প্রকৃত কোষের আনুবীক্ষনিক গঠন । ৩য় অধ্যায় । Cytology and Cytogenetics ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
প্রকৃত কোষের আনুবীক্ষনিক গঠন । ৩য় অধ্যায় । Cytology and Cytogenetics ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
অধ্যায় ৩: (প্রকৃত কোষের আনুবীক্ষনিক গঠন)
ক বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)
(০১) ফসফোলিপিড কী?
উত্তর : গ্লিসারল ও ফ্যাটি এসিডের এস্টারের সাথে ফসফোরিক এসিড এবং নাইট্রোজেন বেইস থাকলে তাকে ফসফোলিপিড বলে।
০২. কোয়ান্টোসোম কী?
উত্তর : যে সকল বস্তুসমূহ গ্রানা ও স্ট্রোমা তৈরি করে তাকে কোয়ান্টোসোম বলে।
০৩.কোষ গহ্বরের কাজ কী?
উত্তর : কোষের ভেতরের ভারসাম্য বজায় রাখে এবং কোষের ভেতরে বাতাস সঞ্চিত করে রাখে।
০৪. প্লাজমা মেমব্রেন কি?
উত্তর : কোষ প্রাচীরের নিচে এবং Cytoplasm-এর চতুর্দিকে যে সূক্ষ্ম, স্থিতিস্থাপক ও প্রভেদক ভেদ্য পর্দাটি অবস্থিত তাকে প্লাজমা মেমব্রেন বলে ।
০৫. সিন্যাপসিস কী?
উত্তর : মিয়োসিস কোষ বিভাজনের সময় দুটি
ক্রোমোজোমের অংশ বিনিময়ের সময় একে অপরের সাথে সংযুক্ত হয় যাকে সিন্যাপসিস বলে।
০৬. লিউকোপ্লাস্ট কোথায় বিদ্যমান?
উত্তর : উদ্ভিদের যেসব অঙ্গ সূর্যালোক থেকে বঞ্চিত সেসব অঙ্গের কোষে লিউকোপ্লাস্ট বিদ্যমান ।
০৭ মেটাকাইনেসিস কী?
উত্তর : কোনো কোষের মধ্যবর্তী বিভাজন প্রক্রিয়াকে মেটাকাইনেসিস বলে।
০৮. নিউক্লিওপ্লাজম কি?
উত্তর : প্রোটোপ্লাজমের যে অংশটি নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত তাকে নিউক্লিওপ্লাজম বলে ।
০৯. পেকটিন কি?
উত্তর : কোষপ্রাচীরের মধ্যপর্দায় অদ্রবণীয় ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট লবণ থাকে যাকে
পেকটিন বলা হয়।
১০. রাইবোজোম কি?
উত্তর : অমসৃণ৷ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে, নিউক্লিয়ার মেমব্রেনের গায়ে, সাইটোপ্লাজম বিক্ষিপ্ত অবস্থায় ছড়ানো গোলাকার অঙ্গাণুসমূহকে রাইবোজোম বলে।
১১. রাইবোজোম কে আবিষ্কার করেন?
উত্তর : G.E. Palade নামক বিজ্ঞানী ১৯৫৫ সালে।
১২, লাইসোজোম কি?
উত্তর : প্লাজমা মেমব্রেন,গলগিবস্তু থেকে উৎপন্ন প্যাকেট সদৃশ্য গোলাকার বা বৃত্তাকার অঙ্গাণুকে লাইসোসোম বলে।
১৩. লাইসোজোমের কাজ কি?
উত্তর : জীবাণু ভক্ষণ করা, পরিপাক ক্রিয়ায় হ
করা এবং জীবদেহের অকেজো কোষকে ফাংস করা।
১৪. লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলা হয় কেন?
উত্তর : লাইসোজোমকে 'আত্মঘাতী' বলে বা থলিকা বলা হয়. কারণ, এতে হাইড্রোলাইটিক এনজাইম থাকে,যেগুলো বিমুক্ত হয়ে পড়ে এবং কোষসমূহ ধ্বংস হয়ে যায়। সেই জন্য লাইসোজোমকে কোষের আযাত্রী
বলে বা থলিকা" বলা হয়।
১৫. নিউক্লিয়াস কি?
উত্তর : প্রকৃত কোষের সাইটোপ্লাজমে অবস্থিত সবচেয়ে গাঢ়, অস্বচ্ছ, গোলাকার সজীব অংশকে নিউক্লিয়াস বলে।
১৬. নিউক্লিয়াস কে আবিষ্কার করেন। ১৯%
উত্তর : ইংরেজ বিজ্ঞানী রবার্ট ব্রাউন ১৮৩১ সালে।
১৭. নিউক্লিওলাস কি?
উত্তর : নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র, গোলাক
উজ্জ্বল ও অপেক্ষাকৃত ঘন বস্তুটিকে নিউক্লিওলাস বলে।
১৮প্লাজমোডেসমাটা কী?
উত্তর : অতিসূক্ষ্ম সাইটোপ্লাজমীর সূত্র দ্বারা একটি কোষের প্রোটোপ্লাস্ট পার্শ্ববর্তী অপর কোষের সাথে সংযুক্ত থাকাকে প্লাজমোডেসমাটা বলে।
১৯.প্লাজমোডেসমাটার কাজ কি?
উত্তর : কোষের মধ্যে বহিঃ ও অন্তঃউদ্দীপনা পরিব
করা প্লাজমোডেসমাটার কাজ।
২০. ক্রোমোজোম প্লিজ ।
অথবা ক্রোমাটিন কাকে বলে।
উ : নিউক্লিওপ্লাজমের ভাসমান অবস্হায় বিদ্যমান
পাঠানো সুজার মতো গানটিকে ক্রোমাটিন বা ক্রোমাটিন
যন্ত্র বা ক্রোমোজোম প্লিজ বলে।
২১.মিডলামেশা কি?
উত্তর : মুটি সংলগ্ন কোষের প্রাচীরের মতবর্তী স্তানে
উৎপন্ন প্রাচীর বা ল্যামেলাকে মিডল ল্যামেলা বলে।
খবিভাগ। সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)
০১.ক্লোরোপ্লাস্ট এর কাজ উল্লেখকর।
০২. মাইটোকন্ডিয়া কি? এর কাজ উল্লেখ কর।
০৩.কোষ পর্দার কাজ লিখ।
অথবা, কোন প্রাচীরের কাজ লিখ।
০৪ গজলি বডির কাজ লিখ।
0৫.রাইবোজোমের ভূমিকা সম্পর্কে লিখ।
০৬.রাইবোজোম ও ক্লোরোপ্লাস্টের কাজ উল্লেখ কর।
০৭. চিহ্নিত চিত্রসহ নিউক্লিও পর্দার সুক্ষগঠন বর্ণনা কর।
০৮.রাইবোজোম ও লাইসোজোমের পার্থক্য লেখ।
গ বিভাগ:রচনামুলক প্রশ্নাবলি
০১.নিউক্লিয়াসের গঠন ও কাজ সম্পর্কে বিস্তারিত বর্ণনা দাও।
অথবা, বিভিন্ন প্রকার নিউক্লিয়াসের গঠন ও কাজ চিত্রসহ বর্ণনা কর।
অথবা, নিউক্লিয়াসকে কেন কোষের প্রাণকেন্দ্র' বলা হয়? নিউক্লিয়াসের বিভিন্ন অংশের বর্ণনা লেখ।
অথবা, নিম্নোক্ত শিরোনামে নিউক্লিয়াস বর্ণনা কর :
(i) উৎপত্তি,
(ii) রাসায়নিক উপাদান,
(iii) সূক্ষ্ম গঠন ও
(iv) কার্যাবলি ।
০২কোষপ্রাচীরের আণুবীক্ষণিক গঠন, রাসায়নিক উপাদানসমূহ ও কার্যাবলি বর্ণনা কর।
০৪.বিভিন্ন ধরনের প্লাস্টিডের সূক্ষ্ম গঠন টিয়াহ বর্ণনা কর।
০৫.এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর গঠন, প্রকাশান ও কাজ সম্পর্কে বিস্তারিত বর্ণনা দাও।
গলজি বডি-এর আকার, আকৃতি, গঠন ও কাজ বর্ণনা করু।
(ক) মাইট্রোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউজ বলা হয়?
অথবা, মাইটোকন্ড্রিয়াকে কোষের “শক্তিঘর” বা "Power house " বলা হয় কেন?
(খ) চিহ্নিত চিত্রসহ মাইটোকন্ড্রিয়া-এর সুক্ষ্ম গঠন বর্ণনা কর।
অথবা, চিহ্নিত চিত্রসহ মাইটোকন্ড্রিয়ার অতি আণুবীক্ষণিক গঠনের বর্ণনা দাও।
অথবা, মাইটোকান্ড্রিয়ার গঠন ও কাজ চিত্রসহ বর্ণনা কর।
টীকা লিখ :
(ক) রাইবোজোম,
(খ) গলগি বডি বা বস্তু ও
(গ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ।
(ঘ) কোষ প্রাচীর
২০২২ সালের পরীক্ষায় যা এসেছিল-
১৭। টীকা লিখ : (খ) ক্লোরোপ্লাস্টের সূক্ষ্ম গঠন
অথবা, চিহ্নিত চিত্রসহ ক্লোরোপ্লাস্ট-এর সূক্ষ্ম গঠন বর্ণনা কর ।
অথবা, ক্লোরোপ্লাস্টের সূক্ষ্ম গঠন চিত্রসহ বর্ণনা কর।
অথবা, চিহ্নিত চিত্রসহ ক্লোরোপ্লাস্ট এর সূক্ষ্ম গঠন বর্ণনা কর। ক্লোরোপাস্ট এর রাসায়নিক উপাদান ও কার্যাবলি লেখ।