বায়োগ্যাস প্রযুক্তি । ৭ম অধ্যায় । Biotechnology and Genetic Engineering ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
বায়োগ্যাস প্রযুক্তি । ৭ম অধ্যায় । Biotechnology and Genetic Engineering ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
৭ম অধ্যায় বায়োগ্যাস প্রযুক্তি
ক বিভাগ
০১. Biogas কী?
অথবা, বায়োগ্যাস কী?
উত্তর: গৃহস্থালি ও অন্যান্য জৈব আবর্জনা থেকে বিশেষ জৈব রাসায়নিক প্রযুক্তির মাধ্যমে যে গ্যাস তৈরি করা হয় তাকে বায়োগ্যাস (Biogas) বলে।
০২. Biogas technology কী?
উত্তর: Biogas বা গ্যাসীয় জ্বালানি তৈরি করার প্রযুক্তি কে Biogas technology বলে।
০৩. বায়োগ্যাসে কী কী উপাদান থাকে?
উত্তর: মিথেন ৭০%, CO₂ ৩০%, নাইট্রোজেন ৪%, হাইড্রোজেন মে ১% এবং সামান্য অক্সিজেন ও কার্বন মনোঅক্সসাইড।
০৪. বায়োগ্যাস উৎপাদনে ব্যবহৃত মডেল দুটির নাম লিখ।
উত্তর: ১. ভাসমান ডোম মডেল; ২. স্থির ডোম মডেল।
০৫. বায়োগ্যাসের উৎস কী কী?
উত্তর: শস্য উদ্ভিদ অবশিষ্ট অংশ, প্রাণীর দেহের বর্জ্য, মনুষ্য বর্জ্য পদার্থ ইত্যাদি।
০৬. এক কেজি গোবর থেকে প্রতি বছর কি পরিমাণ গ্যাস উৎপাদন করা যায়?
উত্তর: 2.97 ×109 ঘনফুট।
০৭. হাইড্রোলিক চেম্বার কী?
উত্তর: হাইড্রোলিক চেম্বার হলো আয়াতাকার গঠন বিশিষ্ট যা ৭.৫ সে. মি. পুরু ইটের তৈরি।
০৮. বায়োগ্যাস তৈরিতে গোবর ও পানির অনুপাত কত?
উত্তর: গোবর ও পানি ১৪ ১২
০৯. বায়োগ্যাস প্ল্যান্টে কতদিন গ্যাস পাওয়া যায়?
উত্তর: ১-২ টন কাঁচামাল থেকে ৪০দিন পর্যন্ত গ্যাস পাওয়া যায়।
১০. বায়োগ্যাস প্ল্যান্টে উৎপন্ন গ্যাসে রেসিডিউ কেমন?
উত্তর: দুর্গন্ধহীন জৈবসার যা পরিবেশ বান্ধব হয়।
১১. BCSIR-এর পূর্ণরূপ কী?
উত্তর: BCSIR-এর পূর্ণরূপ হলো- Bangladesh Council of Scientific and Industrial Research.
১২. জ্বালানি কাকে বলে?
উত্তর: যেসব পদার্থ হতে নিয়ন্ত্রিত রাসায়নিক বিক্রিয়া বা নিউক্লিয়াস বিক্রিয়া দ্বারা বিপুল পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাদেরকে জ্বালানি বা Fuel বলে।
১৩. ইনলেট ট্যাংক কী?
উত্তর: বায়োগ্যাস প্লান্টে যে স্থানে আবর্জনা বা কাঁচামাল রাখা হয় তাকে ইনলেট ট্যাংক বলে।
খ বিভাগ
০১. বায়োগ্যাস কী?
অথবা, বায়োগ্যাস কাকে বলে?
অথবা, বায়োগ্যাস কী? বায়োগ্যাসের উৎস ও উপাদানগুলো কী কী?
০২. স্থির ডোম ও ভাসমান ডোম মডেলের মধ্যে পার্থক্য লিখ।
অথবা, স্থির ডোম ও ভাসমান ডোম মডেলের মধ্যে তুলনা কর।
গ-বিভাগ
০১. বাংলাদেশে বায়োগ্যাসের উৎপাদন ও সম্ভাবনা সম্পর্কে লিখ।
০২. বায়োগ্যাস ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলো লেখ।
০৩. বায়োগ্যাস-এর ব্যবহার লেখ।
অথবা, বায়োগ্যাসের ব্যবহারসমূহ উল্লেখ কর।
০৪. বায়োগ্যাস তৈরির একটি পদ্ধতি সচিত্র বর্ণনা কর।
অথবা, বায়োগ্যাস উৎপাদনে স্থির ডোম মডেল বর্ণনা কর।
অথবা, বায়োগ্যাস উৎপাদনের স্থির ডোম মডেল চিত্রসহ বর্ণনা কর।
অথবা, বায়োগ্যাস উৎপাদনে স্থির ডোম মডেল চিত্রসহ বর্ণনা কর।
Read More: 6th chapter