সম্ভাব্যতা । ৫ম অধ্যায় । Biostatistics and Research Methodology ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
সম্ভাব্যতা । ৫ম অধ্যায় । Biostatistics and Research Methodology ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
৫ম অধ্যায়:- সম্ভাব্যতা
ক-বিভাগ
০১. Probit শব্দের অর্থ কী?
উত্তর : Probit শব্দের অর্থ- সম্ভাব্যতার একক ।
০২. প্রবিট বিশ্লেষণ কে সর্বপ্রথম প্রবর্তন করেন?
উত্তর : ব্লিস সর্বপ্রথম প্রবিট বিশ্লেষণ প্রবর্তন করেন।
০৩. প্রবিট বিশ্লেষণ কী?
উত্তর : জীব সম্বন্ধীয় গবেষণা বা পরীক্ষণে লক্ষ্য জীবের উপর কোনো উদ্দীপক দ্রব্যের প্রভাব ও ক্রিয়াশীলতার কার্যকারিতার মাত্রা, তুলনামূলক মাত্রা, আস্থা, সীমা নির্ধারণ তাৎপর্যতা ইত্যাদি নিরূপণের জন্য যে ধারাবাহিক বিশ্লেষণ পদ্ধতির অবলম্বন করা হয় তাকে প্রবিট বিশ্লেষণ বলে ।
খ বিভাগ
০১. প্রবিট বিশ্লেষণ বলতে কী বুঝ?
০২. প্রবিট বিশ্লেষণ কখন করা হয়?
গ বিভাগ
০১. প্রবিট বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে আলোচনা কর।
০২. জীববিদ্যা গবেষণায় প্রবিট বিশ্লেষণের গুরুত্ব লিখ।