Plant Physiology and Plant Nutrition প্রশ্নব্যাংক। জাতীয় বিশ্ববিদ্যালয় (অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান পরীক্ষা ২০১৭)
Plant Physiology and Plant Nutrition প্রশ্নব্যাংক। জাতীয় বিশ্ববিদ্যালয় (অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান পরীক্ষা ২০১৭)
জাতীয় বিশ্ববিদ্যালয়
বিএসসি অনার্স ৩য় বর্ষ বিষয় : উদ্ভিদবিজ্ঞান
কোর্স শিরোনাম : Plant Physiology and Plant Nutrition
কোর্স কোড: ২৩৩০০৩
(খ) কলয়েড অবস্থা কী?
(গ) সংশক্তি মতবাদ কী?
(ঘ) ফটোফসফোরাইলেশন কী?
(ঙ) CAM এর পূর্ণনাম লিখ।
(চ) শ্বসনিক হার বলতে কি বুঝ?
(ছ) প্রাকৃতিক অক্সিন কী? উদাহরণ দাও?
(জ) অধিষ্ঠিত দিবাদৈর্ঘ্য কী?
(ঝ) বীজের সজীবতা বলতে কি বুঝ?
(ঞ) বৃহৎ পুষ্টি বলতে কী বুঝ? উদাহরণ দাও ।
(ট) ক্যাটায়ন এক্সচেঞ্জ থিওরী কী?
(ঠ) সিমপ্লাস্টিক পাথওয়ে কী?
খ-বিভাগ
২.ওয়াটার পটেনশিয়াল ও অসমোটিক পটেনশিয়াল এর মধ্যে পার্থক্য লিখ।
৩._ATP এবং NADP কী? উদ্ভিদকোষে এরা কি ভূমিকা পালন করে?
৪.শ্বসনের প্রান্তীয় জারণ ব্যাখ্যা কর ।
৫.উদ্ভিদ হরমোন, খনিজ পুষ্টি এবং জৈব পুষ্টির মধ্যে পার্থক্য কী?
৬.উদ্ভিদের পুষ্পায়নের ওপর আলোক ও অন্ধকার দশার গুরুত্ব লিখ।
৭.উদ্ভিদের অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টির বৈশিষ্ট্য কী কী? উদাহরণসহ ব্যাখ্যা কর ।
৮.অ্যানায়ন শ্বসন মতবাদটি ব্যাখ্যা কর।
গ-বিভাগ
১০। রাসায়নিক বিক্রিয়াসহ TCA চক্র বর্ণনা কর।
১১.উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে পাঁচটি ক্ষুদ্রতম পুষ্টির সাধারণ কার্যাবলি উল্লেখ কর।
১২। ফটোফসফোরাইলেশন কী? ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ার বিবরণ দাও।
১৩। উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে অক্সিন, জিবেরেলিন এবং সাইটোকাইনিনের শরীরতাত্ত্বীক ভূমিকা বর্ণনা কর।
১৪। (ক) অধিষ্টিত ফটোপিরিয়ড বিষয়টি ব্যাখ্যা কর।
(খ) ভার্নালাইজেশন পদ্ধতির বর্ণনা দাও।
১৫। (ক) বীজের সুপ্তাবস্থা ভাঙনের উপাসমূহ বর্ণনা কর।
(খ) সেনেসেন্স কী? এর প্রকারভেদ ও কারণসমূহ উল্লেখ কর ।
১৬। টীকা লিখ :
(ক) ফ্লোরিজেন ও ভার্নালীন;
(খ) ফার্মেন্টেশন
(গ) বীজের জীবনীশক্তি ।