ভূমিকা । ১ম অধ্যায় । Agronomy and Horticulture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
ভূমিকা । ১ম অধ্যায় । Agronomy and Horticulture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)
০১. কৃষিবিজ্ঞান কাকে বলে?
উত্তর : জীববিজ্ঞানের যে শাখায় মানুষের উপকারী উদ্ভিদ ও প্রাণীর অবস্থান, উৎপাদন, উন্নয়ন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, ব্যবহার প্রণালি, অর্থনৈতিক গুরুত্ব, সম্প্রসারণ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয় তাকে কৃষিবিজ্ঞান বলা হয় ।
(০২) কৃষিতত্ত্ব (Agronomy) বলতে কী বুঝ?
অথবা, কৃষিতত্ত্ব কী?
উত্তর : কৃষিবিজ্ঞানের যে শাখা পাঠ করলে সুষ্ঠু মৃত্তিকা ব্যবস্থাপনার আলোকে শস্য উৎপাদন এবং এর বিভিন্ন নীতি ও কলাকৌশল সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করা যায় তাকে কৃষিতত্ত্ব বলা হয়।
3. Agronomy-র যাত্রা কবে শুরু হয়?
উত্তর : ১৯০৮ সালে American Society of Agronomy
প্রতিষ্ঠিত হবার পর থেকে Agronomyর যাত্রা শুরু হয়েছে।
০৪.উদ্যানবিদ্যা (Horticulture) কাকে বলে?
অথবা, Horticulture (উদ্যানবিদ্যা) কী?
অথবা, উদ্যানবিদ্যা বলতে কী বুঝ?
উত্তর : কৃষি বিজ্ঞানের যে শাখায় উদ্যান তৈরি, উদ্যান সংরক্ষণ এবং উদ্যানে রোপণ করা উদ্ভিদের পরিচর্যা করা হয় সে শাখাকে Horticulture বা উদ্যানবিদ্যা বলে।
০৫. উদ্যানতত্ত্বের জনক কে?
অথবা, উদ্যানতত্ত্বের জনক বলা হয় কাকে?
উত্তর : আমেরিকান উদ্ভিদবিজ্ঞানী Liberty Hyde Balley কে উদ্যান তত্ত্বের জনক বলা হয়।
৬. উদ্যান উদ্ভিদ বা ফসল কাকে বলে?
উত্তর । বেড়ার ভিতর রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার,
মাধ্যমে যে ফসল বা উদ্ভিদ চাষ করা হয় তাদেরকে
উদ্যান উদ্ভিদ বা ফসল বলে।
৭. Horticulture-এর পরিসরগুলো কী কী?
উত্তর: Horticulture-এর পরিসরগুলো হালো- সৌন্দর্য বৃদ্ধি,পুষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন, নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন,ফসলের উৎপাদন বৃদ্ধি, অধিক মুনাফার উৎস ইত্যাদি।
৮।বাংলাদেশের দুটি কৃষি গবেষণা প্রতিষ্ঠানের নাম লেখ।
উত্তর : বাংলাদেশের দুটি কৃষি গবেষণা প্রতিষ্ঠানের নাম-
(i) BARI, (ii) BINA.
৯। BINA - এর পূর্ণরূপ লেখ।
অথবা, BINA-এর পূর্ণনাম লিখ।
উত্তর : BINA-এর পূর্ণনাম হলো- Bangladesh Institute of Nuclear Agriculture. যা বাংলাদেশের ময়মনসিংহে অবস্থিত।
১০. BHPEA - এর পূর্ণরূপ লিখ।
উত্তর : BHPEA - এর পূর্ণরূপ হলো- Bangladesh
Horticultural Producers and Exporters Association..
১১. বাংলাদেশের গাজীপুরে দুটি কৃষি গবেষণা প্রতিষ্ঠানের নাম লিখ ।
উত্তর : বাংলাদেশের গাজীপুরে দুটি কৃষি গবেষণা প্রতিষ্ঠান হচ্ছে-
(ক) BARC - Bangladesh Agriculture Research Council.
(খ) BARI = Bangladesh Agriculture Research Institute.
১২. নিম্নোক্তগুলোর পূর্ণনাম লিখ।
BJRI, SRTI, BINA, BTRI.
উত্তর : প্রদত্ত পূর্ণনামগুলো হলো-
BURI - Bangladesh Jute Research Institute.
SRIT-Sugar-cane Research and Training Institute.
BINA-Bangladesh Institute of Nuclear Agriculture.
BTRI - Bangladesh Tea Research Institute,
(১৩) BRRI পূর্ণরূপ লিখ।
উত্তর : BRRI এর পূর্ণরূপ হলো BRRI Bangladesh
Rice Research Institute.
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions
০১.কৃষিতত্ত্ব বলতে কী বুঝ? ডি৷ জমি উদিয়া ইস
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) এর উদ্দেশ্য ও কার্যাবলি বর্ণনা কর।
০২.কৃষি তত্ত্বের গুরুত্ব আলোচনা কর।
অথবা, কৃষিতত্ত্ব বা Agronomy -এর গুরুত্ব আলোচনা কর ।
অথবা, বাংলাদেশে কৃষিতত্ত্বের গুরুত্ব লিখ।
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions ) :
০১.কৃষি তত্ত্বের পরিসর বর্ণনা কর।
অথবা, কৃষিতত্ত্ব বা Agronomy কী? কৃষিতত্ত্বের বা Agronomy -এর পরিসর বর্ণনা কর।
০২.বাংলাদেশে কৃষিতাত্ত্বিক ফসলের শ্রেণিবিন্যাস কর।
০৩.উদাহরণসহ মূল, কাণ্ড ও শাকজাতীয় উদ্যান তাত্ত্বিক উদ্ভিদ বা Horticulture উদ্ভিদসমূহের বর্ণনা দাও।
০৪.উদ্যান ফসল প্রক্রিয়াজাতকরণের গুরুত্ব লেখ।
অথবা, উদ্যানতত্ত্বের বা Horticulture-এর গুরুত্ব আলোচনা কর।
অথবা, বাংলাদেশের উদ্যানতত্ত্বের গুরুত্ব লিখ।
০৫.টীকা লেখ : উদ্যানতত্ত্বের পরিসর
অথবা, উদ্যানতত্ত্বের পরিসর বর্ণনা কর।
অথবা, উদ্যানতত্ত্ব বা Horticulture কী? উদ্যানতত্ত্বের বা Horticulture-এর পরিসর বর্ণনা কর।