বিন্যাস । ৪র্থ অধ্যায় । Biostatistics and Research Methodology ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

বিন্যাস । ৪র্থ অধ্যায় । Biostatistics and Research Methodology ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

বিন্যাস । ৪র্থ অধ্যায় । Biostatistics and Research Methodology ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
বিন্যাস । ৪র্থ অধ্যায় । Biostatistics and Research Methodology ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

৪র্থ অধ্যায়:-বিন্যাস

ক-বিভাগ

০১. তাত্ত্বিক বিন্যাস কী?

উত্তর : গাণিতিক সম্ভাবনা তত্ত্বের ভিত্তিতে গঠিত গণসংখ্যা নিবেশনকে তাত্ত্বিক বিন্যাস বলে ।

০২. পরিমিত বিন্যাস কী?

উত্তর : দ্বিপদী বিন্যাসের চেষ্টার সংখ্যা খুব বেশি এবং

প্রতিবার চেষ্টার সফলতা ও বিফলতার সম্ভাবনা প্রায় সমান হলে দ্বিপদী বিন্যাসের সীমিত রূপকে পরিমিত বিন্যাস বলে ।

০৩. পরিমিতি বিন্যাসের মৌলিক ধারা কে আবিষ্কার করেন?

উত্তর : ইংরেজ গণিতবিদ ডি. মোভের, ১৭৩৩ সালে ।

০৪. পরিমিত বিন্যাসের পরিমাপের সমীকরণটি লিখ।

উত্তর:

০৫. পরিমিতি রেখা কী? 

উত্তর : পরিমিত বিন্যাসকে লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করলে যে রেখা পাওয়া যায় তাকে পরিমিত রেখা বলে ।

০৬. দ্বি-পদ বা দ্বিপদী বিন্যাস কী?

উত্তর : কোনো পরীক্ষায় প্রতিবার চেষ্টায় মাত্র দুটি

ফলাফল থাকলে এবং কোনো একটি ফলাফলের নির্দিষ্ট সংখ্যক মানের সম্ভাবনা যে সূত্রের সাহায্যে নির্ণয় করা যায় তাকে দ্বি-পদ বা দ্বিপদী বিন্যাস বলে।

 

খ-বিভাগ 

০১. পরিমিত বিন্যাস বলতে কি বুঝ। 

০২. দ্বিপদী বিন্যাস কী? এর বৈশিষ্ট্য লিখ।

০৩. পৈসোঁ বিন্যাস বলতে কি বুঝ।

 

গ-বিভাগ 

০১. তাত্ত্বিক বিন্যাস কী? এর প্রকারভেদ আলোচনা কর। 

০২. স্বাভাবিক বিন্যাসের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। 

০৩. পরিমিত নিবেশনের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং গুরুত্ব উল্লেখ কর।

3rd chpater