জীব ভূ-জৈব রাসায়নিক চক্র।৯ম অধ্যায় ।Ecology and Environment Science( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

জীব ভূ-জৈব রাসায়নিক চক্র।৯ম অধ্যায় ।Ecology and Environment Science( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

জীব ভূ-জৈব রাসায়নিক চক্র।৯ম অধ্যায় ।Ecology and Environment Science( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
জীব ভূ-জৈব রাসায়নিক চক্র।৯ম অধ্যায় ।Ecology and Environment Science( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অধ্যায় : ০৯

জীব ভূ-জৈব রাসায়নিক চক্র

(Bio-geochemical Cycles)

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions):

০১. গ্যাসীয় চক্র কী?

উত্তর : বায়ুমন্ডল এবং বারি মন্ডলের সমন্বয়ে যে চক্র গঠিত হয় তাকে গ্যাসীয় চক্র বলে।

০২. পানি চক্র কী?

উত্তর : যে চক্রে পরিবেশ ও জীবদেহের মধ্যে পানির আদান-প্রদান হয় সে চক্রকে পানি চক্র বলে।

০৩. জীব ভূ-রাসায়নিক চক্র (Biogeochemical cycle) কাকে বলে?

উত্তর: জীবনধারণের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো প্রকৃতি থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে প্রকৃতিতে চক্রাকারে বার বার আসা যাওয়া করে, একেই জীব ভূ-রাসায়নিক চক্র বলে।

০৪. পাললিক চক্র কী?

উত্তর: যে চক্রে ফসফরাস চক্র ও সালফার চক্র দেখা যায় তাকে পাললিক চক্র বলে।

০৫. নাইট্রোজেন চক্র কী?

উত্তর: যে পদ্ধতিতে বায়ুমণ্ডলের নাইট্রোজেন জীবদেহে এবং জীবদেহ থেকে পুনরায় বায়ুমণ্ডলে ফিরে এসে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের সমতা বজায় রাখে তাকে নাইট্রোজেন চক্র বলে।

০৬. ফসফরাস চক্র (Phosphorus Cycle) কী?

উত্তর: যে চক্রাকার পথে ভৌত পরিবেশ তথা পানি, মাটি, পাহাড় প্রভৃতি থেকে উদ্ভিদ কর্তৃক সংগৃহীত ফসফরাস খাদ্য শিকলের জীব পরিবেশে এবং পুনরায় জীব পরিবেশ থেকে ভৌত পরিবেশে ফিরে আসে তাকে ফসফরাস চক্র বলে।

০৭. পানির আণবিক ভর কত?

উত্তর: পানির আণবিক ভর ১৮।

H₂O = ১ ০ ২+১৬ = ১৮।

০৮. অ্যামোনিফিকেশন (Ammonification) কী বুঝায়?

উত্তর: উদ্ভিদ ও প্রাণীর মৃত্যু হলে মৃত পছের উপর কতগুলো অণুজীব বিশেষ করে Bacillus জাতীয় ব্যাকটেরিয়া ও একটিনোমাইসিটিস কাজ করে জৈব যৌগসমূহ তাদের বিপাকে ব্যবহার করে এবং অ্যামোনিয়া মুক্ত করে। ব্যাকটেরিয়াগুলোকে অ্যামেনিফাইং ব্যাকটেরিয়া এবং এ প্রক্রিয়াকে অ্যামোনিফিকেশন বলে।

০৯. নাইট্রিফাইং ব্যাকটেরিয়া একটি উদাহরণ দাও।

উত্তর: নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হলো- Nitrobacter

খ বিভাগ - সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):

০১. নাইট্রোজেন চক্র কী?

০২. কার্বন চক্র ও নাইট্রোজেন চক্রের মধ্যে পার্থক্য লিখ।

০৩. প্রকৃতিতে নাইট্রোজেন চক্র বর্ণনা কর।

০৪. কার্বন চক্র কী? কার্বন চক্রের গুরুত্ব লেখ।

গ- বিভাগ:রচনামূলক প্রশ্নাবলি (Board Questions):

০১. কার্বন চক্র কী? কার্বন চক্রের বৈশিষ্ট্য লিখ।

০২. ভূ-জৈব রাসায়নিক চক্র (Biogeochemical cycle) বলতে কী বুঝ? এর প্রকারভেদ লিখ।

Read more:8th chapter