ভূমিকা (Introduction)১ম অধ্যায় ।Ecology and Environment Science( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
ভূমিকা (Introduction) ।১ম অধ্যায় ।Ecology and Environment Science( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
অধ্যায় ০১ ভূমিকা (Introduction)
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions):
০১. প্ল্যান্ট ইকোলজি (Plant Ecology) কী?
উত্তর: উদ্ভিদ ও তার পরিবেশের পারস্পরিক সম্পর্ক ও প্রভাব উদ্ভিদবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে প্ল্যান্ট ইকোলজি বলে।
০২. অট-ইকোলজির সংজ্ঞা দাও।
উত্তর: একটি মাত্র উদ্ভিদ সদস্য বা একটি মাত্র প্রজাতির সাথে পরিবেশের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে অট ইকোলজি বলে।
০৩. সিনইকোলজি বলতে কী বুঝায়?
উত্তর: একটি পরিবেশে বসবাসরত বিভিন্ন জীবগোষ্ঠীর সাথে উক্ত পরিবেশের সম্পর্ক নিয়ে আলোচনাকে সিন-ইকোলজি বলে।
০৪. বায়োম বলতে কি বুঝ?
উত্তর: জলবায়ু প্রভাবিত এক একটি বিশেষ বৈশিষ্ট্যের জীব সম্প্রদায়কে বায়োম বলে।
০৫. বায়োম ইকোলজি কী?
উত্তর: যে শাখায় একটি নির্দিষ্ট অঞ্চলের বিভিন্ন উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে সমন্বয় স্থাপিত হয় এবং এদের উপর পরিবেশের প্রভাব সম্পর্কে আলোচনা করা হয় তাকে বায়োম ইকোলজি বলে।
০৬. স্বাদু পানির পরিবেশ বিজ্ঞান (Limnology) কী?
উত্তর: মিঠা পানির জীব সম্প্রদায়ের পরিবেশীয় অবস্থা ও উৎপাদন সম্পর্কিত পরিবেশ বিজ্ঞান। এখানে শুধু পুকুর, নদী, হ্রদ, জলাশয় প্রভৃতি জলজ জীব সম্পর্কে আলোচনা করা হয়।
০৭. সামুদ্রিক পরিবেশ বিজ্ঞান (Marine-Ecology) কী?
উত্তর: সামুদ্রিক জীব সম্প্রদায়ের পরিবেশীয় অবস্থা ও উৎপাদন সম্পর্কিত পরিবেশ বিজ্ঞান। এখানে লোনা পানির জীবের সম্পর্কে আলোচনা করা হয়।
০৮. শস্য পরিবেশ বিজ্ঞান (Crop-Ecology) কী?
উত্তর: বিভিন্ন প্রকার ফসলের উপযুক্ত পরিবেশ নিয়ে সেখানে আলোচনা করা হয় তাকে শস্য পরিবেশ বিজ্ঞান বলে। অর্থাৎ ঋতু, তাপমাত্রা, আলোর আলোককাল, মাটি ইত্যাদির সাথে ফসলের সম্পর্কযুক্ত আলোচনা।
০৯. জীব সম্প্রদায় কী?
উত্তর: জীব সম্প্রদায় হলো একটি নির্দিষ্ট স্থানে এবং একই পরিবেশে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণিসমূহের প্রাকৃতিক সমাবেশ যেখানে প্রত্যেকে নিজেদের মধ্যে একে অপরের প্রতি সহনশীল, নির্ভরশীল এবং পরস্পর ক্রিয়াশীল। অর্থাৎ একটি নির্দিষ্ট স্থানে জীবসমূহের সমষ্টিগত অবস্থানকে জীব সম্প্রদায় বলে।
অসাধারণ উদ্ভিদবিজ্ঞান: সর্বশেষ চূড়ান্ত পরামর্শ (সম্মান তৃতীয় বর্ষ)
১০. Re-source-Ecology কি?
উত্তর: এটি পরিবেশ বিজ্ঞানের একটি শাখা যা বায়োস্ফিয়ার সম্পর্কিত পুনর্নবীকরণযোগ্য ও অপুনর্নবীকরণযোগ্য সম্পদ সমূহ নিয়ে আলোচনা করে।
১১. সংরক্ষণ প্রকৃতিবিজ্ঞান (Conservation Ecology) কি?
উত্তর: এটি একটি গুরুত্বপূর্ণ শাখা। এটি মানব অস্তিত্ব সুরক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিশ্চিত করার জন্য নির্দিষ্ট জীবজন্তুর সংরক্ষণের প্রয়োজনীয় পরিবেশগত অবস্থার বিষয়ে আলোচনা করে।
১২. প্রযুক্তিগত পরিবেশ বিজ্ঞান (Applied Environmental Science) কি?
উত্তর: এটি বিজ্ঞানের একটি শাখা যার মধ্যে কৃষি, বনজ সম্পদ, মৎস্য, মাটি ক্ষয়, পরিবেশ দূষণ, বন্যপ্রাণী সংরক্ষণ, উদ্যানবিদ্যা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্র অন্তর্ভুক্ত রয়েছে এবং সম্মিলিতভাবে এই শাখাগুলোকে প্রযুক্তিগত পরিবেশ বিজ্ঞান বলা হয়।
১৩. কৃষি-পরিবেশ বিজ্ঞান (Agro-Ecology) কি?
উত্তর: কৃষি-পরিবেশ বিজ্ঞান বলতে প্রাকৃতিক জীববৈচিত্র্যে ন্যূনতম বা কোনো ক্ষতি না করে কৃষি উন্নয়ন সম্পর্কিত আলোচনাকে বোঝায়।
খ বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):
০১. উদ্ভিদ পরিবেশ বিজ্ঞান বলতে কী বুঝ?
অথবা, ইকোলজি বলতে কি বুঝ?
০২. উদ্ভিদ পরিবেশ বিজ্ঞানের শাখাসমূহ কী কী?
০৩. ইকোলজির পরিসর বর্ণনা কর।
০৪. অটইকোলজি এবং সিনইকোলজির মধ্যে পার্থক্য লেখ।
গ বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Board Questions)::
০১. উদ্ভিদ পরিবেশ বিজ্ঞান কী? এর ইতিহাস সংক্ষেপে আলোচনা কর।
০২. পরিবেশ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা লিখ।
০৩. টীকা লেখ:
(ক) জীবনাকার
(খ) বায়োম
Read more:Plant pathology(12th chapter)