সংখ্যাগত অপেরণ । ৭ম অধ্যায় । Cytogenetics ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন
সংখ্যাগত অপেরণ । ৭ম অধ্যায় । Cytogenetics ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন
অধ্যায় ০৭সংখ্যাগত অপেরণ (Numerical aberrations)
ক বিভাগ :(Brief Questions)
০১, সংখ্যাগত অপেরণ কী?
উত্তর । দেহকোষীয় বা সোমাটিক ক্রোমোজোম সংখ্যার যেকোনো রকম পরিবর্তনকে সংখ্যাগত অপেরণ বলে।
০২. নাগিনোষিক কী? ।
উত্তর। দেহকোষে ক্রোমোজোম সংখ্যা (2n-2) হলে অর্থাৎ একটি হোমোলোগাস জোড়া কম হলে তাকে মালিজোমিন বলে।
০৩ট্রাইজোমিক কী?
উত্তর। দেহকোষে একটি ক্রোমোজোম বেশি থাকলে যে ধরনের অপেরণ দেখা যায় তাকে ট্রাইজোমিক বলে। একে 2n + 1 দ্বারা প্রকাশ করা হয়।
০৪. হ্যাপ্লয়েড কি?
উত্তর : দেহাকোষীয় ক্রোমোজোম সংখ্যা জনে
সংখ্যার সমান হলে ইউরয়েড ক্রোমোজোমীর অপেরণকে
হ্যাপ্লয়েড বলে।
o২.বেসিক নাম্বার কি?
উত্তর : একটি প্রকৃত ডিপ্লয়েড প্রজাতির জেনেটিক ক্রোমোজোম
সংখ্যাকে বেসিক নাম্বার বলে।
০৩. অ্যানইউপ্লয়েড কি?
উত্তর : কোনো জীবের দেহকোষে হোমোলোগাস
ক্রোমোজোমের সংখ্যার হ্রাস বা বৃদ্ধি ঘটলে তাকে
অ্যানইউপ্লয়েড বলে।
०৭. গৌণ টাইজোমিকের মিউটিক আচরণে কী দেখা যায়?
উত্তর : একটি রিং ট্রাইভ্যালেন্ট বা একটি রিং- বাইভ্যালেন্ট
সৃষ্টি হয় অথবা একটি বাইভ্যালেন্ট ও একটি আইসোরিং হয়।
০৮. একটি Duplex ট্রাইপোথিকের সেন্টিগেশন ও ছেলেটির অনুপাত কত?
উত্তর: Male লাইন ও Female লাইনে আলাদা আলাদা প্রকট
প্রচ্ছন্ন অনুপাত হবে ১৭:১।
০৯.হাইপোপ্লয়েড কী?
উত্তর : অসম্পূর্ণ জিনোমের ২/১টি ক্রোমোজোমের হাসকে
হাইপোপ্লয়েডি বলে।
খ-বিভাগ। সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Question)
০১সংখ্যাগত অপেরণ বলতে কী বুঝ?
০২হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড ও বেসিক নাম্বার বলতে কী বুঝ?
০৩মনোজোমিক ও ট্রাইজোমিকের মধ্যে পার্থক্য লিখ।
০৪অ্যানইউপ্রয়তি ও ইউজেডির পার্থক্যমূলক বৈশিষ্ট্য লিখ।
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions)
০১সংখ্যাগত অপেরণ কী? এর শ্রেণিবিন্যাস প্রক্রিয়া আলোচনা কর।
০২বিভিন্ন প্রকার ট্রাইজোমিক-এর মেটাফেজ-১ এর বৈশিষ্ট্য সূচক আচরণ চিত্রের সাহায্যে বর্ণনা কর।
অথবা, উপযুক্ত চিত্রের সাহায্যে মেটাফেজ-১ এর বিভিন্ন প্রকার ট্রাইজোমিক বৈশিষ্ট্যমূলক আচরণ, ব্যাখ্যা
অথবা, বিভিন্ন ধরনের ট্রাইজোমিক এর মিওটিক আচরণ চিত্রসহ বর্ণনা কর।
০৩একটি Simplex ট্রাইজোমিকের সেন্ট্রিগেশন ও জেনেটিক অনুপাত বর্ণনা কর।
০৪মনোজোম্বিক, সলিলোমিক এবং ট্রাইজোমিক এর উৎপত্তি সম্বন্ধে আলোচনা কর।
অথবা, ক্রোমোজোম সংকেতসহ মনোসোমিক, নালিসোমিক, ট্রাইসোমিক ও টেট্রাসোমিকের সংজ্ঞা লিখ ।
০৫একটি ডুপেক্স ট্রাইজোমিকের সেলিমেশন ও জেনেটিক অনুপাতগুলো ব্যাখ্যা কর।
অথবা, একটি Duplex ট্রাইজোমিকের ০৬সেগ্রিগেশন ও জেনেটিক অনুপাত বর্ণনা কর।
০৭টীকা লিখ ।
(i) নালিজোনিক,
(ii) সংখ্যাগত অপেরণ ও
(iii) ট্রাইজোমিক।
(ক) ট্রাইজেনিক এর শ্রেণিবিভাগ কর।
অথবা, (ট্রাইজোমিক বলতে কী বুঝ? এর প্রকারভেদ লিখ।
অথবা, ট্রাইজোমিকের সংজ্ঞা ও প্রকাautemnale
আরো পড়ুনঃ সাইটোজেনেটিক্স ৬ষ্ঠ অধ্যায়