ছত্রাকজনিত উদ্ভিদ রোগসূমহ ।৯ম অধ্যায় ।Plant Pathology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
ছত্রাকজনিত উদ্ভিদ রোগসূমহ ।৯ম অধ্যায় ।Plant Pathology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
অধ্যায় ০৯ :ছত্রাকজনিত উদ্ভিদ রোগসূমহ
০১. চীনা বাদামের টিকা রোগ হয় কোন প্যাথোজেন যারা?
উত্তর : Cereospora personata এবং C, arachidicola নামক দুটি ছত্রাক।
০২. চীনা বাদামের বৈজ্ঞানিক নাম কি?
উত্তর : Arachis hypogaea.
০৩. ধানের কাণ্ড পচা রোগের লক্ষণ কি?
উত্তর : কাণ্ড সম্পূর্ণভাবে পঁচে যায় এবং গাছ ঢলে পড়ে। আক্রান্ত গাছ খর্বাকৃতির হয়, টিলার বেশি হয়, শীর্ষ ছোট হয়, দানা অপুষ্ট থাকে এবং ফলন কমে যায়।
০৪. পাটের কাণ্ড পচা রোগ কোন ছত্রাক দ্বারা হয়ে থাকে।
উত্তর : Macrophomina phaseolina নামক ছত্রাক দ্বারা।
০৫. পিকনিডিস্পোর কি?
উত্তর : ক্ষুদ্র, এককোষী, স্বচ্ছ কিছুটা লম্বাটে বা উপবৃত্তাকার এবং পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট।
০৬. পাটের এনথ্রাকনোজ কোন ছত্রাকের দ্বারা হয়ে থাকে?
উত্তর : Colletotricum corchorum নামক ছত্রাক দ্বারা ।
০৭. পাটের বৈজ্ঞানিক নাম কি?
উত্তর : পাটের বৈজ্ঞানিক নাম- Corehorus capsularis.
০৮. পার্টের Black band রোগ কোন ছত্রাক দ্বারা হয়ে থাকে?
উত্তর : Diplodia corchori নামক ছত্রাক দ্বারা ।
০৯. আলুর আগাম ধ্বসা রোগ কোন ছত্রাক দ্বারা হয়ে থাকে?
উত্তর : Alternaria solani নামক ছত্রাক দ্বারা ।
১০. Alternaria ছত্রাকের কনিডিয়া কেমন ধরনের?
উত্তর : কনিডিয়া গাঢ় বাদামি বর্ণের মিউরি ফরম, খাড়া ও আড়াআড়ি, উভয় প্রকার প্রাচীরযুক্ত, নিচের দিক মোটা ও আগা সরু এবং পাখির ঠোটের ন্যায়।
১১. ধান এর মরিচা রোগ সৃষ্টিকারী ছত্রাকের নাম লিখ ।
অথবা, কোন ছত্রাক দ্বারা ধানের মরিচা রোগ হয় ।
উত্তর : Uromyces appendiculatus নামক ছত্রাক দ্বারা।
১২. বীন এর মরিচা রোগের লক্ষণগুলো কি?
উত্তর : প্রথমে পাতার নিচের পিঠে সাদা বর্ণের ছোট ছোট ফুসকুঁড়ি দেখা যায় । পরে ফুসকুঁড়ি গুলো লালচে বাদামি বা মরিচ বর্ণ ধারণ করে। তীব্র আক্রমণে পাতা শুকিয়ে যায় এবং ফসল নষ্ট হয়ে যেতে পারে।
১৩. বীনের পাতার দাগ রোগের লক্ষণ কি?
উত্তর : আক্রান্ত গাছের পাতায় আঁকাবাঁকা ক্ষুদ্র ক্ষুদ্র কোণাকার গাঢ় বাদামি বর্ণের দাগ সৃষ্টি হয়।
১৪. ধানের বাদামি দাগ রোগ কোন ছত্রাক দ্বারা হয়ে থাকে?
উত্তর : Drechslera oryza নামক ছত্রাক দ্বারা ।
১৫. আখের লালপচা রোগ কোন ছত্রাক দ্বারা হয়ে থাকে?
উত্তর : Collectotichum falcatum নামক ছত্রাক দ্বারা ।
১৬. গম এর বৈজ্ঞানিক নাম কি?
উত্তর : Triticum aestivum.
১৭. গমের রাস্ট রোগের জীবাণুর নাম লিখ।
উত্তর : Puccinia recondita Roxb.
১৮. গমের Steam Rust রোগ কোন ছত্রাক দ্বারা হয়?
উত্তর : Puccinia graminis tritici নামক ছত্রাক দ্বারা।
১৯. Puccinia নামক ছত্রাকের কয়টি স্পোর বিদ্যমান?
উত্তর : পাঁচটি। যথা— (i) ইরোডোস্পোর; (ii)টিলিওস্পোর;(iii)বেসিডিওস্পোর; (iv) পিকনিওস্পোর ও (v) এসিওস্পোর ।
২০. গমের আলগা ভূষা রৌগ কোন ছত্রাক দ্বারা হয়ে থাকে?
উত্তর : Ustilago tritici নামক ছত্রাক দ্বারা।
খ-বিভাগ :
নিম্নলিখিত রোগসমূহের প্যাথোজেনের (জীবাণুর) নাম লিখ :
০১. পাটের কাণ্ড পচা রোগ (Stem rot of Jute);
০২. পাটের অ্যানথ্রাকনোজ রোগ/শুকনো পত্ররোগ (Anthracnose disease of Jute);
০৩. পাটের কালো পট্টি রোগ (Black band of Jute )
০৪. পাটের কালপট্টি রোগের রোগজীবাণুর নাম, লক্ষণ ও দমন পদ্ধতি লিখ ৷
অথবা, পাটের কালো পট্টিরোগ;
০৫. ধানের ব্লাস্ট (পাতা পোড়া) রোগ (Blast disease of Rice);
০৬.ধানের কাণ্ড পচা/গোড়া পচা রোগ (Stem rot disease of Rice);
০৭. ধানের বাদামি দাগ রোগ:
০৮. গমের কাণ্ডে মরিচা রোগ।
০৯. গমের আলগা ভূষা/ঝুল রোগ ( Loose smut disease of whate);
১০. আলুর আগাম ধ্বসা (Early blight of Potato );
১১ শিমের পাতা দাগ-পড়া রোগ (Leaf spot disease of Bean);
১২. শিমের মরিচা (Rust disease of Bean) ;
১৩. কলা গাছের পানামা রোগ (Panama disease of Banana );
১৪. চিনাবাদামের টিকা রোগ; (Tikka disease of NuNut);
১৫. ধানের ব্লাইট রোগের লক্ষণসমূহ লেখ।
১৬. নিম্নোক্ত রোগসমূহের জীবাণুর নাম লেখ ও লক্ষণ বর্ণনা কর :
(i) গোল আঙ্গুর বিলম্বিত ধ্বসা রোগ, (ii) শিমের মোজাইক রোগ ।
গ-বিভাগ :
নিম্নলিখিত রোগগুলোর প্যাথোজেনের (জীবাণুর) লক্ষণ ও দমন পদ্ধতি বর্ণনা কর।
০১. চিনাবাদামের টিক্কা রোগ (Tikka disease of Ground Nut);
০২. ধানের বাদামি দাগ রোগ (Brown spot of Rice);
০৩. ধানের কাণ্ড পচা/গোড়া পচা রোগ (Stem rot disease of Rice);
০৪. ধানের পাতা পোড়া (ব্লাস্ট) রোগ;
অথবা, ধানের পাতা ঝলসানো রোগ (Blast disease of Rice);
০৫. পাটের কাণ্ডপচা রোগ (Stem rot of jute);
০৬. পাটের অ্যানথ্রাকনোজ রোগ।
০৭. গমের রাস্ট রোগ (Rust disease of Wheat);
০৮. গমের আলগা ভূষা/ঝুল রোগ (Loose smut disease of Wheat);
০৯. আলুর আগাম ধ্বস (Early blight of Potato);
অথবা, গোল আলুর আগাম ধ্বসা রোগ;
১০. আলুর বিলম্বিত ধ্বসা (Late blight of Potato);
অথবা, গোল আলুর বিলম্বিত ধ্বসা রোগ/ 'মড়ক রোগ'।
১১. শিমের পাতা দাগ পড়া রোগ (Leaf spot disease of Bean);
১২. শিমের মরিচা (Rust disease of Bean);
১৩. কলাগাছের পানামা রোগ (Panama disease of Banana)।
১৪. নিম্নলিখিত উদ্ভিদসমূহের রোগজীবাণুর নাম, লক্ষণ ও দমন পদ্ধতি লিখ:
(ক) আখের লাল পচা রোগ;
(খ) ধানের ব্লাইট রোগ ।
১৫. পার্থক্য লিখ :
(ক) আলুর লেইট ব্লাইট ও আলুর আরলি ব্লাইট;
(খ) ডাউনি মিলডিউ ও পাউডারি মিলডিউ ।
Read more:8th chapter