসোমের কোষতাত্ত্বিক আচরণ চিত্রসহ ব্যাখ্যা কর।
(খ) ডুপ্লিকেশন এর শ্রেণিবিভাগ কর।
অথবা, ডুপ্লিকেশন কী? বিভিন্ন প্রকার ডুপ্লিকেশন বর্ণনা কর।
অথবা, ডুপ্লিকেশন বলতে কি বুঝ? সংজ্ঞাসহ ডুপ্লিকেশনের শ্রেণিবিন্যাস কর।