ট্রান্সলোকেশন । ৬ষ্ঠ অধ্যায় । Cytogenetics ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন

ট্রান্সলোকেশন । ৬ষ্ঠ অধ্যায় । Cytogenetics ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন

ট্রান্সলোকেশন । ৬ষ্ঠ অধ্যায় । Cytogenetics ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন
ট্রান্সলোকেশন । ৬ষ্ঠ অধ্যায় । Cytogenetics ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন

অধ্যায় ০৬ ট্রান্সলোকেশন (Translocation )

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)

০১. ট্রান্সলোকেশন (Translocation) কি?

উত্তর : Non-homologus ক্রোমোজোমের মধ্যে অংশ বিনিময়কে Translocation বলা হয়।

०2. Translocation কত প্রকার?

উত্তর : তিন প্রকার। যথা- (i) Simple Translocation (if) Shift Translocation (iii) Reciprocal Translocation

০৩ রবার্টসোলীয় ট্রান্সলোকেশন কাকে বলে? 

অথবা, রবার্টসোনীয় ট্রান্সলোকেশন কি?

অথবা, রবার্টসোনীয় ট্রান্সলোকেশন বলতে কী বুঝ?

উত্তর : রবার্টসন (১৯১৭) তাত্ত্বিক কারণে প্রস্তাব করেন যে দুটি এক্রোসেন্ট্রিক ক্রোমোজোমের মধ্যে ট্রান্সলোকেশনের ফলে দুটি অসমান মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের উৎপত্তি হয়। এ প্রক্রিয়াকে তিনি সেন্ট্রিক ফিউশন নামে অবিহিত

০৪. শিফট (Shift Translocation) কি? 

উত্তর : দুটি নন হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে যদি এমনভাবে অংশ বিনিময় ঘটে যাতে একটি বাহুর ভেতরে অপর একটি খণ্ড প্রবেশ করে তাকে Shift Translocation বলা হয়।

০৫. রেসিপ্রোকাল ট্রান্সলোকেশনের সংজ্ঞা দাও । 

অথবা, রেসিপ্রোকাল (Reciprocal Translocation) কি?

উত্তর । নন হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে পারস্পরিক অংশ বিনিময় হলে তাকে Reciprocal Translocation বলা হয়।

০৬, রেসিপ্রোক্যাপ ট্রাপলোকেশন হেটারো জাইগোট কাকে বলে?

উত্তর : দুই বা ততোধিক নন-হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে যখন ক্রোমাটিডের পারস্পরিক স্থান বিনিময় হয় তখন তাকে রেসিপ্রোক্যাল ট্রান্সলোকেশন হেটারোজাইগোট বলে। করেন। এই প্রক্রিয়াকে তাঁর নামানুসারে 

০৭ইন্টারচেঞ্জ কমপ্লেক্স কি?
উত্তর ট্রান্সলোকেশন হেটারোজাইগোটের কমপ্লেক্সকে ইন্টারচেঞ্জ কমপ্লেক্স বলে।

খবিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Question)

০১ট্রান্সলোকেশন বলতে কি বুঝ? ট্রান্সলোকেশনের বৈশিষ্ট্য লেখ।

০২ক্রসিংওতার ও ট্রান্সলোকেশন এর মধ্যে পার্থক্য লিখ। 

৪। রবার্টসনীয় ট্রান্সলোকেশন সম্পর্কে আলোচনা কর।

অথবা, প্রজাতির বিবর্তনে ট্রান্সলোকেশনের ভূমিকা সম্পর্কে লিখ।

অথবা, বিবর্তন Translocation-এর ভূমিকা ব্যাখ্যা কর।

অথবা, বিবর্তনে ট্রান্সলোকেশনের গুরুত্ব আলোচনা কর।

অথবা, রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশন বিবর্তনে ভূমিকা রাখে ব্যাখ্যা কর।

০৫ট্রান্সলোকেশনে সংশ্লিষ্ট ক্রোমোজোমের সংখ্যা কীভাবে শনাক্ত করা যায়? 

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions ) :

০১সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর নির্ভর করে একটি রেসিপ্রোক্যাল ট্রান্সলোকেশন হেটারোজাইগোট মেটাফেজ-১ এ কি ধরনের

সম্ভাব্য আকৃতি দেখা যায় তা চিত্রসহ বর্ণনা কর। 

অথবা, রেসিপ্রোক্যাল ট্রান্সলোকেশন হেটারোজাইগোটের মিয়োসিস-১ এ ক্রোমোজোমের বিভিন্ন রকম অরিয়েন্টেশন ও কনফিগারেশন

বর্ণনা কর।

০২. ট্রান্সলোকেশন হিটারোজাইগোটের ক্ষেত্রে ৫০% গ্যামেট বন্ধ্যা হয় কেন? চিত্রসহ বর্ণনা কর।

০৩ট্রান্সলোকেশন-এর প্রকারভেদ বর্ণনা কর। 

অথবা, ট্রান্সলোকেশনের শ্রেণিবিন্যাস আলোচনা কর।

০৪ট্রান্সলোকেশন হিটারোজাইগোট হলে জাইগোটিন ও প্যাকাইটিন পর্যায়ের মিয়োটিক বিহেভিয়ার সচিত্র বর্ণনা কর।

অথবা, ট্রান্সলোকেশন হেটারোজাইগোট হলে জাইগোটিন ও প্যাকাইটিন পর্যায়ে মিয়োটিক আচরণ চিত্রসহ বর্ণনা কর।

আরো পড়ুনঃ সাইটোজেনেটিক্স ৫ম অধ্যায়