ভূমিকা । ১ম অধ্যায় । Cytogenetics ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
ভূমিকা । ১ম অধ্যায় । Cytogenetics ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions )
০১. সাইটোজেনেটিক্স -এর সংজ্ঞা দাও।
অথবা, সাইটোজেনেটিক্স (Cytogenetics) কাকে বলে?
উত্তর : ক্রোমোজোমের প্রকৃতি এর রাসায়নিক ও ভৌত গঠন, সংখ্যা, সংখ্যা ও গঠনের যেকোনো রকম পরিবর্তন, বংশগতি ও বিবর্তনে এসব পরিবর্তনের প্রভাব প্রভৃতি নিয়ে আলোচনা করাকে সাইটোজেনেটিক (Cytogenetics) বলা হয় ।
০২. আধুনিক Cytogenetics এর কাজ কি?
উত্তর : প্রকৃত ক্রোমোজোম অঙ্গাণুর DNA, ব্যাকটেরিয়া প্লাজমিড এবং বিভিন্ন ধরনের বংশধারা নিয়ন্ত্রক উপাদান নিয়ে আধুনিক Cytogenetics এর কাজ।
০৩. চিরায়ত সাইটোজেনেটিক্স কি?
উত্তর : আলোক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ক্রোমোজোমের আচরণ, গঠন, সংখ্যা, জিনোম বিশ্লেষণ প্রভৃতি নিয়ে যে শাখা সৃষ্টি হয় তাকে চিরায়ত সাইটোজেনেটিক্স বলা হয়।
০৪. কৃত্রিম উপায়ে জিন মিউটেশন উৎপাদন করেন কে?
উত্তর : H.J. Muller (1927) এবং L. J. Stodler (1928)।
০৫) আণবিক সাইটোজেনেটিক্স এর উৎপত্তি হয় কবে?
উত্তর : ১৯৫৩ সালে DNA এর আণবিক গঠন আবিষ্কারের ফলে।
খ বিভাগ :
০১.কোষবিদ্যা বলতে কি বুঝ?
অথবা সাইটােজেনেটিক্স এর সংজ্ঞা দাও।
০২.সাইটোজেনেটিক্স এর প্রদান শাখাগুলো কি কি?
০৩.সাইটােজেনেটিক্স গুরত্ব আলোচনা কর।
০৪.সাইটোলজি ও সাইটোজেনেটিক্স এর পার্থক্য লিখ।
গ বিভাগ :
০১.উদাহরণসহ বংশগতিবিদ্যার ক্রমোজোম মতবাদটি লিখ।
০২.কোষবংশগতিবিদ্যায় নিচের বিজ্ঞানীদের অবদান লিখ।
ক.Theodor
খ.W.S.Sutton
গ.T.H. Morgan
ঘ.B.Bridge
০৩.সাইটোজেনেটিক্স এর পরিসর লিখ।