Plant Pathology প্রশ্নব্যাংক। জাতীয় বিশ্ববিদ্যালয় (অনার্স ৩য় বর্ষ উদ্ভিদবিজ্ঞান পরীক্ষা ২০২২)
Plant Pathlogy প্রশ্নব্যাংক। জাতীয় বিশ্ববিদ্যালয় (অনার্স ৩য় বর্ষ উদ্ভিদবিজ্ঞান পরীক্ষা ২০২২)
জাতীয় বিশ্ববিদ্যালয়
বিএসসি অনার্স ৩য় বর্ষ বিষয় : উদ্ভিদবিজ্ঞান
কোর্স শিরোনাম : Plant Pathology
কোর্স কোড:233009
ক-বিভাগ
(যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও)
১. ক)অসংক্রামক রোগ কী?
খ)প্যাথোজেনেসিস
(গ) MLO-এর পূর্ণরূপ লেখ ।
ঘ)ডাইনির ঝাঁটা কী?
ঙ)ইনোকুলেশন
চ)ফাঁদ শস্য বলতে কী বুঝ ?
ছ)পোষক নির্দিষ্ট টক্সিন বলতে কী বুঝ ?
জ)নেক্রেসিস কী?
(ঞ) Epiphytotic বলতে কী বুঝ?
(ট) বোর্দো মিশ্ৰণ কী?
(ঠ) কলা গাছের গুচ্ছমাথা রোগের প্যাথোজেনের নাম লেখ ।
খ বিভাগ
২.উদ্ভিদ রোগের অজীবীয় কারণসমূহ উল্লেখ কর ।
৩.প্যাথোজেনের অতিশীত ও অতিগ্রীষ্ম অতিবাহিতকরণের কৌশল বর্ণনা কর।
৪.উদ্ভিদ রোগ সৃষ্টিতে টক্সিনের ভূমিকা লেখ ।
৫.রোগের পূর্বাভাস প্রদানের মাধ্যমে কীভাবে উদ্ভিদ রোগ দমন করা যায়? ব্যাখ্যা কর।
৬. উদ্ভিদ রোগ দমনে সংগ নিরোধের ভূমিকা লেখ ।
৭. অজানা রোগ শনাক্তকরণের ক্ষেত্রে কর্কের স্বীকার্যসমূহ লেখ।
৮.পাটের কাণ্ডপচা রোগের জীবাণুর নাম, লক্ষণ ও প্রতিকার লেখ।
গ বিভাগ
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
১০। কারণ ও লক্ষণের উপর ভিত্তি করে উদ্ভিদ রোগের শ্রেণিবিন্যাস কর।
১১। উদ্ভিদ রোগতত্ত্ব Anton de Bary, P. M. A Millardet এবং Pier Antonio Micheli এর অবদান লেখ ।
১২। পার্থক্য লেখ—
(ক) প্রোটেকটান্ট ও সিস্টেমিক ছত্রাকবারক
(খ) প্যাথোটক্সিন ও ভিভোটক্সিন।
১৩। উদ্ভিদ রোগ দমনে জৈবিক রোগ নিয়ন্ত্রণ পদ্ধতি আলোচনা কর।
১৪.কপার ও জৈব সালফার গঠিত দুটি করে ছত্রাক বারকের প্রস্তুতপ্রণালি ও ব্যবহার লেখ।
১৫। বীজবাহিত রোগ দমন পদ্ধতি আলোচনা কর।
১৬। নিম্নলিখিত উদ্ভিদ রোগের জীবাণুর নাম, লক্ষণ ও দমন পদ্ধতি বর্ণনা কর :
(ক) লেবুর ক্যাংকার রোগ
(খ) ঢেঁড়সের শিরা স্বচ্ছতা রোগ ।
১৭. টীকা লেখ (যে কোনো দুটি
(ক) উদ্ভিদ রোগের গুরুত্ব
(খ) পরজীবীতা এবং রোগ সৃষ্টির ক্ষমতা
(গ) পোষক সুনির্দিষ্ট ও পোষক অনির্দিষ্ট টক্সিন।