প্রত্নপরাগরেণুবিদ্যা।৫ম অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
প্রত্নপরাগরেণুবিদ্যা।৫ম অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
অধ্যায় ০৫- প্রত্নপরাগরেণুবিদ্যা
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :
০১-প্রত্নপরাগরেণুবিদ্যা (Palaeopalynology) কি?
উত্তর: পরাগবিজ্ঞানের যে শাখায় প্রত্নতাত্ত্বিক ও নৃতাত্ত্বিক, তেল ও কয়লা, খনি সম্পর্কিত, ভূতাত্ত্বিক ও জীবাশ্ম এবং উদ্ভিদ জাতিজনি সম্পর্কে আলোচনা ও গবেষণা করা হয় তাকে প্রত্নপরাগরেণুবিদ্যা (Palaeopalynology) বলে।
০২-মাইক্রোফসিল কী?
উত্তর: মাইক্রোফসিল (Microfossil) হলো Palaeopalynology র প্রধান উপকরণ।
০৩. প্রত্নপরাগরেণুকে কয়টি মহাকালে ভাগ করা হয়?
উত্তর: তিনটি যথা- (i) Palaeozoic era
(ii) মেসোজোয়িক যুগ
(iii) সেনোজোয়িক যুগ।
০৪. জীবাশ্ম পরাগ নিয়ে কে প্রথম গবেষণা করেন?
উত্তর: Henry withan (১৮৩১) সালে।
০৫ -অণুজীবাশ্ম কি?
উত্তর: যে সকল জীবাশ্ম অতি আণুবীক্ষনিক তাকে অণুজীবাশ্ম বলে। যেমন- পরাগ ও রেণু।
০৬. Copropalynology কিভাবে উদ্ভুত হয়?
উত্তর: Copropalynology ইংরেজি শব্দ Coprolyth বা Coprolite যা গ্রীক শব্দ Kopros মল বা মল বা dung থেকে উদ্ভূত।
০৭. কার্বনিফেরাস পিরিয়ডের অধিকাংশ পরাগ রেণু কি ধরনের?
উত্তর: ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা দলের।
০৮. FFM এর পূর্ণরূপ কি?
উত্তর: FFM -এর পূর্ণরূপ হলো- Forest Fossil Map।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) :
০১. প্রত্নপরাগরেণু বিজ্ঞান কি?
০২. প্রত্ন পরাগরেণু বিজ্ঞানের নীতিমালাসমূহ লিখ।
০৩-প্রত্নপরাগরেণুবিজ্ঞানের উৎপত্তি ও এর ক্রমবিকাশ ধারা ব্যাখ্যা কর।
০৪-প্রত্নপরাগ রেণুবিদ্যার প্রয়োগ ও ব্যবহার লিখ।
০৫. প্রত্ন পরাগরেণু বিজ্ঞানের গুরুত্ব সম্পর্কে লিখ।
০৬-প্রত্নপরাগ বিজ্ঞানের উদ্দেশ্য আলোচনা কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Board Questions):
০১. প্রত্ন পরাগরেণু বিজ্ঞানের পরিধি আলোচনা কর।
০২-প্রত্নপরাগরেণুবিদ্যায় অণুজীবাশ্ম ও ভূতত্ত্বের সম্পর্ক ব্যাখ্যা কর।
০৩-অণুজীবাশ্ম কি? অণুজীবাশ্য গবেষণার কি কি গুরুত্বপূর্ণ দিক আছে এবং তার তাত্ত্বিক ও ব্যবহারিক দিক আছে?
০৪- নিম্নলিখিত বিষয়গুলোর উপর Paleopalynology সম্পর্কে আলোকপাত কর। (ক) মূলনীতিসমূহ, (খ) জীবাশ্মবিদ্যা ও প্রত্নতাত্ত্বিক বিদ্যার সঙ্গে সম্পর্ক,
গ) Vegetation (উদ্ভিদরাজি) এর পুনর্গঠন,
ঘ) মেসোজোয়িক ও সিনোজোয়িক যুগে পরাগরেণুর চিহ্ন।
১৪-প্রত্ব-পরাগরেণু বিষয়ক উপাত্ত সংগ্রহের জন্য নিম্নোক্ত কৌশলসমূহ আলোচনা কর:
(ক) কয়লা ও তেল খনিজ স্তর; (খ) পিট ও কর্দমাক্ত পলি।
Read more:4th chapter