Plant Pathology প্রশ্নব্যাংক। জাতীয় বিশ্ববিদ্যালয় (অনার্স ৩য় বর্ষ উদ্ভিদবিজ্ঞান পরীক্ষা ২০২২)

Plant Pathlogy প্রশ্নব্যাংক। জাতীয় বিশ্ববিদ্যালয় (অনার্স ৩য় বর্ষ উদ্ভিদবিজ্ঞান পরীক্ষা ২০২২)

Plant Pathology  প্রশ্নব্যাংক। জাতীয় বিশ্ববিদ্যালয় (অনার্স ৩য় বর্ষ উদ্ভিদবিজ্ঞান পরীক্ষা ২০২২)
Plant Pathlogy প্রশ্নব্যাংক। জাতীয় বিশ্ববিদ্যালয় (অনার্স ৩য় বর্ষ উদ্ভিদবিজ্ঞান পরীক্ষা ২০২২)

জাতীয় বিশ্ববিদ্যালয়
বিএসসি অনার্স ৩য় বর্ষ বিষয় : উদ্ভিদবিজ্ঞান
কোর্স শিরোনাম : Plant Pathology
কোর্স কোড:233009

ক-বিভাগ

(যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও)

১. ক)অসংক্রামক রোগ কী?

     খ)প্যাথোজেনেসিস

(গ) MLO-এর পূর্ণরূপ লেখ ।

ঘ)ডাইনির ঝাঁটা কী?

ঙ)ইনোকুলেশন

চ)ফাঁদ শস্য বলতে কী বুঝ ?

ছ)পোষক নির্দিষ্ট টক্সিন বলতে কী বুঝ ?

জ)নেক্রেসিস কী?

 (ঞ) Epiphytotic বলতে কী বুঝ?

 (ট) বোর্দো মিশ্ৰণ কী?

 (ঠ) কলা গাছের গুচ্ছমাথা রোগের প্যাথোজেনের নাম লেখ ।

খ বিভাগ

২.উদ্ভিদ রোগের অজীবীয় কারণসমূহ উল্লেখ কর ।

৩.প্যাথোজেনের অতিশীত ও অতিগ্রীষ্ম অতিবাহিতকরণের কৌশল বর্ণনা কর।

৪.উদ্ভিদ রোগ সৃষ্টিতে টক্সিনের ভূমিকা লেখ ।

৫.রোগের পূর্বাভাস প্রদানের মাধ্যমে কীভাবে উদ্ভিদ রোগ দমন করা যায়? ব্যাখ্যা কর।

৬. উদ্ভিদ রোগ দমনে সংগ নিরোধের ভূমিকা লেখ ।

৭. অজানা রোগ শনাক্তকরণের ক্ষেত্রে কর্কের স্বীকার্যসমূহ লেখ।

৮.পাটের কাণ্ডপচা রোগের জীবাণুর নাম, লক্ষণ ও প্রতিকার লেখ।

গ বিভাগ

(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)

১০। কারণ ও লক্ষণের উপর ভিত্তি করে উদ্ভিদ রোগের শ্রেণিবিন্যাস কর।

১১। উদ্ভিদ রোগতত্ত্ব Anton de Bary, P. M. A Millardet এবং Pier Antonio Micheli এর অবদান লেখ ।

১২। পার্থক্য লেখ—

(ক) প্রোটেকটান্ট ও সিস্টেমিক ছত্রাকবারক

(খ) প্যাথোটক্সিন ও ভিভোটক্সিন।

১৩। উদ্ভিদ রোগ দমনে জৈবিক রোগ নিয়ন্ত্রণ পদ্ধতি আলোচনা কর।

১৪.কপার ও জৈব সালফার গঠিত দুটি করে ছত্রাক বারকের প্রস্তুতপ্রণালি ও ব্যবহার লেখ।

১৫। বীজবাহিত রোগ দমন পদ্ধতি আলোচনা কর।

১৬। নিম্নলিখিত উদ্ভিদ রোগের জীবাণুর নাম, লক্ষণ ও দমন পদ্ধতি বর্ণনা কর :

(ক) লেবুর ক্যাংকার রোগ

(খ) ঢেঁড়সের শিরা স্বচ্ছতা রোগ ।

১৭. টীকা লেখ (যে কোনো দুটি

(ক) উদ্ভিদ রোগের গুরুত্ব

(খ) পরজীবীতা এবং রোগ সৃষ্টির ক্ষমতা

(গ) পোষক সুনির্দিষ্ট ও পোষক অনির্দিষ্ট টক্সিন।

 Read More: