ভূমিকা । ১ম অধ্যায়। Plant Breeding ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
ভূমিকা । ১ম অধ্যায়। Plant Breeding ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
১ম অধ্যায়:- ভূমিকা
ক-বিভাগ
০১. উদ্ভিদ প্রজনন বিদ্যা কাকে বলে?
অথবা, উদ্ভিদ প্রজননবিদ্যা কী?
অথবা, উদ্ভিদ প্রজননবিদ্যার সংজ্ঞা দাও।
উত্তর: বংশগতির পরিবর্তন ও নির্বাচনের মাধ্যমে ফসলি উদ্ভিদের উন্নতজাত উদ্ভাবনের নীতি ও পদ্ধতি সম্বলিত উদ্ভিদ বিজ্ঞানের ফলিত শাখাকে উদ্ভিদ প্রজননবিদ্যা বলে।
০২. উদ্ভিদ প্রজননবিদ্যার পরিসরগুলো কী কী?
উত্তর : পরিবৃত্তি সৃষ্টি, নির্বাচন, মূল্যায়ন, বীজবর্ধন, বীজবিতরণ প্রভৃতি ।
০৩. উদ্ভিদ প্রজননের প্রধান উদ্দেশ্য কী?
উত্তর : ফসলি উদ্ভিদের কৌলিক পরিবর্তনের মাধ্যমে কাঙ্ক্ষিত চারিত্রিক বৈশিষ্ট্য হামস্তি উন্নত জাত উদ্ভাবনই উদ্ভিদ প্রজননের প্রধান উদ্দেশ্য।
০৪. উদ্ভিদ প্রজননের উদ্দেশ্যগুলো কী কী?
উত্তর: অধিক ফলন, গুণগত মানের উন্নতি সাধন, রোগ ও পোকা প্রতিরোধ, প্রতিকূল সহিষ্ণুতা, পরিপক্ক কালের পরিবর্তন, আলোক অসংবেদনশীলতা, সুপ্তাবস্থার পরিবর্তন ইত্যাদি ।
০৫. বাংলাদেশে কয়টি উচ্চ ফলনশীল জাতের ধান অনুমোদন লাভ করেছে?
উত্তর : বাংলাদেশে ৬০টি উচ্চ ফলনশীল জাতের ধান অনুমোদন লাভ করেছে।
০৬. কয়েকটি উচ্চ ফলনশীল জাতের গমের নাম লিখ ।
উত্তর : সনেরা-৬৪, মেক্সি-৬৫, বারিগম-২১ ইত্যাদি।
৭. কয়েকটি উচ্চ ফলনশীল জাতের ভুট্টার নাম লিখ ।
উত্তর : বর্ণালি, শুভ্রা, খৈ-ভুট্টা, ক্যারিসুইট কর্ণ ।
৮. তুলার কয়েকটি উন্নত জাতের নাম লিখ ।
উত্তর : ডি-৫-২, ডি- ১০, ডি-১২৪, রূপালী আভা ইত্যাদি ।
০৯. উফশী জাত কী?
অথবা, উচ্চফলনশীল জাত কী?
উত্তর: অধিক ফলনশীল রোগপ্রতিরোধক্ষম, কীটপতঙ্গ ওশারীরবৃত্তীয় পীড়ন সহকারী লবণাক্ত ও অম্লতা সহকারী এবং বিভিন্ন প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সক্ষম এমন ফসলের জাতকে উফশী জাত বা উচ্চফলনশীল জাত বলে ।
১০. কয়েকটি উফশী জাতের ধানের নাম লিখ ।
উত্তর: BR-1 (চান্দিনা), হাসি, নিজামী, ধানের ৩টি উফশি জাত ।
১১. BARC - এর পূর্ণনাম কী?
উত্তর : BARC -এর পূর্ণনাম হলো- Bangladesh Agriculture Research Council.
১২.BRRI -এর পূর্ণনাম কী?
উত্তর : BRRI -এর পূর্ণনাম হলো- Bangladesh Rice Research Institute.
১৩. IRRI এর পূর্ণনাম কী?
উত্তর: IRRI -এর পূর্ণনাম হলো - International Rice Research Institute.
১৪. BARI - এর পূর্ণনাম কী?
উত্তর: BARI -এর পূর্ণনাম হলো- Bangladesh Agriculture Research Institute.
১৫. BARD-এর পূর্ণনাম কী?
উত্তর: BARD-এর পূর্ণনাম হলো- Bangladesh Agriculture & Rural Development,
১৬. BAU এর পূর্ণনাম কী?
উত্তর : BAU -এর পূর্ণনাম হলো- Bangladesh Agriculture University.
১৭. BINA-এর পূর্ণনাম কী?
উত্তর : BINA এর পূর্ণনাম হলো- Bangladesh Institute of Nuclear Agriculture.
১৮. CIMMYT-এর পূর্ণ নাম কী? এর সদর দপ্তর কোথায়?
উত্তর : CIMMYT-এর পূর্ণরূপ হচ্ছে- International Maize and Wheat Improvement Center-এর সদর দপ্তর Mexico (মেক্সিকো) ।
১৯. কৌলিক ক্ষয় কাকে বলে?
উত্তর : কৌলিক ক্ষয় হলো এমন একটি প্রক্রিয়া যেখানে বিপন্ন প্রজাতির জিন পুল সীমিত হয়ে যায় এবং বিপন্ন প্রজনক নিকটস্থ প্রজাতির সাথে প্রজননের পূর্বে ধ্বংস হয় বা মারা যায়।
২০. BSRTI-এর পূর্ণনাম লেখ।
উত্তর : BSRTI-এর পূর্ণনাম হলো : Banglades Sericulture Research and Training Institute.
খ-বিভাগ
১. উদ্ভিদ প্রজনন বিদ্যা বলতে কী বুঝ?
অথবা, উদ্ভিদ প্রজনন বিদ্যার সংজ্ঞা দাও ।
২. আঁশ জাতীয় উদ্ভিদের উন্নতিকল্পে BJRI এর অবদান উল্লেখ কর।
৩. উফশী জাতের বৈশিষ্ট্য উল্লেখ কর।
৪. বাংলাদেশে উদ্ভাবিত/উৎপাদিত ৫টি উফশি জাতের গমের নামসহ পরিচয় দাও ।
৫.ধানের উন্নতিকল্পে BRRI-এর অবদান সংক্ষেপে উল্লেখ কর।
অথবা, ধানের উন্নতিকল্পে BRRI-এর অবদান উল্লেখ কর।
৬.ফসলের উন্নতিকল্পে BINA এর অবদান উল্লেখ কর।
৭.ফসলের মান উন্নয়নে BARI এর ভূমিকা উল্লেখ কর।
গ- বিভাগ
১. বাংলাদেশের উফশী জাতের ধান, গম, ইক্ষু ও চা এর বিবরণ দাও।
২. বাংলাদেশে উদ্ভাবিত/উৎপাদিত ৫টি উফশী জাতের ধানের নাম পরিচয়সহ লিখ।
অথবা, ধানের পাঁচটি উচ্চ ফলনশীল জাতের নাম পরিচয়সহ লিখ ।
৩. উদ্ভিদের উন্নয়নকল্পে উদ্ভিদ প্রজননের উদ্দেশ্য ও পরিসর বর্ণনা কর।
অথবা,উদ্ভিদ প্রজনন বিদ্যার পরিসর বর্ণনা কর ।
অথবা, আবাদি ফসলের উন্নয়নে উদ্ভিদ প্রজনন বিদ্যার পরিসর বর্ণনা কর ।
অথবা, উদ্ভিদ প্রজননের মূল লক্ষ্যগুলো বর্ণনা কর।
অথবা, উদ্ভিদ প্রজনন বিদ্যার লক্ষ্য ও উদ্দেশ্যগুলো লিখ ।