ভেষজ পরাগরেণুবিদ্যা (Pharmacopalynology)।৬ষ্ঠ অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
ভেষজ পরাগরেণুবিদ্যা (Pharmacopalynology)।৬ষ্ঠ অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
অধ্যায় ০৬ ভেষজ পরাগরেণুবিদ্যা (Pharmacopalynology)
ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :
০১. ভেষজ পরাগরেণুবিদ্যা (Pharmacopalynology) কি?
উত্তর: পরাগরেণু বিজ্ঞানের যে শাখায় পরাগরেণু থেকে ঔষুধ বা ঔষধি পদার্থ চিহ্নিতকরণ, আহরণ, সংরক্ষণ ও চিকিৎসা ক্ষেত্রে এর ব্যবহারিক বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে ভেষজপরাগরেণুবিদ্যা (Pharmacopalynology) বলে।
০২. মৌ পরাগ কোন কোন রোগের ঔষধ হিসাবে ব্যবহৃত হয়?
উত্তর: ফ্লু, ঠাণ্ডা লাগা, আলসার, রক্তশূন্যতা, এলার্জি প্রভৃতি।
০৩.Pharmacopalynology-তে পরাগরেণু ঔষধ হিসাবে ব্যবহৃত হয় এমন কয়েকটি উদ্ভিদের নাম লিখ।
উত্তর: Lycopodium clavatum, L. selago Adiantum philippernse, Typha laxmanni প্রভৃতি।
০৪. মৌ পরাগে পুষ্টি উপাদানগুলো কি কি?
উত্তর: শর্করাজাতীয় উপাদান ৫০%, চিনি ৪-১০%, ফ্যাট ও লিপিড ১-২০%, প্রোটিন ৫-২৮% এবং অ্যামাইনো এসিড ৬%।
০৫. পরাগরেণুতে ভিটামিন থাকে তা কে শনাক্ত করেন?
উত্তর: Majumdar ও Chanda (১৯৮৪)।
০৬-পরাগরেণুর চর্বিতে ক্যান্সার বৃদ্ধি রোধক উপাদান কোনটি?
উত্তর: 2, 4-hydroxy-2H-1, 4, Benzoxazin-3(4H)- one নামক উপাদান।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):
০১. ভেষজ পরাগরেণু বিদ্যা সম্পর্কে আলোচনা কর।
০২. মৌ-পরাগের পুষ্টিমান সম্পর্কে আলোচনা কর।
০৩-পরাগ এলার্জি কি? এর চিকিৎসা কিভাবে সঠিক ধারায় অগ্রসর হয়?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Board question)
০১. পরাগের এন্টিবায়োটিক কার্যকরিতা লিখ।
০২-পরাগরেণুর টিউমার বিরোধী সক্রিয়তা আলোচনা কর।
০৩-ভেষজ পরাগরেণু বিজ্ঞান এর পরিধি ও গুরুত্ব আলোচনা কর।
০৪-Pharmacopalynology-এর পরিধি ও গুরুত্ব আলোচনা কর।
০৫-ফরেনসিক মেডিসিন ও অপরাধ জগতে পরাগবিজ্ঞানের ভূমিকা ব্যাখ্যা কর।
Read more:5th chapter