জীববৈচিত্র্য সংরক্ষণ । ৬ষ্ঠ অধ্যায়। Biodiversity and Evolution ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
জীববৈচিত্র্য সংরক্ষণ । ৬ষ্ঠ অধ্যায়। Biodiversity and Evolution ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
৬ষ্ঠ অধ্যায়:- জীববৈচিত্র্য সংরক্ষণ
ক বিভাগ
০১. Conservation বা সংরক্ষণ কী?
উত্তর: সুপরিকল্পিত প্রক্রিয়া উদ্ভিদ ও প্রাণীকুলকে বিলুপ্তি,বা ধাংসের হাত থেকে রক্ষা করে বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণ করাকে Conservation বা সংরক্ষণ বলা হয়।
০২.জীববৈচিত্রের সংরক্ষণ বলতে কী বুঝ?
অথবা Biodiversity Conservation বা জীববৈচিত্র্য সংরক্ষণ কী?
উত্তর: যে পরিকল্পনার মাধ্যমে উদ্ভিদসমূহের বা প্রাকৃতিক সম্পদের বিজ্ঞান ভিত্তিক সীমিত ব্যবহার করা হয় এবং পরিবেশের স্বাভাবিক বা অনুকূল অবস্থা সৃষ্টি করে উদ্ভিদসমূহ বা প্রাকৃতিক সম্পদ পুনঃস্থাপন ও সুরক্ষিত করা হ্যা তাকে Biodiversity Conservation বা জীববৈচিত্র্য সংরক্ষণ বলে।
০৩. জীববৈচিত্র্য সংরক্ষণের নীতিমালা কয়টি?
উত্তর: জীববৈচিত্র্য সংরক্ষণের নীতিমালা ১০টি।
০৪. দাবানল কাকে বলে?
উত্তর: প্রাকৃতিকভাবে বনাঞ্চলে যে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় তাকে দাবানল বলে।
০৫.কত বছর আগে গণ বিলুপ্তির পর খুব দ্রুত জীববৈচিত্র্য বৃদ্ধি পায়?
উত্তর: প্রায় ৩৮ মিলিয়ন বছর আগে।
০৬. কি কি প্রাকৃতিক কারণে জীববৈচিত্র্যের ক্ষতি হয়?
উত্তর: আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, দাবানল, হিমবাহ, ভূমিধ্বস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি ইত্যাদি।
০৭.অ্যাসেমব্লিজ কী?
উত্তর: দৃষ্টিনন্দন শৈল্পিক গঠনকে অ্যাসেমব্লিজ বলা হয়।
গ-বিভাগ
০১.জীববৈচিত্র্য সংরক্ষণ বলতে কি বোঝ? এর উদ্দেশ্যসমূহ লিখ।
০২জীববৈচিত্র্য সংরক্ষণ বলতে কি বুঝ? জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা কর।
অথবা, জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব উল্লেখ কর।
অথবা, জীববৈচিত্র্য সংরক্ষণ কী? জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব লিখ।
০৩.জীববৈচিত্র্য জারক্ষণের নৈতিকারা আলোচনা কর।
অথবা, জীববৈচিত্রা মৌলিক সংরক্ষণের নৈতিকতা আলোচনা কর।
০৪.জীববৈচিত্র্য সংরক্ষণের মৌলিক নীতিমালাসমূহ উল্লেখ কর।
অথবা, জীববৈচিত্র্য সংরক্ষণের মৌলিক নীতিমালায়াল আলোচনা কর।