জীববৈচিত্র্য প্রসঙ্গে বাংলাদেশ। ৫ম অধ্যায়। Biodiversity and Evolution ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
জীববৈচিত্র্য প্রসঙ্গে বাংলাদেশ। ৫ম অধ্যায়। Biodiversity and Evolution ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
৫ম অধ্যায়:- জীববৈচিত্র্যের ধ্বংস
ক বিভাগ
০১.বুনো গাছপালা কাকে বলে?
অথবা, ইনডিজিয়াস প্রজাতি কী?
অথবা, Indigenous Species বা বুনো প্রজাতি কী?
উত্তর: যে সমস্ত প্রজাতি বাংলাদেশে স্বাভাবিকভাবে আপনা-স্তূপনি জন্মায় সে সমস্ত প্রজাতিকে বুনো প্রজাতি বা Indigenous Species বলে।
২. বাংলাদেশে জন্মে এমন দুটি বুনো প্রজাতির নাম লিখ।
উত্তর: (১) Scoparia dulcis (২) Leucas aspera
০৩.Exotic species বা বিদেশি প্রজাতি কী?
অথবা, এক্সোটিক প্রজাতি কী?
উত্তর: যেসব প্রজাতি বিদেশ থেকে আমদানি করে বাংলাদেশে চাষ করা হয় এবং বর্তমানে প্রাকৃতিকভাবে জন্যে সে সমস্ত প্রজাতিকে Exotic species বা বিদেশি প্রজাতি বলে।
০৪. Common Species বা সাধারণ প্রজাতি কী?
উত্তর: যেসব উদ্ভিদ প্রজাতি বাংলাদেশে সচরাচর সর্বত্র দেখা যায় যে সমস্ত প্রজাতিকে Common species বা সাধারণ প্রজাতি বলে।
০৫. বাংলাদেশের দুটি Common species বা সাধারণ প্রজাতি- এর নাম লিখ।
উত্তর: (১) Mangelera indica (২) Coces micifera
০৬. বাংলাদেশের দুটি হুমকিগ্রস্ত উদ্ভিদের নাম লিখ।
উত্তর: (১) Mangifera sylvatica (২) Cycat pectinata
০৭. বাংলাদেশের দুটি Endangered species এর নাম লিখ।
অথবা, বাংলাদেশে দুটি বিপন্ন প্রজাতির নাম লিখ।
উত্তর: (i) Aquilaria agallocha, (ii) Caluropit procema
০৮. বাংলাদেশের উল্লেখযোগ্য শস্য প্রজাতি কোনোগুলো?
উত্তর: ধান, গম, পাট, আলু, চা, আখ, ডাল, ভুট্টা ইত্যাদি।
০৯. বাংলাদেশে মোট কত হেক্টর পুকুর আছে?
উত্তর: প্রায় ১৬ মিলিয়ন হেক্টর।
১০.সংকটপন্ন প্রজাতি বলতে কী বুঝ?
অথবা, সংকটাপন্ন প্রজাতি (Threatened Species) কী?
উত্তর; যে সমস্ত প্রজাতি আপাতত সংগ্রহের দরকার নেই তবে সঠিকভাব সপ্তাহ না করলে Valbowsh কাছাকাছি পর্যায়ে পৌঁছাবে সে সমস্ত প্রজাতিকে সংকটাপন্ন প্রজাতি (Threatened Species) বলে।
১১.Endangered Species কী? অথবা, বিপন্ন প্রজাতি কী?
উত্তর: বিলুপ্তির কারণসমূহ জরুরি ভিত্তিতে সম্মগ্রহ করতে না পারলে যেসব প্রজাতি অচিরেই বিলুপ্ত হয়ে যাবে সেই সময় প্রজাতিকে বিপন্ন প্রজাতি (Endangered species) বলে।
১২. কি স্টোন প্রজাতি কী?
উত্তর: কি সেটান প্রজাতি হলো এমন একটি গ্রীব যা একটি সম্পূর্ণ বাস্তামন্ত্রকে সংজ্ঞায়িত করতে সাহায্য করে।
১৩. বাংলাদেশে ধাদের জার্মপ্লাজমের সংখ্যা কত?
উত্তর: বাংলাদেশে ধানের জার্মপ্লাজম সংখ্যা প্রায় ৮০০০।
১৪. পাটের জার্মপ্লাজমের সংখ্যা কত?
উত্তর: পাটের জার্মপ্লাজমের সংখ্যা প্রায় ৩৬৮৫।
১৫.বাংলাদেশ সপুষ্পক উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত?
উত্তর: প্রায় ৫০০০ প্রজাতি।
১৬.চায়ের জার্মপ্লাজমের সংখ্যা কত?
উত্তর: চায়ের জার্মপ্লাজমের সংখ্যা প্রায় ২৫৬।
১৭.বাংলাদেশে কত প্রজাতির মাছ ছিল?
উত্তর: স্বাদুপানি ও সামুদ্রিক পাণির প্রায় ৭০৬ প্রজাতি।
১৮.সমুদ্র তীরবর্তী উদ্ভিদ কোনগুলো?
উত্তর :হিজল, তমাল কেয়া,ঝাউ ইত্যাদি।
১৯. উদ্ভিদ প্রবর্তন বলতে কী বুঝ?
উত্তর: কোনো এলাকা থেকে নতুন কোনো ফসলের জাত বা উদ্ভিদ নতুন কোনো এলাকায় ভিন্ন পরিবেশে আনয়ন করাকে উদ্ভিদ প্রবর্তন বলে।
২০. বাংলাদেশের দুটি Hare Species এর নাম লিখ।
অথবা, বাংলাদেশের ২টি বিরল প্রজাতির নাম শিখ।
উত্তর: bengslerus, pet
২১.জার্মপ্লাজম কী?
অথবা, জার্মপ্লাজম কাকে বলে?
উত্তর: বিভিন্ন বাজাতিয় সম্পূর্ণ বংশগতীয় পদার্থ বা জিনকে জার্মপ্লাজম বা ফৌলিক সম্পদ বলে।
খ-বিভাগ
০১. বাংলাদেশের বুনো বা Indigenous species সম্পর্কে লিখ।
০২. বাংলাদেশের পাঁচটি বিলুপ্ত প্রায় উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।
০৩. বাংলাদেশের Bixotic Species বা বিদেশি প্রজাতি সম্পর্কে লিখ।
০৪.বাংলাদেশের সংকটাপন্ন উদ্ভিদ সম্পর্কে বর্ণনা কর।
০৫. বাংলাদেশের সংকটাপন্ন (Threatened) উদ্ভিদ প্রজাতি সম্পর্কে লিখ।
অথবা, বাংলাদেশের ৫টি সংকটাপন্ন উদ্ভিদ প্রজাতির নাম লিখ।
অথবা, বাংলাদেশের চারটি বিপন্ন উদ্ভিদ প্রজাতির নাম লিখ।
০৬.বাংলাদেশের জেনেটিক রিসোর্স সংরক্ষণের চারটি প্রতিষ্ঠানের নাম লিখ।
অথবা, বাংলাদেশে জার্মপ্লাজম সংরক্ষণে নিয়োজিত চারটি প্রতিষ্ঠানের নাম লিখ।
০৭.মানব কল্যাণে উদ্ভিদ কৌলিক সম্পদের গুরুত্ব লিখ।
০৮.জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশের গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোচনা কর।
গ-বিভাগ
০১.বাংলাদেশের হুমবিগ্রস্ত প্রজাতির উপর বিশদ আলোচনা কর। টি।
অথবা, বাংলাদেশের হুমকির মুখে উদ্ভিদ প্রজাতিসমূহের উপর বিশদ আলোচনা কর। অথবা, বাংলাদেশের হুমকির সম্মুখীন উদ্ভিদ প্রজাতিসমূহের উপর বিশদ আলোচনা কর।
০২. টীকা লিখ।
(ক) বাংলাদেশের উদ্ভিদ
(খ) বিপন্ন প্রজাতি ১১
(গ) মাসগ্রাক বনাঞ্চল বা যন
(ঘ) বাংলাদেশের সংকটাপন্ন উদ্ভিদ
অথবা, সংকটাপন্ন প্রজাতি।
(ঙ) ক্রপ জেনেটিক রিসোর্সস