কর্ষণ (Tillage) । ২য় অধ্যায় । Agronomy and Horticulture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
কর্ষণ (Tillage) । ২য় অধ্যায় । Agronomy and Horticulture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
অধ্যায় ০২ কর্ষণ (Tillage)
কবিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)
০১. বা কর্ষণ কী?
অথবা, কর্ষণ কাকে বলে?
উত্তর : শস্য আবাদের জন্য বিশেষ কোনো কৃষি যন্ত্রের সাহায্যে জমির উপরের বসে যাওয়া শক্ত মাটিকে ভেঙ্গে আলগা অবস্থায় আনার প্রক্রিয়াকে Tillage বা কর্ষণ বলে ।
০২. ব্লাইন্ড কর্ষণ পদ্ধতি কী?
উত্তর : জমির উপরের শক্ত ও ঠাসা মাটিকে কোদাল বা খুপরি দিয়ে আলাদা করে দেবার জন্য যে পদ্ধতি ব্যবহৃত হয় তাকে ব্লাইন্ড কর্ষণ বলে।
০৩. ফ্যালো কর্ষণ পদ্ধতি কী?
অথবা, ফ্যালো কর্ষণ কী?
উত্তর : পরিত্যক্ত অনাবাদি শক্ত জমিকে লাঙলের সাহায্যে কর্ষণ করে আবাদি জমিতে পরিণত করার পদ্ধতিকে ফ্যালো কর্ষণ পদ্ধতি বলে।
০৪. মৌসুমি বহির্ভূত কর্ষণ কী?
উত্তর : শস্য চাষের সময় ছাড়া অন্য সময়ে বিশেষ প্রয়োজনে কর্ষণকে মৌসুমী বহির্ভূত কর্ষণ বলা হয়। যেমন- ক্ষেতের মাটি লেভেল করা, ক্ষতিকর আগাছা ও পোকামাকড় দমন করার কাজে কর্ষণ
০৫) ভিজা কৰ্ষণ বা পুডলিং কী?
অথবা, পুডলিং বলতে কী বুঝ?
উত্তর : পানি সম্পৃক্ত বা অল্প পানি যুক্ত মাটি লাঙলে ও মই দিয়ে কাদা মাটি তৈরি করার জন্য এরূপ কর্ষণকে পুডলিং বলা হয় । এরূপ কর্ষণ রোপা ধানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
৬. রক্ষণাবেক্ষণ কর্ষণ কী?
উত্তর : জমির মাটি যতদূর সম্ভব কম আলোড়িত করে মৃত্তিকা সংরক্ষণমূলক কর্ষণ করাকে রক্ষণাবেক্ষণ কর্ষণ বলা হয় ।
৭. নিবিড় চাষ কী?
অথবা, নিবিড় চাষ বলতে কী বুঝ?
উত্তর : লাঙল ও পশুশক্তির সাহায্যে এক বা একাধিক বার
কর্ষণ ও মই দিয়ে বীজতলা ও রোপণ জমি তৈরি করে
প্রচলিত প্রথায় পর্যায়ক্রমে শস্য উৎপাদনকে নিবিড় চাষ বলা
হয়। আমাদের দেশে এরূপ চাষই বেশি প্রচলিত ।
০৮. আস্তঃকর্ষণ পদ্ধতি কী?
উত্তর : ফসলের জমিতে আগাছা দমন ও মাটি আলোড়িত
করে অক্সিজেনের সরবরাহ বাড়িয়ে শস্যের অনুকূল
পরিবেশ গড়ে তোলাকে আন্তঃকর্ষণ বলা হয়।
৯. প্রাথমিক কর্ষণ কী?
অথবা, প্রাইমারি কর্ষণ কাকে বলে?
উত্তর : ফসল কাটার পর জমিকে চাষযোগ্য করে তোলার
জন্য যে কর্ষণ করা হয় তাকে প্রাথমিক কর্ষণ বলে।
১০. গৌণ কর্ষণ কী?
অথবা, সেকেন্ডারি কর্ষণ কাকে বলে?
উত্তর : প্রাথমিক কর্ষণের পর যে সকল হালকা ও সূক্ষ্ম
কাজ করা হয় তাকে গৌণ কর্ষণ বলে ।
(১১) শুষ্ক কর্ষণ কী?
অথবা, ড্রাই কর্ষণ বলতে কী বুঝ?
উত্তর : জমিতে উপযুক্ত আর্দ্রতা থাকা অবস্থায় ফসল লাগানোর উপযোগী জমি তৈরি করার জন্য যে কর্ষণ কাজ করা হয় তাকে শুষ্ক কর্ষণ বলে ।
১২. · শূন্য কর্ষণ কী?
অথবা, জিরো কর্ষণ বলতে কী বুঝ?
উত্তর : কম যন্ত্রপাতির সাহায্যে জমিতে বীজ বোনার
উপযোগী মাটি তৈরি করার জন্য যে কর্ষণ করা হয়
তাকে শূন্য কর্ষণ বলে ।
(১৩) ন্যূনতম কর্ষণ কাকে বলে?
উত্তর : বীজের অঙ্কুরোদগমের জন্য জমিতে সর্বনিম্ন
সংখ্যক চাষ প্রদানের পদ্ধতিকে ন্যূনতম কর্ষণ বলে ।
১৪. কর্ষণে উন্নত দুটি যন্ত্রের নাম লিখ ।
উত্তর : মোলবোর্ড লাঙল, চাকতি বিদ্যা।
১৫) সোপান (strip) কর্ষণ কী?
উত্তর : যে প্রক্রিয়ার মাধ্যমে জমিতে সারি আকারে
লম্বালম্বি লম্বা ভাবে কর্ষণ করা হয় এবং কর্ষিত সারিসমূহ
জমির আকর্ষিত সারিসমূহ দ্বারা পৃথক থাকে সেই
প্রক্রিয়াকে সোপান কর্ষণ বলে ।
১৬. কন্টোর কর্ষণ কী?
উত্তর : কন্টোর কর্ষণ হলো এমন একটি কৃষি পদ্ধতি যা
পাহাড়ী চালু জমিতে মাটি ক্ষয় রোধ করে ফসল
উৎপাদন করতে সাহায্য করে। এটি মূলত সমান্তরাল
রেখা (কন্টোর) অনুসারে জমি তৈরি করে, যার ফলে
বৃষ্টির পানি ঢালু পথ ধরে নেমে না গিয়ে জমিতে ধরে
থাকে এবং মাটির ক্ষয় রোধ হয়।
খ-বিভাগ । সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)
০১.প্রাথমিক কর্ষণ ও গৌণ কর্ষণের মধ্যে পার্থক্য লিখ।
০২.শুকানো কর্ষণ ও ভিজা কর্ষণের মধ্যে পার্থক্য লিখ।
০৩.কর্ষণের সুবিধাগুলো বর্ণনা কর ।
অথবা, ভূমি কর্ষণ কী? ভূমি কর্ষণের গুরুত্ব আলোচনা কর।
অথবা, কর্মণের উপকারী ও অপকারী দিক উল্লেখ কর।
০৪.কর্ষণ কাকে বলে? কর্ষণের উদ্দেশ্য লেখ।
অথবা, কর্ষণ বলতে কী বুঝ?
অথবা, কর্ষণের উদ্দেশ্যগুলো লিখ ।
অথবা, কৃষিকার্যে কষর্ণের উদ্দেশ্যগুলো লিখ।
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions ) :
০১.উদাহরণসহ বিভিন্ন প্রকার কর্ষণ যন্ত্রপাতির বর্ণনা পাও।
অথবা, কর্ষণ যন্ত্রপাতির বর্ণনা দাও।
০২.টীকা লিখ।
(ক) কর্ষণ; (খ) শূন্য কর্ষণ; (গ) কর্ষণের গুরুত্বঃ (ঙ) পুডলিং, (চ) সোপান কর্ষণ; (ছ) পাওয়ার টিলার।
০৩. বিভিন্ন প্রকার কর্ষণের বর্ণনা দাও।
অথবা, কর্ষণের প্রকারভেদ আলোচনা কর।
অথবা, কর্ষণের শ্রেণিবিন্যাস প্রক্রিয়া বর্ণনা কর।
অথবা, বাংলাদেশে অনুশীলিত বিভিন্ন প্রকার কর্ষণ সম্পর্কে লিখ।