Introduction । ভূমিকা । ১ম অধ্যায় । Cytology and Cytogenetics ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
Introduction । ভূমিকা । ১ম অধ্যায় । Cytology and Cytogenetics ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
১ম অধ্যায় (কোষবিদ্যা) ভূমিকা
Read More: Du admission
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)
০১. কে, কবে কোষ আবিষ্কার করেন?
উত্তর : ১৬৬৫ সালে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ইংরেজ
বিজ্ঞানী রবার্ট হুক কোষ আবিষ্কার করেন।
০২. কোষ বিদ্যা বা সাইটোলজি (Cytology) কি?
উত্তর : জীববিজ্ঞানের যে শাখায় জীবকোনের গঠন,
বিপাক, শারীরবৃত্ত, প্রাণরসায়ন, বিভাজন,
ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা, পর্যালোচনা ও পরেরণা
করা হয় তাকে কোষবিদ্যা বলে।
০৩.'কোষ তত্ত্ব' কী?
উত্তর : কোষের বিভিন্ন অঙ্গানুর গঠন ও কোন সম্পর্কিত
বিভিন্ন তথ্য সে একত্রিত করে ১৮৩৮ ও ১৮৮৩ সালে বিজ্ঞানী
স্লেইডেন ও সোয়ান প্রস্তাব করেন যে, নিউক্লিয়াসই অঙ্গে
সকল জীবের দৈহিক কাঠামোর মূল উপাদান। তাদের এ
মতবাদকে কোষ মতবাদ বা কোষতত্ত্ব বলে।
08. Cytology শব্দটি কিভাবে উৎপত্তি ঘটে?
উত্তর : গ্রিক শব্দ Cytos অর্থ ফাঁকা এবং 'logos অর্থ আন
এই দুটি শব্দ একত্রে Cytology গঠিত।
০৫) ক্রোমোজোম তত্ত্ব কে প্রবর্তন করেন?
উত্তর : ওয়াল্টার এস. সাটন (Walter S. Sutton) ১৯০২
সালে ক্রোমোজোম তত্ত্ব প্রবর্তন করেন
০৬. . জটিল অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন?
উত্তর : ১৬৭৪ সালে, অ্যান্টনী-ভন-লিউয়েনহুক নামক বিজ্ঞানী।
০৭.১৯০৭ সাইটোলজির জনক বলা হয় কাকে?
অথবা, Cytology-র জনক বলা হয় কাকে?
উত্তর : T. Schwann- কে Cytology-র জনক বলা হয়।
০৮. ক্রোমোজোমে জিন বিদ্যমান কে আবিষ্কার করেন?
উত্তর : ১৯১০ সালে TH. Morgan ক্রোমোজোমে জিন
বিদ্যমান আবিষ্কার করেন।
০৯. কে DNA মডেলের বর্ণনা দেন?
উত্তর : বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক ১৯৫৩ সালে DNA
মডেলের বর্ণনা দেন ।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions )
০১.কোষবিদ্যা বলতে কি বুঝ? সংক্ষেপে আলোচনা কর।
০২.কোষবিদ্যার জগতে পাঁচজন বিজ্ঞানীর অবদান উল্লেখ কর। অথবা, পাঁচজন কোষবিদের অবদান সংক্ষেপে লেখ।
০৩."সব জীবকোষই Cell, কিন্তু সব Cell জীব কোষ নয়”। -উক্তিটির তাৎপর্য যাচাই কর।
কোষতত্ত্ব সম্পর্কে কী জান?
অথবা, কোষ তত্ত্ব বলতে কী বুঝ?
০৫.ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের ব্যবহার এর ফলে কোষ তারা উৎকর্ষ লাভ করেছে"- উক্তিটির যথা
অথবা, অণুবীক্ষণ যন্ত্র বিদ্যার যে গতি হয়েছে তা ব্যাখা কর।
* গ বিভাগ: রচনা মূলক প্রশ্নাবলি(Board question)
০১.সাইটোলজির বা কোছবি বা বর্ণনা কর।
অথবা, সাইটোলজি বা কোষবিদ্যার সংক্ষিপ্ত ইতিহাস ব্যাখ্যা কর।
০২.নিয়োডোর শতাশ ও ম্যাথিয়ান জার হিডেন এর অবসান লিখ।