ভূমিকা । ১ম অধ্যায় । Economic Botany, Ethnobotany and Pharmacognosy( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

ভূমিকা । ১ম অধ্যায় । Economic Botany, Ethnobotany and Pharmacognosy( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

ভূমিকা । ১ম অধ্যায় । Economic Botany, Ethnobotany and Pharmacognosy( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
ভূমিকা । ১ম অধ্যায় । Economic Botany, Ethnobotany and Pharmacognosy( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

১ম অধ্যায়:- ভূমিকা

ক বিভাগ

১. Ethnobotany কী?

অথবা, ইথনোবোটানি কাকে বলে?

উত্তর:  মানবজাতি ও উদ্ভিদের সাথে সম্পর্কিত বিজ্ঞানকে ইথনোবোটানি (Ethnobotany) বলা হয়।

২. ইথনোবোটানি শব্দের অর্থ কী? 

উত্তর: লোক উদ্ভিদবিদ্যা যার উৎপত্তি Ethnic থেকে। 

৩.  Ethonobotany শব্দটি কে প্রথম ব্যবহার করেন? 

উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রখ্যাত অধ্যাপক ড.জে, ডব্লিউ হারসবার্জার ১৯৮৫ সালে প্রথম Ethnobotany শব্দটি ব্যবহার করেন।

৪.  Ethnobotany শব্দটি কিভাবে উৎপত্তি লাভ করে? 

উত্তর: গ্রীক শব্দ Ethnos অর্থ মানব গোষ্ঠী এবং ল্যাটিন শব্দ Botus অর্থ উদ্ভিদবিজ্ঞান হতে উৎপত্তি লাভ করে।

৫. Ethnobotany Study কয়টি বিষয়ের উপর ভিত্তি করে করা হয়?

উত্তর: তিনটি। যথা:-

(1) ভৌগোলিক অঞ্চলের উপর;

(ii) নির্বাচিত ইথনিকগ্রুপের উপর ও

(iii) বিশেষ রোগে উদ্ভিদের ব্যবহারের উপর।

৬. সোসাইটি অব ইথনোবোটানিস্ট এর কাজ কী?

উত্তর: ইথনোবোটানির অনুশীলন, প্রচার ও প্রসারের ক্ষেত্রে কাজ করে থাকে।

৭. Ethnotaxonomy কিসের উপর ভিত্তি করে গড়ে ওঠে? 

উত্তর: উদ্ভিদের আকার-আকৃতি, প্রকৃতি, রং, ব্যবহার, গুণাগুণ ইত্যাদির উপর ভিত্তি করে গড়ে ওঠে।

৮.  Ethnomedicine-এর প্রধান কাজ কী?

উত্তর: রোগ নিরাময়ে ব্যাবহার্য উদ্ভিদ সম্বন্ধে জরিপ চালানো, তার অনুশীলন ও চর্চা করা এ শাখার প্রধান কাজ।

৯.  Ethnopharmacology-র আলোচ্য বিষয় কী? 

উত্তর: উপজাতিদের চিকিৎসা পদ্ধতি, রোগ নিরাময়ের কৌশল, প্রয়োগ ও চর্চা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।

১০. Ethnotoxicology-র আলোচ্য বিষয় কী?

উত্তর: উদ্ভিদ নিঃসৃত বিষাক্ত পদার্থ-এর দ্বারা জলজ প্রাণী জোগাড়, কীটপতঙ্গনাশ ও বিতরণ সংক্রান্ত জরিপ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।

১১. ইথোনোবোটানির পরিসর গুলো কী কী?

উত্তর: Taxonomy, Ecology, Medicine. Travell, Herbarium, ইথনোগাইনিকোলজি, সার, ইখনো এগ্রিকালচার, ইথনোফার্মাকোলজি ইত্যাদি।

১২. বাংলাদেশের ২জন ইথনোবোটানিস্টের নাম লিখ। 

উত্তর: বাংলাদেশের ২জন ইথনোবোটানিস্টের নাম হলো- ১. এম.এস খান ও ২. এম.এ.হাসান।

 

খ-বিভাগ 

১. ইথনোবোটানির (Ethnobotany) সংজ্ঞা দাও।

২. ইথনোবোটানির উদ্দেশ্য সম্পর্কে লিখ। 

 

গ-বিভাগ 

 

১. ইথনোবোটানী-এর পরিসর আলোচনা কর। টি। 

২. ইথনোবোটানীর শাখাসমূহ বর্ণনা কর। 

অথবা, ইথনোবোটানির প্রধান শাখাসমূহের নাম লিখ।

৩. টাকা লেখ: (i) ইথনোবোটানীর গুরুত্ব ;

অথবা, ইথনোবোটানির গুরুত্ব বর্ণনা কর।

Read More