Human Cytogenetics ।৯ম অধ্যায় । Cytogenetics ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
Human Cytogenetics ।৯ম অধ্যায় । Cytogenetics ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
অধ্যায় ০৯ মানৰ সাইটোজেনেটি (Human Cytogenetics)
ক-বিভাগ। অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)
(১) মানৰ সাইটোজেনেটিক্স কী?
উত্তর : মানুষের ক্রোমোজোম সম্পর্কিত বিজ্ঞান
সাইটোজেনেটিক্স বলে।
০২, মানৰ সাইটোজেনেটিক্স এর যুগকে কয়টি ভাগে ভাগ করা হয়।
উত্তর চারটি।
০৩ লিঙ্গ নির্ধারণ এ দিক বিবেচনা করে নর ও নারী এর
ক্রোমোজোম কিরূপ?
উত্তর । ড্রাসোফিয়া মাহির মতো মানুষের নারী ি
হোমোগ্যামেটিক ও নরজাতি হেটারোগ্যামেটিক । অন্যকথায়,
নারী XX ক্রোমোজোম বিশিষ্ট ও নৱ জাতি XY
ক্রোমোজোম বিশিষ্ট
০৪. ক্রোমোজোমটি যে পুংলিঙ্গ নির্ধারণের জন্য দায়ী কীভাবে বোঝা যায়?
উত্তর Y ক্রোমোজোমটি যে পুংলিঙ্গ নির্ধারণের দায়ী তা ডব্লিউ, ওয়েলসন ও ডব্লিউ, রাসেলের (১৯৫৯) নোটি
ইঁদুরের X ক্রোমোজোমস্থ ট্যাবি (Ta) প্রকট পরিব্যক্তিক
বংশাণু নিয়ে পরীক্ষা হতে বুঝা যায়।
(০৫) মিক্সোপ্লয়েড কী? ৯৯%
উত্তর। মানুষের দেহে কখনও কখনও স্বতন্ত্র ক্রোমোজোম সংখ্যাযুক্ত সেল লাইনের মিস্রিত দশা পাওয়া যায় তাকে মিক্সোপ্লয়েড বলে।
০৬. আইসোডাইসোমি কী?
উত্তর: হোমলোগের একটি ক্রোমোজোম দুই কপি থাকলে
মোসাইককে বলে আইসোডাইসোমি বলে।
০৭.জিনোমিক ছাপ কি?
উত্তর : একই জিন পিতা থেকে পেলে ফিনোটাইপ
তৈরি হবে, সে জিন মাতা থেকে পেলে যদি ভিন্ন
ফিনোটাইপ তৈরি হয় সে ঘটনাকে জিনোমিক
চাপ বলে।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) :
০১ মানব সাইটোজেনিটিক্স বলতে কি বুঝ?
অথবা, মানব সাইটোজেনেটিক্স সম্পর্কে লিখ।
০২সিন্ড্রোম কী? মানুষের বিভিন্ন ধরনের সিন্ড্রোমের নাম লিখ।
০৩টার্নার সিনড্রোম কী? ইহার লক্ষণগুলো উল্লেখ কর।
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions)
০১ ক্লাইনফেল্টার সিন্ড্রোম ও ডাউন সিন্ড্রোমের কারণ লিখ ।
০২ ক্লাইনফেল্টার সিন্ড্রোম কী? এর কারণ ও লক্ষণ সম্পর্কে লিখ।
১৩। (ক) ডাউন সিন্ড্রোমের কারণ ও লক্ষণসমূহ লেখ।
অথবা, টীকা লেখ : ক.ডাউনস সিন্ড্রম
অথবা, ডাউনস সিনড্রোম এবং টার্নারস সিনড্রোমের কারণ ও উপসর্গ বর্ণনা কর।
(খ) টার্নার সিন্ড্রোম ও ক্লাইনফেল্টার সিন্ড্রোমের পার্থক্য লেখ।
Read more: cytogenetics 8th chapter