Hydra-য় শ্রমবন্টন / হাইড্রার মিথোজীবীতা Hydra-য় শ্রমবন্টন / হাইড্রার মিথোজীবীতা
Hydra-য় শ্রমবন্টন (Division of Labour in Hydra)
বহুকোষী জীবদেহে বিভিন্ন অঙ্গ বা তন্ত্রের মধ্যে শারীরবৃত্তীয় কার্যাবলীর সুষম বণ্টনকে শ্রমবণ্টন বুঝায় । Hydra বহুকোষী প্রাণী হলেও অন্যান্য প্রাণীর মতো Hydra-র দেহে অঙ্গ বা তন্ত্র গঠিত হয়নি । কোষগুলো এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস স্তরে বিন্যস্ত থেকে এককভাবে পৃথক পৃথক কার্য সম্পাদন করে । Hydra-র শ্রমবণ্টন নিম্নরূপ:
ক. কোষভিত্তিক শ্রমবণ্টন
১. পেশি-আবরণী কোষ : এসব কোষ দেহের আবরণ তৈরি করে এবং দেহের সঙ্কোচন ও প্রসারণ ঘটিয়ে পরোক্ষভাবে আত্মরক্ষা, চলন ও শিকার ধরার কাজে অংশ নেয়।
২. ইন্টারস্টিশিয়াল কোষ : মুকুল, শুক্রাশয় ও ডিম্বাশয়সহ দেহের যে কোন অংশ পুনর্গঠনে সক্রিয় ভূমিকা পালন করে ।
৩. নিডোসাইট : এসব কোষ আত্মরক্ষা, শিকার ধরা ও চলনে ব্যবহৃত হয় ।
৪. সংবেদী কোষ : পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করে ।
৫. স্নায়ু কোষ : সংবেদী কোষে গৃহীত উদ্দীপনা অনুযায়ী উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে এবং সকল কোষের কাজের মধ্যে সমন্বয় সাধন করে ।
৬. গ্রন্থি কোষ : গ্যাস্ট্রোডার্মিসের গ্রন্থি কোষ মিউকাস ও বিভিন্ন প্রকার এনজাইম ক্ষরণ করে পরিপাকে সাহায্য করে । পাদ-চাকতিতে উপস্থিত গ্রন্থি কোষ থেকে নিঃসৃত আঠালো রস হাইড্রাকে কোন বস্তুর সাথে আটকে থাকতে সহায়তা করে এবং বুদবুদ গঠনের মাধ্যমে ভেসে চলতে সাহায্য করে ।
৭. পুষ্টি-পেশিকোষ : বহিঃকোষীয় ও অন্তঃকোষীয় পরিপাক সম্পন্ন করে ।
খ. আঙ্গিক শ্রমবণ্টন : Hydra-র দেহে উপস্থিত বিভিন্ন অঙ্গ বিভিন্ন কাজে অংশ নেয়, যেমন-
১. মুখছিদ্ৰ : খাদ্য গ্রহণ ও বিভিন্ন বর্জ্য পদার্থ নিষ্কাশনে দায়িত্ব পালন করে ।
২. সিলেন্টেরন : পরিপাক ও পরিবহন গহ্বর হিসেবে শারীরবৃত্তীয় কাজ সম্পাদন করে ।
৩. কর্ষিকাসমূহ : আত্মরক্ষা, শিকার ধরা, চলন প্রভৃতি কাজে ব্যবহৃত হয়।
৪. পাদ-চাকতি : কোন বস্তুর সাথে আটকে থাকতে এবং চলনে সহায়তা করে ।
৫. দেহকাণ্ড : জনন অঙ্গ এবং মুকুল ধারণ করে ।
সুতরাং দেখা যাচ্ছে যে, Hydra-র দেহে উপস্থিত বিভিন্ন ধরনের কোষ এককভাবে যাবতীয় শারীরবৃত্তীয় কার্যাবলী সম্পন্ন করে । অর্থাৎ বলা যায় Hydra-য় শ্রমবণ্টন উল্লেখযোগ্য । প্রাণিরাজ্যে Hydra তথা Cnidaria পর্বের প্রাণীতে সর্বপ্রথম কোষের গঠনমূলক বৈষম্য ও শ্রমবণ্টন দেখা যায় ।
Hydra-য় মিথোজীবিতা (Symbiosis in Hydra)
মিথোজীবিতা বা সিমবায়োসিস (symbiosis; গ্রিক. symbioum = live together) এর ব্যুৎপত্তিগত অর্থ-একত্রে বাস করা । মিথোজীবিতা তিনটি ভিন্ন মাত্রার হতে পার। তবে Hydra-র ক্ষেত্রে মিথোজীবিতার সংজ্ঞা হলো-
যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে পরস্পরের কাছ থেকে উপকৃত হয়, তখন এ ধরনের সাহচর্যকে মিথোজীবিতা বলে। এ অবস্থায় জীবদুটিকে মিথোজীবী (symbiont) বলা হয় ।
উদাহরণ- Hydra viridissima (=Chlorohydra viridissima) নামক সবুজ হাইড্রা ও Zoochlorella নামক এককোষী সবুজ শৈবালের মধ্যে এ সম্পর্ক সুস্পষ্ট দেখা যায় ।
Zoochlorella বা সবুজ শৈবাল হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে বাস করে। হাইড্রা অর্ধস্বচ্ছ প্রাণী হওয়ায় এ শৈবালের অন্তঃস্থ উপস্থিতি এ হাইড্রাকে সবুজ বর্ণ দান করে এবং এজন্য হাইড্রাটিও বাইরে থেকে সবুজ দেখায়। নিম্নোক্তভাবে এরা পরস্পরের কাছ থেকে উপকৃত হয়। এরা একটি হতে অপরটি কখনোই বিচ্ছিন্ন হতে পারে না। এমনকি ডিম্বাণুর সাথে শৈবালের অংশ হাইড্রার পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়।
শৈবালের প্রাপ্ত উপকার
i. আশ্রয় : শৈবাল হাইড্রার গ্যাস্ট্রোডার্মাল (অন্তঃকোষীয়) পেশি-আবরণী কোষে আশ্রয় পায় ।
ii. সালোকসংশ্লেষণ : হাইড্রার শ্বসনে সৃষ্ট CO2-কে সালোকসংশ্লেষণের কাঁচামাল হিসেবে ব্যবহার করে ।
iii. খাদ্যোৎপাদন : হাইড্রার বিপাকীয় কাজে উদ্ভূত N2 জাত বর্জ্যপদার্থকে আমিষ তৈরির কাজে ব্যবহার করে ।
Hydra-র প্রাপ্ত উপকার
i. খাদ্যপ্রাপ্তি : সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শৈবাল যে খাদ্য প্রস্তুত করে তার উদ্বৃত্ত অংশ গ্রহণ করে হাইড্রা শর্করা জাতীয় খাদ্যের অভাব পূরণ করে ।
ii. শ্বসন : সালোকসংশ্লেষণকালে শৈবাল যে O2 নির্গত করে হাইড্রা তা শ্বসনে ব্যবহার করে ।
iii. শোষণ : হাইড্রার শ্বসনে সৃষ্ট CO, শৈবাল গ্রহণ করে প্রাণীকে ঝামেলামুক্ত করে ।
iv. বর্জ্য নিষ্কাশন : হাইড্রার বিপাকে সৃষ্ট N2-ঘটিত বর্জ্য শৈবাল কর্তৃক গৃহীত হওয়ায় হাইড্রা সহজেই বর্জ্যপদার্থ মুক্ত হয় ।
পরজীবিতা ও মিথোজীবিতার মধ্যে পার্থক্য
Hydra কেন Cnidaria পর্বভুক্ত প্রাণী?
নিচে বর্ণিত কারণে Hydra কে Cnidaria পর্বের অন্তর্ভুক্ত করা হয়েছে-
১. দেহের কেন্দ্রভাগে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা সিলেন্টেরন থাকে, যা কেবল মুখছিদ্রের মাধ্যমে দেহের বাইরে উন্মুক্ত । ভ্রূণাবস্থায় এক্টোডার্ম ও এন্ডোডার্ম নামক দুটি স্তর থাকে যেগুলো পূর্ণাঙ্গ প্রাণীতে এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস গঠন করে । কোষ থেকে অন্যান্য প্রায় সকল ধরনের কোষ সৃষ্টি হয় ।
আরো পড়ুনঃ
এই Hydra-য় শ্রমবন্টন / হাইড্রার মিথোজীবীতা ছাড়াও আরো দেখুন