বিশেষ জাতীয় ক্রোমোজোম । ৬ষ্ঠ অধ্যায় । Cytology and Cytogenetics ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
বিশেষ জাতীয় ক্রোমোজোম । ৬ষ্ঠ অধ্যায় । Cytology and Cytogenetics ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
অধ্যায় ০৬.( বিশেষ জাতীয় ক্রমােজোম)
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions ) :
০১. পলিটিন ক্রোমোজোম কী?
উত্তর : যেসব বিশেষ ধরনের ক্রোমোজোমগুলো বিশিষ্ট
তাদের পলিটিন ক্রোমোজোম বলে।
০২. পলিটিন ক্রোমোজোম-এর নামকরণ করেন কে?
উত্তর : পেইন্টার (১৯৪১)।
০৩. উদ্ভিদকোষে পলিটিন ক্রোমোজোম আবিষ্কার করেন কে?
উত্তর : Nageli (1969). .
০৪) স্যালিভারি গ্ল্যান্ড ক্রোমোজোমকে পলিটিন ক্রোমোজোম
বলা হয় কেন?
অথবা, পলিটিন ক্রোমোজোমকে লালাগ্রন্থি বলা হয় কেন?
উত্তর : লালাগ্রন্থির ক্রোমোজোমটি দেখতে বহু-সূত্রকের
ন্যায় বলে এদেরকে পলিটিন ক্রোমোজোম বলে। পেইন্টার
(১৯৪১) পলিটিন নামটি প্রবর্তন করেন ।
০৫. কোন পতঙ্গে পলিটিন ক্রোমোজোম পাওয়া যায়?
উত্তর : Chironomus, Sciara, Drosophila প্রভৃতি ।
০৬. ল্যাম্ব-ব্রাশ ক্রোমোজোমের নামকরণ কে করেন?
উত্তর : প্লেমিং নামক বিজ্ঞানী ১৮৮২ সালে উভচর প্রাণীর
ডিম্ব মাতৃকোষে ।
০৭. ল্যাম্প ব্রাশ ক্রোমোজোমের বিশেষ বৈশিষ্ট্য কি?
উত্তর : অনুপ্রস্থে বহু লুপের উপস্থিতি ।
০৮ বি-ক্রোমোজোম কী?
উত্তর : B-ক্রোমোজোম : কোনো কোনো উদ্ভিদ বা
প্রাণীর নিউক্লিয়াসে অবস্থিত স্বাভাবিক ক্রোমোজোমের
মধ্যে কিছু ব্যতিক্রমধর্মী এবং ক্ষুদ্রাকৃতির বিশেষ ধরণের
ক্রোমোজোম দেখা যায়। এদের B ক্রোমোজোম বা আনুষঙ্গিক
ক্রোমোজোম বলে।
০৯. B-Chromosome এর বিশেষ বৈশিষ্ট্য কি?
উত্তর : এরা আকারে অনেক ছোট, এদের সেট হিসেবে থাকে
না, এরা নিজেদের মধ্যে সমাযোজিত হয় না, এদের
মধ্যে সন্নিকর্ষণ স্বকীয়তা দেখা যায়, কোষ বিভাজনের
সময় এরা বিভক্ত হয় না।
১০. সিন্যাপ্টিনেমাল কমপ্লেক্স কে আবিষ্কার করেন?
উত্তর : A মোসেস (১৯৯৫) ও ফসেট (১৯৫৬) সালে
ক্রে-ফিশের শুক্রমাতৃকোষে সিন্যাপ্টিনেমাল কমপ্লেক্স
আবিষ্কার করেন ।
১১.বালবিয়ানী রিং বলতে কী বুঝ?
উত্তর : Drosophila'র শুককীটের বিকাশ পর্যায়ে পলিটিন
ক্রোমোজোমের বিশেষ ব্যান্ডে পার্শ্বীয় স্ফীতি দেখা দেয়।
এ জাতীয় বড় স্ফীতিগুলোকে বালবিয়ানী রিং বলে।
খ বিভাগ (short Questions) :
০১.বিশেষ মোনাজোম বলতে কি বুঝ?
০২.পালিটিন মোমোজোমের বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলো লিখ।
০৩.পলি টিন নোমোজোমকে কেন লালাগ্রন্হি কোমোজোম বলা হয়- ব্যাখ্যা কর।
০৪.পলিটিন ও ব্রাশ কোনোজোমের মধ্যে পার্থক্য লিখ।
০৬.বালবিয়া রিং" বলতে চিত্র সহ ব্যখ্যা কর।
গ-বিভাগ : রচনামুলক প্রশ্নাবলি (Broad Questions) :
০১ লালাগ্রন্হি ক্রমোজোমের গঠন বর্ণনা কর।
০২.B টাইপ ক্রোমোজোম কি? এর গঠন ও কাজ লিখ।
০৩ Bক্রোমোজোম কি? এর বৈশিষ্ট্য লিখ।
০৪ চিত্রসহ ল্যাম্প ব্রাশ ক্রোমোজোমের গঠন ও কাজ লিখ।
০৬ টীকা:
(ক)পলিটিন ক্রোমোজোম
(খ)B ক্রোমোজোম
(গ)ব্যান্ড ও আন্তব্যান্ড
(ঘ) ক্রোমোজোম ব্যান্ডিং