পরিব্যক্তি প্রজননবিদ্যা । ৯ম অধ্যায়। Plant Breeding ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

পরিব্যক্তি প্রজননবিদ্যা । ৯ম অধ্যায়। Plant Breeding ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

পরিব্যক্তি প্রজননবিদ্যা । ৯ম অধ্যায়। Plant Breeding ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
পরিব্যক্তি প্রজননবিদ্যা । ৯ম অধ্যায়। Plant Breeding ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

৯ম অধ্যায়:- পরিব্যক্তি প্রজননবিদ্যা

ক-বিভাগ 

 

০১. মিউটেশন কী? 

উত্তর : কোনো জীবের বৈশিষ্ট্যাবলির আকস্মিক পরিবর্তনকে মিউটেশন বলে।

০২. প্রাণনাশক মিউটেশনের সংজ্ঞা দাও। 

উত্তর : জীবের বংশানুরণযোগ্য আকস্মিক পরিবর্তনকে মিউটেশন বলে। যে মিউটেশনের ফলে জীবের মৃত্যু ঘটে তাকে প্রাণনাশক বা লিথ্যাল মিউটেশন বলে।

०৩. স্বতঃস্ফূর্ত মিউটেশন কী?

উত্তর : প্রকৃতিতে স্বতঃস্ফূর্তভাবে যে মিউটেশন ঘটে তাকে স্বতঃস্ফূর্ত মিউটেশন বলে।

০৪. প্রবর্তিত মিউটেশন কাকে বলে? 

অথবা, আবেশিত বা কৃত্রিম মিউটেশন কী?

উত্তর : ভৌত বা রাসায়নিক এজেন্ট প্রয়োগ করে যে মিউটেশন ঘটানো হয় তাকে আবেশিত বা প্রবর্তিত মিউটেশন বলে।

০৫. গতিপথের ভিত্তিতে মিউটেশন কত প্রকার?

উত্তর : দুই প্রকার। যথা- (i) অগ্রগামী মিউটেশন ও (i) পশ্চাৎগামী মিউটেশন।

০৬. আকারের উপর ভিত্তি করে মিউটেশন কত প্রকার।

উত্তর : দুই প্রকার। যথা- (i) ম্যাক্রোমিউটেশন ও (ii) মাইক্রোমিউটেশন।

০৭. মিউটাজেন কী?

উত্তর : যে সকল উপাদানের দ্বারা মিউটেশন আবেশিত হয় তাদেরকে মিউটাজেন বলে।

০৮. মিউটাজেন কয় প্রকার?

উত্তর : দুই প্রকার। যথা- (1) ভৌত মিউটাজেন ও

(ii) রাসায়নিক মিউটাজেন

০৯. ভৌত মিউটাজেনগুলো কী কী?

উত্তর : ভৌত মিউটাজেনগুলো হলো, রশ্মি, x-rays, 7- rays, uv- রশ্মি ইত্যাদি।

১০. রাসায়নিক মিউটাজেনগুলো কী কী?

উত্তর : রাসায়নিক মিউটাজেনগুলো হলো ক্ষারকীয় ক্ষারক সদৃশ্য বস্তু, এক্রিডিন, ডিএমিনাইটিং এজেন এন্টিবায়োটিকস ইত্যাদি ।

১১. মিউটাজেনেসিস কী?

উত্তর : একটি জীবজ উপাদানে মিউটেশন আবেশিতকরণের লক্ষ্যে তার সাথে মিউটাজেনের ব্যবহার পদ্ধতিতে মিউটাজেনেসিস বলে

১২. মিউটেশন ব্রিডিং কী? 

উত্তর : ফসল উন্নয়নের জন্য মিউটেশনকে আবেশিত কর হয় তখন মিউট্যান্টের আবিষ্টকরণ, পৃথককরণ ইত্যাদি সমগ্র কার্যাবলিকে একত্রে মিউটেশন ব্রিডিং বলে।

১৩. কার্সিনোজেন কী?

উত্তর : এটা একটি রাসায়নিক বিকিরণ রশ্মি যা ক্যান্সার রোগ সৃষ্টি করে।

১৪. জিন মিউটেশন কী? 

উত্তর : প্রাকৃতিক বা কৃত্রিম উপায়ে বিভিন্ন ভৌত রাসায়নিক উপাদান ব্যবহার করে DNA-এর বেসসমূহের অবস্থানের পরিবর্তন ঘটানো হয়, এ ধরনের মিউটেশনকে জিন মিউটেশন বলে।

১৫. টটোমারিজম কাকে বলে? 

উত্তর : কোনো একটি নির্দিষ্ট কার্যকরী মূলক সমন্বিত জৈব যৌগ স্বঃস্ফূর্তভাবে ভিন্ন কার্যকরী মূলক সমন্বিত যৌগে পরিণত হলে এবং তাদের মধ্যে গতি বিরাজ করলে একে টটোমারিজম বলে।

১৬. ক্রোমোজনীয় মিউটেশনের সংজ্ঞা দাও।

উত্তর : ক্রোমোজোমীয় মিউটেশন হলো ডিএনএ-তে ঘটে যাওয়া এক প্রকার পরিবর্তন বা ক্রোমোজোমের গঠন বা সংখ্যাকে প্রভাবিত করে।

 

খ-বিভাগ 

 

০১. মিউটেশন ও মিউটেশন ব্রিডিং বলতে কী বুঝ? 

০২. কোন পরিস্থিতিতে মিউটেশন ব্রিডিং সম্পাদন করা হয়? 

০৩. মিউটেশন ব্রিডিং-এর সুফলসমূহ লিখ। 

অথবা, মিউটেশন ব্রিডিং এর সুফলসমূহ বর্ণনা কর।

অথবা, কৃষি উন্নয়নে মিউটেশন ব্রিডিং-এর সফলতা বর্ণনা কর।

০৪. ভৌত মিউটাজেন ও রাসায়নিক মিউটাজেনের মধ্যে পার্থক্য লিখ।

০৫. জিন মিউটেশন ও ক্রোমোজোমাল মিউটেশনের মধ্যে পার্থক্য লিখ। 

০৬. নিউটেশন ব্রিডিং এর সীমাবদ্ধতা কী? 

অথবা, মিউটেশন ব্রিডিং এর সীমাবদ্ধতাগুলো উল্লেখ কর।

অথবা, নিউটেশন ব্রিডিং এর সুবিধা ও সীমাবদ্ধতা বর্ণনা কর।

 

গ-বিভাগ 

০১. মিউটেশন বা পরিব্যক্তি কী? এর শ্রেণিবিন্যাস বর্ণনা কর । 

০২. উদ্ভিদ প্রজননবিদ্যায় পরীক্ষার জন্য কোন কোন মিউটাজেনসমূহ ব্যবহার করা হয়। 

০৩. মিউটেশন ব্রিডিং যারা কোন একটি জাতের উন্নয়ন পদ্ধতি বর্ণনা কর। 

অথবা, পরিব্যক্তি কী? ফনল উন্নয়নে ব্যবহৃত আবিষ্ট পরিবাতি কৌশল বর্ণনা কর।

০৪. মিউটেশন ব্রিডিং কী? উহার গুরুত্ব ও ব্যবহার আলোচনা কর। টি। 

অথবা, শস্য উন্নয়নে কৃত্রিম মিউটেশনের ভূমিকা বর্ণনা কর।

০৫. মিউটাজেন কী? বিভিন্ন প্রকার মিউটাজেন এর নাম এবং এদের কর্মকৌশল বর্ণনা কর। 

অথবা, ভৌত ও রাসায়নিক মিউটাজেনের কর্মকৌশল বর্ণনা কর।

অথবা, বিভিন্ন প্রকার মিউটাজেনের বর্ণনা দাও।

অথবা, মিউটেশন ব্রিডিং-এর কার্যপ্রণালি বর্ণনা কর।

০৬. টীকা লিখ:

(i) জিন মিউটেশন 

(ii) মিউটেশন ব্রিডিং। 

(iii) মিসিং লিংক 

(iv) হিম সংরক্ষণ :

Read more: 8th chapter