প্যাথোজেনের বিরুদ্ধে পোষকের প্রতিরোধ ।৬ষ্ঠ অধ্যায় ।Plant Pathology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
প্যাথোজেনের বিরুদ্ধে পোষকের প্রতিরোধ ।৬ষ্ঠ অধ্যায় ।Plant Pathology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
অধ্যায় ০৬ :প্যাথোজেনের বিরুদ্ধে পোষকের প্রতিরোধ
০১. Host structural defense বা পোষকের গঠনগত প্রতিরোধ কি?
উত্তর : উদ্ভিদের গঠনগত বৈশিষ্ট্য যা ভৌত বাধা হিসেবে প্যাথোজেন প্রবেশ ও বিস্তার রোধ করে তাকে Host Structural defense পোষকের গঠনগত প্রতিবোধ বলে।
০২. কিউটিকল কি?
উত্তর : উদ্ভিদের ত্বকের উপরে মোম ও কিউটিনের যে আবরণ থাকে তাকে কিউটিকল বলে।
০৩. After infection defence structure-গুলো কি কি?
উত্তর : কর্ক স্তর, মোচনন্তর, ইলোসিস, হাইফার চর্তুদিক আবরণ সৃষ্টি, সাইটোপ্লাজমের প্রতিরক্ষা ইত্যাদি।
০৪. Bio-chemical defence কি?
উত্তর : এক বা একাধিক সুনির্দিষ্ট জৈব রাসায়নিক পদার্থের অনুপস্থিতি বা উপস্থিতি বা সৃষ্টির মাধ্যমে পোষক উদ্ভিদ যে প্রক্রিয়ায় রোগ প্রতিরোধ করে তাকে Bio-chemical defence বলে।
০৫. মোচন স্তর কি?
উত্তর : উদ্ভিদের রোগ প্রতিরোধে যে স্তর ব্যবহৃত হয় তাকে মোচন স্তর বলে।
০৬. সাধারণ ফেনলিন যৌগ কোথায় সৃষ্টি হয়?
উত্তর : প্যাথোজেন কর্তৃক বা প্রাকৃতিক কারণে পোষকদেহে ক্ষত সৃষ্টি হলে ক্ষতের চতুর্দিকে বিভিন্ন ধরনের ফেনলিক যৌগ সৃষ্টি হয়।
খ-বিভাগ:
০১. প্যাথোজেনের বিরুদ্ধে উদ্ভিদের প্রতিরোধ কী?
০২. প্যাথোজেনের প্রতি পোষকের প্রতিরোধ পূর্ব থেকে বিদ্যমান গঠনগত বৈশিষ্ট্যগুলো লিখ।
০৩. উদ্ভিদের রোগ প্রতিরোধে গঠনগত প্রতিরোধ কৌশল বা ব্যবস্থা বর্ণনা কর।
০৪. প্যাথোজেন বিরোধী রাসায়নিক বস্তু প্রয়োগ পদ্ধতি বর্ণনা কর।
০৫. জীবাণুর বিরুদ্ধে উদ্ভিদের রোগ প্রতিরোধ বলতে কী বুঝ?
গ-বিভাগ
০১. উদ্ভিদের সক্রিয় প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত লিখ।
০২. পোষক উদ্ভিদের সংক্রমণ পূর্ববর্তী গঠনগত প্রতিরোধ ব্যবস্থা বর্ণনা কর।
০৩. প্যাথোজেন দ্বারা আক্রান্ত হওয়ার পর পোষক দেহের গঠনগত প্রতিরোধ কৌশল বর্ণনা কর।
অথবা, পরজীবী প্রতিরোধে পোষকের সংক্রমণ পরবর্তী গঠনগত প্রতিরোধ ব্যবস্থা বর্ণনা কর ।
অথবা, গঠনগত প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে পরজীবী প্রতিরোধ পোষকের সংক্রমণ পরবর্তী গঠনগত প্রতিরোধ ব্যবস্থা বর্ণনা কর।
অথবা, পরজীবী প্রতিরোধে পোষকের দেহে রোগ জীবাণু সংক্রমণ পরবর্তী বিভিন্ন গাঠনিক প্রতিরোধ ব্যবস্থা বর্ণনা কর।
অথবা, পরজীবী প্রতিরোধে পোষক উদ্ভিদের গাঠনিক প্রতিরোধ কৌশলসমূহ বর্ণনা কর।
০৪. উদ্ভিদের নিষ্ক্রিয় প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত লেখ।
অথবা, পরজীবী প্রতিরোধে পোষকের গাঠনিক এবং জৈব রাসায়নিক নিষ্ক্রিয় প্রতিরোধ কৌশলসমূহ বর্ণনা কর।
Read more:5th chapter