প্রস্বেদন।৩য় অধ্যায় ।Plant Physiology and Plant Nutrition ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

প্রস্বেদন।৩য় অধ্যায় ।Plant Physiology and Plant Nutrition ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

প্রস্বেদন।৩য় অধ্যায় ।Plant Physiology and Plant Nutrition ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
প্রস্বেদন।৩য় অধ্যায় ।Plant Physiology and Plant Nutrition ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অধ্যায় ০৩ প্রস্বেদন

(শ্বাসপ্রশ্বাস)

ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :

 

১.প্রস্বেদন কী? 

উত্তর: যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ পাতা এবং অন্যান্য বায়বীয় অঙ্গের মাধ্যমে প্রয়োজনের অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেয় তাকে প্রস্বেদন বলে।

০২-ব্রাউনীয় চলন কী? 

উত্তর: শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কোনো তরল ক্ষুদ্র কণার তাপীয় যে এলোমেলো গতি লক্ষ করা যায় তাকে ব্রাউনীয় চলন বলে।

০৩. কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে উদ্ভিদের প্রয়োজনীয় আপদ

বলা হয়? 

উত্তর: প্রস্বেদনকে উদ্ভিদের প্রয়োজনীয় আপদ বলা হয়।

০৪-বাষ্পীভবন কী?

উত্তর: উন্মুক্ত জলাশয় থেকে বাষ্পাকারে পানি উড়ে যাওয়াকে বাষ্পীভবন বলে।

০৫-প্রস্বেদন কয় প্রকার?

উত্তর: প্রস্বেদন তিন প্রকার। যথা- (i) পত্ররন্ধ্রীয় প্রস্বেদন; (ii) কিউটিকুলার প্রস্বেদন ও (iii) লেন্টিকুলার প্রস্বেদন।

০৬. পত্ররন্ধ্রীয় প্রস্বেদন কী?

উত্তর: স্টোমাটারের মধ্য দিয়ে যে প্রস্বেদন ঘটে তাকে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন বলে।

 ০৭. লেন্টিকুলার প্রস্বেদন কী?

উত্তর: উদ্ভিদের গৌণ বৃদ্ধির ফলে কাণ্ডের কর্ক কলার স্থানে স্থানে ফেটে গিয়ে লেন্টিসেলের সৃষ্টি হয়। লেন্টিসেলের মধ্য দিয়ে পানি বাষ্পাকারে বের হওয়াকে লেন্টিকুলার প্রস্বেদন বলে।

০৮. প্রস্বেদনের বাহ্যিক প্রভাবকসমূহ কি কি? 

উত্তর: তাপমাত্রা, বায়ুপ্রবাহ, আলো, আপেক্ষিক আর্দ্রতা, মাটিস্থ পানি ইত্যাদি।

০৯. পত্ররন্ধ্র কী? 

উত্তর: পাতা এবং কচি কাণ্ডের বহিঃত্বকে অবস্থিত দুটি রক্ষী কোষ দ্বারা ঘেরা সূক্ষ্ম অণুবীক্ষণিক রন্ধ্রকে পত্ররন্ধ্র বলে।

১০. পত্ররন্ধ্রের দৈর্ঘ্য কত?

উত্তর: পত্ররন্ধ্রের দৈর্ঘ্য 10-40µ।

১১.সারকাডিয়ান ছন্দ কি? 

উত্তর: উদ্ভিদের পত্রের বা অন্যান্য অঙ্গের ছন্দময় চলন এবং কোনো জৈবিক ক্রিয়া দিন রাত ২৪ ঘণ্টা নিয়মিত হলে একে সারকাডিয়ান ছন্দ বলা হয়।

 

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):

 

০১. কিভাবে পত্ররন্ধ্র উন্মুক্ত ও বন্ধ হয় তা আলোচনা কর।

০২. পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার মতবাদগুলোর নাম লিখ। 

০৩-পত্ররন্ধ্র ও হাইডাথোডের মধ্যে পার্থক্য উল্লেখ কর। 

৪-বিভিন্ন প্রকার প্রস্বেদনের বর্ণনা দাও। 

 

গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions) :

 

০১. পত্ররন্ধ্রের গঠন বর্ণনা কর। 

০২-যে সকল প্রভাবক দ্বারা প্রস্বেদন প্রক্রিয়া প্রভাবিত হয় আলোচনা কর।

০৩-পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া সংক্রান্ত মতবাদসমূহের বর্ণনা কর।

টীকা লিখ:

(ক) পত্ররন্ধ

(খ) প্রস্বেদন। 

(খ)  প্রস্বেদন।গুরুত্ব আলোচনা কর।

Read more:2nd chapter