উদ্ভিদ সংরক্ষণ পদ্ধতি ও সংরক্ষণের ধরন। ৭ম অধ্যায়। Biodiversity and Evolution ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
উদ্ভিদ সংরক্ষণ পদ্ধতি ও সংরক্ষণের ধরন। ৭ম অধ্যায়। Biodiversity and Evolution ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
৭ম অধ্যায়:- উদ্ভিদ সংরক্ষণ পদ্ধতি ও সংরক্ষণের ধরন
ক-বিভাগ
উত্তর: সংরক্ষণ হলো পরিবেশকে এমন এক ব্যবস্থাপন করার দিক নির্দেশনা বা নীতিমালা যা কোনো বস্তুকে বা এর উৎস নিম্নত্ব বা ধাংস বা সম্পূর্ণরূপে নিঃশেষ করে না।
০২.In-situ conservation বা ইন-সিন্টু সংরক্ষণ কাকে বলে?
উত্তর:- জেনে একটি প্রজাতিকে আর মুল বাসস্থানে ভেতরে সংরক্ষণ করাকে in-situ Conservation সংরক্ষণ বলে।
০৩. সমগ্র বিশ্বে National Park -এর সংখ্যা কয়টি?
উত্তর: প্রায় ১৫০৮টি।
০৪. Ex-conservation বা এক্স-টি সামন্ক্ষণ কাকে বলো?
উত্তর: জীববৈচিত্র্যের উপাদানসমূহকে তাদের মূল বাসুহানের বাইরে বাঁচিয়ে রাখাকে Ex-tu conservation বা এক্স-সিন্টু সংরক্ষণ বলে।
০৫ . BGCI এর পূর্ণরূপ কী?
উত্তর: Botanical Cedes Conservation Internazional
০৬. বীজ ব্যাংক বা জিন ব্যাংক কী?
উত্তর: বীজের সংরক্ষণাগারকে বীজ ব্যাংক বলে।
০৭. বাংলাদেশের National Botanical Garden আয়তন কত?
উত্তর: প্রায় ৮৬ হেক্টর।
০৮.বাংলাদেশের দুটি ফিল্ড জিন ব্যাংক এর উদাহরণ নাও।
উত্তর: ১. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফলের ফিল্ড জিন ব্যাংক ও ২. পাবনায় আম গবেষণা ইন্সটিটিউটে আখের ফিল্ড জিন ব্যাংক।
০৯. জাতীয় উদ্যানের কাজ কী?
উত্তর: (ক) বিনোদন, (খ) গবেষণা ও (গ) শিক্ষা।
১০. National Park বা জাতীয় উদ্যান কী?
উত্তর: প্রাকৃতিক বাস্তুতন্ত্র ও বারতন্ত্রের মধ্যে বৈচিত্র্যপূর্ণ বাস্তু সংক্রান্ত সম্পদের সর্বাঙ্গীণ রক্ষার জন্য জীবজন্ত ও গাছপালার বিশাল আয়তনের সংরক্ষিত প্রকৃতিকে জাতীয় উদ্যান বলে।
১১. বাংলাদেশে জাতীয় উদ্যানের সংখ্যা কয়টি?
উত্তর: বাংলাদেশে জাতীয় উদ্যানের সংখ্যা ৯টি।
১২.ইকোপার্ক (Eco-Park)
উত্তর: একটী প্রাকৃতিক শোভামচির এগাবা যেখানে। পাটিকরা প্রকৃতি বান্ধব পরিবেশে নান্দনিক সৌন্দর্য উপযোগ করতে পারবে এবং এক সাথে উক্ত এলাকার জীব বৈচিত্র সংরক্ষিত হবে তাকে ইকোপার্ক বলে।
১৩. বাংলাদেশে ইকোপার্ক (Eco-park)-এর সংখ্যা কয়টি?
উত্তর: বাংলাদেশে ইকোপার্ক (Eco-park)-এর সংখ্যা ৭টি।
১৪.সাফারি পার্ক কী?
উত্তর: সাফারি পার্ক হালা চতুর্দিকে প্রাচীর বেষ্টিত এমন একটি এলাকা যায় অভান্তয়ে ছোট আকায়ের বেষ্টনীতে প্রাণীসমূহ রাখা হয়।
১৫.অভয়ারণ্য কী?
উত্তর: যখন কোনো এলাকা বন্যপ্রাণী শিকার, গুলি করা ও ধরা নিবিদ্ধ হয় এবং প্রাকৃতিক বন্যপ্রাণী তথ্য সব প্রাকৃতিক সম্পদ যেমন- উদ্ভিদ মাটি ও পানি রক্ষণের জন্য শান্ত প্রজনন ক্ষেত্র হিসেবে ঘোষিত হয় তখন তাকে অভয়ারণ্য বলে।
১৭. পৃথিবীতে প্রকৃত ম্যানগ্রোভ প্রজাতির সংখ্যা কতটি?
উত্তর: পৃথিবীতে প্রকৃত ম্যানগ্লোক প্রজাতির সংখ্যা প্রায় ৭০টি।
১৮. বাংলাদেশে মোট সংরক্ষিত এলাকার সংখ্যা কয়টি?
উত্তর: ১৭টি। (১টি প্রস্তাবিত)
১৯. ইনভিট্রো সংরক্ষণ কী?
উত্তর: যে পদ্ধতির মাধ্যমে উদ্ভিদের টিস্যুকে সাধারণও ভালোসে রূপান্তরিত করার মাধ্যমে সংরক্ষণ করছে ইনভিট্রো সংরক্ষণ বলে।
২০. নবায়নযোগ্য সম্পদ কাকে বলে?
উত্তর: যেসব সম্পদ বার বার ব্যবহার করলেও পারদ ও নিঃশেষ হয় না তাদেরকে নবায়নযোগ্য সম্পদ হলে।
খ-বিভাগ
০১. In-situ& Ex-situ সংরক্ষণ বলতে কী বুঝা?
অথবা, ইনসিটু ও এক্সসিট সংরক্ষণ কাকে বলে?
০২. In-situ সংরক্ষণের সুবিধা ও অসুবিধাগুলো লিখ।
অথবা, ইনসিট সংরক্ষণের সুবিধাগুলো লিখ।
০৩. ইকোপার্ক ও সাফারি পার্ক বলতে কী বুঝ?
০৪. বীজ ব্যাংক ও মাঠ জিন ব্যাংক বলতে কি বুঝ?
গ-বিভাগ
০১. সংক্ষেপে বিভিন্ন ধরনের জীববৈচিত্র্য সংরক্ষণ আলোচনা কর।
অথবা, জীববৈচিত্র্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি বর্ণনা কর।।
অথবা, বিভিন্ন প্রকার এক্সসিস্ট্রট ও ইনসিন্টু সংরক্ষণ পদ্ধতি আলোচনা কর।
০২.জীববৈচিত্র্য সংরক্ষণে ইনসিটু পদ্ধতিগুলো বর্ণনা কর।
অথবা, In-situ সংরক্ষণ কী? In-sau সংরক্ষণ পদ্ধতি বর্ণনা কর।
অথবা, বাংলাদেশে সংরক্ষিত-in-situ এলাকাসমূহের বিবরণ দাও।
০৩.সংক্ষেপে টীকা লিখ।
(ক) উদ্ভিদ উদ্যান (Botanical Garden)
(খ) জাতীয় উদ্যান (National Park)
(গ) ইকোপার্ক (Eco-park)
(ঘ) সীড ব্যাংক (Seed Bank)
(ঙ) Field Grene Bank
(৪) ইন-সিন্টু সংরক্ষণ ( In-situ Conservation ) (হ) এক্স-সিটু সংরক্ষণ (Ex-situ Conservation