লিঙ্গ নির্ধারন।৬ষ্ঠ অধ্যায় ।Genetics( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

লিঙ্গ নির্ধারন।৬ষ্ঠ অধ্যায় ।Genetics( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

লিঙ্গ নির্ধারন।৬ষ্ঠ অধ্যায় ।Genetics( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
লিঙ্গ নির্ধারন।৬ষ্ঠ অধ্যায় ।Genetics( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অধ্যায় ০৬ ( লিঙ্গ নির্ধারন): 

ক বিভাগ : 

০১ লিঙ্গ নির্ধারণ বলতে কি বুঝ?

অথবা, লিঙ্গ নির্ধারণ (Sex determination) কাকে বলে?

উত্তর : যে প্রক্রিয়ায় কোন জীব Male sex বা Femalesex এর অধিকারী হয় সেই প্রক্রিয়াকে লিঙ্গ নির্ধারণ(Sex determination) বলে।

 ০২. লিঙ্গ নির্ধারণ সম্পর্কিত মতবাদগুলোর নাম লিখ।

উত্তর : লিঙ্গ নির্ধারণ সম্পর্কিত মতবাদগুলো হচ্ছে-

(ক) ক্রোমোজোমীয় মতবাদ,

(খ) জিন ভারসাম্য মতবাদ ও

(গ) পরিবেশীয় প্রভাবজনিত মতবাদ।

০৩. ক্রোমোজোমীয় লিঙ্গ নির্ধারণ (Chromosomal sex determenation) কি?

উত্তর : নির্দিষ্ট ক্রোমোজমে অবস্থিত জিনসমূহ দ্বারা প্রধানত যৌনতা নির্ধারিত হয় বলে এ প্রক্রিয়াকে Chromosomalsex determination বলা হয়।

০৪. মানুষের Sex chromosome কত জোড়া ও কী কী? 

উত্তর : মানুষের Sex chromosome একজোড়া। পুরুষXY এবং মহিলায় XX

০৫. লিঙ্গ সংযুক্ত বংশগতি কাকে বলে?

উত্তর : Sex chromosome যদি লিঙ্গ নির্ধারণের পাশাপাশি অন্যান্য বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে এবং বংশানুসরণেভূমিকা রাখে, তাকে লিঙ্গ সংযুক্ত বংশগতি বলা হয় ।

 ০৬. গাইনাভ্রোমরফ কী? 

উত্তর : Drosophila-এর ইন্টার সেক্স মাছিগুলো স্ত্রী ও পুরুষ

উভয় চরিত্র বহন করে বলে এদেরকে গাইনাড্রোমরফ বলে।

০৭. ভুট্টার ট্যাসেল সীড কী?

উত্তর : ভুট্টার যৌনতা নির্ধারণকারী দুইজোড়া অটোজোমালজিনই প্রচ্ছন্ন হলে শীর্ষের পুরুষ ফুলের (Tassel এর)স্থলে ফুল, তথা দানা সৃষ্টি হয়, একেই ভুট্টার ট্যাসেলসীড (Tassel Seed) বলে ।

০৮. হলড্রিক জিন বলতে কী বুঝ? 

অথবা, হলাট্রিক জিন কি?

উত্তর : যে সমস্ত জিনে Y ক্রোমোজমের সুনির্দিষ্ট নন-হোমোলোগাস অঞ্চলে অবস্থান করে, তাদেরকে হলান্ডিক জিন বা Y-linked জিন বলে; যেমন- মানুষেরলোমশ কানের জিন।

 ০৯. জেনেটিক ভিত্তি কি?

উত্তর : অটোজমের জিন দ্বারা যৌনতা নির্ধারণে প্রক্রিয়াকেলিঙ্গ নির্ধারণের জেনেটিক ভিত্তি বলা হয়।

১০যৌনতা সংযুক্ত জিন কী? 

অথবা, সেক্স লিংকড (Sex-linked gene) কি?

উত্তর : যে সমস্ত জিন X-ক্রোমোজমের সুনির্দিষ্ট ননহোমোলোগাস অঞ্চলে অবস্থান করে সেসব জিনকে sex- linked gene বলে ।

১১. কয়েকটি সেক্স লিংকড (sex-linked gene) এর নাম লিখ।

উত্তর : হিমোফিলিয়া, মায়োপিয়া, রাতকানা, চোখেরবর্নান্ধতা ইত্যাদি ।

১২. কয়েকটি সেক্স লিমিটিডে বৈশিষ্ট্য (sex-limited character)এর নাম লিখ ।

উত্তর : পুরুষের দাড়ি গোফ, স্তন্যপায়ী স্ত্রীর স্তন উৎপাদন, পাখির পালক ইত্যাদি।

 ১৩. Sex Influenced character কি? 

অথবা, লিঙ্গ প্রভাবিত বৈশিষ্ট্য কি?

উত্তর : কিছু Autosomal এবং sex-linked জিন আছেযাদের ফেনোটাইপ বৈশিষ্ট, সাধারণত হোমোজাইগাসপ্রকট অবস্থায় পুরুষ ও স্ত্রীর ক্ষেত্রে প্রকাশ পায় কিন্তুহেটোরোজাইগাস অবস্থায় কেবল পুরুষে প্রকাশিত হয় এসব বৈশিষ্ট্যেকে sex - Influenced Character বলে।

খ বিভাগ : 

০১.লিঙ্গ বা জৌনতা নিধারণ প্রক্রিয়া কি? 

০২ জৌনতা সীমিত বৈশিষ্ট্য বলতে কি বুঝ?

০৩সেক্স-ক্রোমোজোম ও অটোজোম বলতে কি বুঝ? 

০৪লিঙ্গ প্রভাবিত বংশগতি উদাহরণসহ বর্ণনা কর। 

০৫সেক্স-লিঙ্কড, সেক্স-ইনফ্লুয়েন্সড ও সেক্স-লিমিটেড বৈশিষ্ট্য বলতে কী বোঝ?

০৬Sex Linked ও Sex Limited এর মধ্যে পার্থক্য লিখ । 

০৮লিঙ্গ সংযুক্ত বংশগতি ও মেন্ডেলীয় বংশগতির মধ্যে পার্থক্য লিখ। 

০৯সেক্স ক্রোমোসোম এবং অটোসোমের মধ্যে পার্থক্য লেখ।

১০ লিঙ্গ-সংযুক্ত ও লিঙ্গ-সীমিত বৈশিষ্ট্য বলতে কী বুঝ? 

অথবা, লিঙ্গ-সংযুক্ত, লিঙ্গ-সীমিত ও লিঙ্গ-প্রভাবিত বৈশিষ্ট্য বলতে কী বুঝ? উদাহরণসহ ব্যাখ্যা কর।

অথবা, যৌনতা সংযুক্ত এবং যৌনতা প্রভাবিত বৈশিষ্ট্য বলতে কী বুঝ? উদাহরণসহ ব্যাখ্যা কর ।

অথবা, যৌনতা সংযুক্ত বৈশিষ্ট্য বলতে কি বুঝ? একটি উদাহরণের সাহায্যে যৌনতা সংযুক্ত বৈশিষ্ট্যর বংশানুক্রম বর্ণনা কর।

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Board Questions ) :

০১Drosophila এর যৌনতা নির্ধারণ প্রক্রিয়া বর্ণনা কর। 

অথবা, যৌনতা বা লিঙ্গ নির্ধারণে জেনেটিক ভিত্তি মতবাদগুলো বর্ণনা কর। 

অথবা, যৌনতা বা লিঙ্গ নির্ধারণের জেনেটিক ভিত্তি বর্ণনা কর।

অথবা, লিঙ্গ নির্ধারণে জেনেটিক ব্যালেন্স মতবাদ আলোচনা কর।

০২ টীকা লিখ : 

(ক) যৌন সম্পর্কিত বৈশিষ্ট্য;

(খ) যৌন সিমীত বৈশিষ্ট্য;

(গ) যৌন প্রভাবিত বৈশিষ্ট্্য 

১২। লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমীয় মতবাদগুলো বর্ণনা কর। 

অথবা, লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমভিত্তিক পদ্ধতিসমূহ বর্ণনা কর।

অথবা, যৌনতা বা লিঙ্গ কি? লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমভিত্তিক বিভিন্ন পদ্ধতি সংক্ষেপে আলোচনা কর ।

Read more:5th chapter