Plant Pathology প্রশ্নব্যাংক। জাতীয় বিশ্ববিদ্যালয় (অনার্স ৩য় বর্ষ উদ্ভিদবিজ্ঞান পরীক্ষা ২০১৭)
Plant Pathology প্রশ্নব্যাংক। জাতীয় বিশ্ববিদ্যালয় (অনার্স ৩য় বর্ষ উদ্ভিদবিজ্ঞান পরীক্ষা ২০১৭)
জাতীয় বিশ্ববিদ্যালয়
বিএসসি অনার্স ৩য় বর্ষ বিষয় : উদ্ভিদবিজ্ঞান
কোর্স শিরোনাম : Plant Pathology
কোর্স কোড:233009
১.ক)রোগ লক্ষন কী?
খ) অ্যাপ্রোসোরিয়াম কী?
গ)বীজেরোগতত্ত্বের জনক কে?
ঘ) সুপ্তিকাল কী?
ঙ) ইনোকুলাম কী?
চ)সিস্টেমিক রোগের সংজ্ঞা দাও?
ছ) পরজীবিতা কী?
জ) উদ্ভিদরোগ পূর্বাভাসের সংজ্ঞা দাও?
ঝ) একটি এককোষী বাধ্যতামূলক পরজীবিতার নাম লিখ?
ঞ) IPM এর পূর্ণরুপ লিখ?
ট) বোর্দোমিশ্রণ কী?
ঠ)ক্যাংকার কী?
খ-বিভাগ
২। সংক্রামক ও অসংক্রামক রোগের পার্থক্য লিখ ।
৩। নিম্নোক্ত রোগসমূহের রোগ জীবাণুর নাম লিখ
(ক) চিনাবাদামের টিক্কা রোগ;
(খ) ঢেঁড়সের শিরা স্বচ্ছতা রোগ;
(গ) ধানের বাদামি দাগ রোগ;
(ঘ) গমের কাণ্ডে মরিচা রোগ ।
৪। ভাইরাস কর্তৃক সৃষ্ট রোগের লক্ষণগুলো লিখ।
৫। উদ্ভিদরোগের পূর্বাভাস প্রদানের পদ্ধতিগুলো আলোচনা কর।
৬। বীজশোধন সম্পর্কে লিখ ।
৭। উদ্ভিদরোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার শ্রেণিবিন্যাস কর।
৮। উদ্ভিদরোগ সৃষ্টিতে টক্সিনের ভূমিকা লিখ ।
৯। পাটের কালপট্টি রোগের রোগজীবাণুর নাম, লক্ষণ ও দমন পদ্ধতি লিখ। নং
[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
গ-বিভাগ
১০। একটি অজানা রোগ নির্ণয়ার্থে তুমি কি পদক্ষেপ নিবে তা বর্ণনা কর ।
১১। উদ্ভিদরোগ বিকাশের পর্যায়গুলো বর্ণনা কর।
১২। গঠনগত প্রতিরোধ কাকে বলে? পরজীবী প্রতিরোধ পোষকের সংক্রমণ পরবর্তী গঠনগত প্রতিরোধ ব্যবস্থা বর্ণনা কর ।
১৩। উদ্ভিদরোগ দমনে জৈবিক নিয়ন্ত্রণ পদ্ধতি আলোচনা কর।
১৪। কপার ও সালফার গঠিত দু'টি করে ছত্রাকবারকের প্রস্তুতপ্রণালি ও ব্যবহার লিখ।
১৫। নিম্নলিখিত উদ্ভিদরোগসমূহের রোগ জীবাণুর নাম, লক্ষণ ও দমন পদ্ধতি লিখ
(ক) পাটের কাণ্ড পচা রোগ
(খ) সিমের মোজাইক রোগ ।
১৬। বীজবাহিত রোগের লক্ষণ ও ভূমিকা লিখ ।
১৭। টীকা লিখ (যেকোনো দু'টি ) :
(ক) উদ্ভিদ সংগনিরোধ
(খ) কলাগাছের গুচ্ছমাথা রোগ;
(গ) লেবুর ক্যাংকার রোগ।
আরো পড়ুনঃ