পরিব্যাক্তি ও মিউটেশন।১১শ অধ্যায় ।Genetics( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

পরিব্যাক্তি ও মিউটেশন।১১শ অধ্যায় ।Genetics( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

পরিব্যাক্তি ও মিউটেশন।১১শ অধ্যায় ।Genetics( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
পরিব্যাক্তি ও মিউটেশন।১১শ অধ্যায় ।Genetics( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অধ্যায় ১১( পরিব্যাক্তি ও মিউটেশন) 

ক বিভাগ  (Brief Questions) :

০১ মিউটেশন কি?

উত্তর : জিনের বংশানুসরণযোগ্য স্থায়ী পরিবর্তনকে মিউটেশন বলে।

২.পয়েন্ট মিউটেশন কি?

অথবা, বিন্দু পরিব্যাপ্তি কী?

উত্তর । প্রাকৃতিক অথবা কৃত্রিম উপায়ে বিভিন্ন ভৌত ওরাসায়নিক উপাদান ব্যবহার করে DNA-এর কোষ সমূহের অবস্থানের প্ররিবর্তন ঘটানোকে পয়েন্ট মিউটেশনবা বিক্ষু পরিব্যক্তি বলে ।

০৩, ক্রোমোজোমাল মিউটেশন কি?

উত্তর : ক্রোমোজমের সংখ্যাগত ও গঠনগত পরিবর্তনের কারণে জীবের বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটাকে ক্রোমোজোমাল মিউটেশন বলে ।

 ০৪. মিউটেশন মতবাদ কে প্রদান করেন?

উত্তর : Hugo Marie de Vries (1901)

 ০৫.আণবিক পর্যায়ে মিউটেশন কি?

উত্তর : জিন বা DNA অণুর নিউক্লিওটাইডে ক্রম পরিবর্তনকে আণবিক পর্যায়ে মিউটেশন বলে।

(০৬) অগ্রগামী মিউটেশন কী? 

উত্তর : বন্য বা স্বাভাবিক প্রকৃতির ফিনোটাইপ হতে অস্বাভাবিক প্রকৃতির ফিনোটাইপে পরিবর্তন ঘটাকে অগ্রগামী মিউটেশন বলে ।

০৭ অক্রোমোজমীয় বংশগতি কি? 

উত্তর : নিউক্লিয়াসের বাইরে Cytoplasm-এ অবস্থিতকোনো ক্ষুদ্রাঙ্গ বা অন্য কোনো বস্তু দ্বারা বংশগতি বৈশিষ্ট্যনিয়ন্ত্রণ করে তাকে অক্রোমজমীয় বংশগতি বলে ।

০৮. মিউটাজেন কি? 

উত্তর : জীবের মিউটেশন ঘটাতে সক্ষম এজেন্টসমূহকে মিউটাজেন বলা হয়।

০৯মিউট্যান্ট বলতে কী বুঝ?

উত্তর : যেসব উপকরণ দ্বারা মিউটেশন ঘটানো হয়ে থাকে তাদেরকে মিউট্যান্ট বলে।

 ১০. কোষ অনুসারে মিউটেশন কত প্রকার?

উত্তর : দুই প্রকার। যথা- (i) Somatic mutation,

(ii) Germinal mutation.

১১. মিউটেশন শনাক্তকরণের পদ্ধতিগুলো কি কি?

উত্তর : CIB পদ্ধতি, অটোজমের মিউটেশন শনাক্তকরণ, সপুষ্পক উদ্ভিদের মিউটেশন শনাক্তকরণ।

 ১২. প্রতিস্থাপন কি?

উত্তর : জিন বা DNA অণুর ট্রিপ্লেট কোডের একটি বেসেরপরিবর্তে অন্য বেসের অন্তর্ভুক্তিকে প্রতিস্থাপন বলা হয়।

১৩. ট্রানজিশন কি?

উত্তর : যখন একটি পিউরিন আর একটি পিউরিন বে দ্বারা বা একটি পাইরিমিডিন আর একটি পাইরিমিডিনের দ্বারা প্রতিস্থাপিত হলে তাকে ট্রানজিশন বলে।

১৪. ফ্রেম শিট মিউটেশন (Frame Shift mutation) কি?

উত্তর : DNA অণুতে এক বা একাধিক বেসের সংযুক্তি বিচ্যুতিকে ফ্রেম শিফট মিউটেশন (Frame Shint mutation) বলে।

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions);

০১মিউটেশন ও মিউটাজেন বলতে কি বুঝ?

০২কৃষিতে মিউটেশনের গুরুত্ব লিখ। 

০৩.মিউটাজেন কি? পাঁচটি মিউটাজেনের নাম লিখ। 

অথবা, মিউটাজেন কাকে বলে? বিভিন্ন মিউটাজেনের নামগুলো লিখ ।

অথবা, বিভিন্ন ধরনের মিউটাজেনসমূহ কী?

০৪. স্বতঃস্ফুর্ত ও কৃত্রিম মিউটেশন বলতে কি বুঝ?

০৫স্বতঃস্ফূর্ত মিউটেশন ও কৃত্রিম মিউটেশনের পার্থক্য লিখ। ড

০৬Transition ও transversion এর পার্থক্য লিখ। 

০৭মিউটেশনে বিবর্তনের গুরুত্ব লেখ। 

অথবা, বিবর্তনে মিউটেশনের ভূমিকা ব্যাখ্যা কর।

অথবা, মিউটেশনের গুরুত্ব সম্পর্কে লিখ।

অথবা, অভিব্যক্তিতে মিউটেশনের তাৎপর্য লিখ ।

অথবা, বিভিন্ন প্রকৃতির মিউটেশনের শ্রেণিবিন্যাস কর।

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions) :

০১ মিউটেশ কি? মিউটেশনের কারণসমূহ লিখ। 

০২. বিন্দু পরিব্যক্তি কী? বেস এনালগ ও অ্যালকালাইটিং এজেন্ট-এর পরিব্যক্তি ঘটানোর কলাকৌশল বর্ণনা কর। 

০৩. কৃত্রিম মিউটেশন সৃষ্টিতে ব্যবহৃত বিভিন্ন প্রকার বিকিরণ ও রাসায়নিক মিউটাজেনের বর্ণনা দাও। 

০৪টীকা লিখ।

ক. জিন মিউটেশন

০৫মিউটেশন কী? মিউটেশন এর শ্রেণিবিন্যাস বর্ণনা কর। 

অথবা, পরিব্যক্তি কী? পরিব্যক্তির শ্রেণিবিন্যাস বর্ণনা কর।

অথবা, মিউটেশনের শ্রেণিবিভাগ বর্ণনা কর।

অথবা, মিউটেশন কী? মিউটেশনের শ্রেণিবিন্যাস।

০৬ যৌনতা সংযুক্ত প্রচ্ছন্ন মিউটেশনের উপস্থিতি নির্ণয়ে মুলার এর CLB পদ্ধতিটি বর্ণনা কর। 

অথবা, Drosophila-তে এমন মিউটেশানের উপস্থিতি নির্ণয়ের জন্য মুলারের CLB পদ্ধতি বর্ণনা কর।

অথবা, যৌনতা সংযুক্ত এচ্ছন্ন মিউটেশন নির্ণয়ে মুলারের CIB পদ্ধতিটি বর্ণনা কর।

অথবা, মিউটেশন কাকে বলে? প্রচ্ছন্ন মিউটেশনের উপস্থিতি নির্ণয়ে মুলারের CLB পদ্ধতি বর্ণনা কর।

অথবা, প্রচ্ছন্ন মিউটেশনের উপস্থিতি নির্ণয়ে মুলারের CTB পদ্ধতি বর্ণনা কর।

Read more:10th chapter