মেন্ডেলের নীতিমালা।২য় অধ্যায় ।Genetics( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
মেন্ডেলের নীতিমালা।২য় অধ্যায় ।Genetics( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)
০১মেন্ডেলবাদের প্রকৃত ব্যাতিক্রম বলতে কি বুঝ?
অথবা, প্রকৃত ব্যতিক্রম কি
উত্তর : মেন্ডেলের সূত্রের সাহায্যে যেসব বাহিনী ব্যাখ্যা করা যায় না তাদেরকে প্রকৃত ব্যতিক্রম বলে।
০২মেন্ডেলবাদ বলতে কি বুঝ?
অথবা, মেন্ডেলিজম কি?
উত্তর : বংশগতি সম্পর্কিত মেছেলের সূত্রাবলিকে নিয়ম নীতিকে মেন্ডেলিজম বলে।
০৩. জিন কি?
উত্তর : জিন বংশগতি বিদ্যার ধারক ও উৎপাদনে সক্ষম এবং DNA জীবের পূর্বপুরুষ থেকে তার উত্তর পুরুষে বৈশিষ্ট্যাবলির সঞ্চারণ বা বংশগতির ক্ষেত্রে ধারক ও বাহকের ভূমিকা পালন করে, তাকে জ্বিন বলা হয়।
০৪ জিনোম কী?
অথবা, জিনোম কাকে বলে?
উত্তর : ক্রোমোজোমস্থিত বংশগতীয় বস্তুকে জিনোম বলে।
०৫. Genetics এর জনক বলা হয় কাকে?
উত্তর : গ্রেগর জোহান মেন্ডেলকে।
০৬. মেন্ডেলের এলিমেন্ট বা ফ্যাক্টর কী?
উত্তর : DNA বা এর অংশবিশেষ যা জীবের বৈশিষ্ট্য বহন করে তাই মেন্ডেলের এলিমেন্ট বা ফ্যাক্টর (বা জিন)।
০৭, জিনোটাইপ (Genotype) কি?
উত্তর : কোন বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক জিনসমূহের গঠন জিনোটাইপ (Genotype) বলে।
০৮. ফেনোটাইপ কি?
উত্তর : জীবের দৃশ্যমান বৈশিষ্ট্যকে ফেনোটাইপ বলে ।
০৯. অ্যালিল (Allel) কি?
উত্তর : সাধারণত বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন একে একটিকে অপরটির অ্যাপিল (Allet) বলে।
১০. হোমোজাইগাস কি?
উত্তর : জীবের কোনো বৈশিষ্ট্য নারী একই রকম হলে তাকে হোমোজাইগাস বলে। যেমন- TT,tt
১১. হেটারোজাইগাস কি?
উত্তর : জীবের কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনসমূহ ভিন্ন রকম হলে তাকে হেটারোজাইগাস বলে। যেমন TV.
১২ মনোহাইব্রিড ক্রস (Monohybrid cross) কি?
উত্তর : যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন জীব মধ্যে ক্রস করলে জীবদ্বয়ের মধ্যে জনন সম্পন্ন হলে তাকে মনোহাইব্রিড (Monohybrid) cross বলে।
১৩. ডাইহাইব্রিড ক্রস (Dihybrid cross ) কি?
উত্তর : দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের সম্পন্ন জিনের মধ্যে ক্রসকে ডাইহাইব্রিড ক্রস (Dihybria bois) বলে ।
১৪. ব্যাকএস (Back cross) কি?
উত্তর : অপত্য বংশধর বা F, উদ্ভিদের সাথে Parents উদ্ভিদের ক্রসকে ব্যাক্রস বলা হয়।
(১৫)টেস্ট ক্রস (Test cross) কী?
উত্তর : সাধারণত F, বংশধরের সাথে প্রচ্ছন্ন প্যারেন্টের ক্রসকে টেস্ট ক্রস বলে।
১৬. মেন্ডেলের প্রথম সূত্রটি কি?
উত্তর : একজোড়া বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে ক্রস করলে প্রথম বংশধরে বৈশিষ্ট্য নিয়ন্ত্রক ফ্যাক্টর দুটি মিশ্রিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং গ্যামেট সৃষ্টির সময় পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে গমন করে ।
১৭. মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত কি?
উত্তর : ৩ ঃ ১।
১৮. মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি কি?
উত্তর : দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মধ্যে ক্রস করলে প্রথম বংশধরের প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় কিন্তু গ্যামেট সৃষ্টির সময় ফ্যাক্টরগুলো স্বাধীনভাবে পৃথক পৃথক গ্যামেটে বিন্যস্ত হয়।
১৯. মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত কত?
উত্তর : ৯ ঃ ৩ ৪ ৩ ঃ ১
২০. আপাত ব্যতিক্রম গুলো কি কি?
উত্তর : অসম্পূর্ণ প্রকটতা, ঘাতক জিন, সমপ্রকটতা, অতিপ্রকটতা ইত্যাদি।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):
০১.মেন্ডেল কে ছিলেন? মেন্ডেল এর সংক্ষিপ্ত পরিচয় দাও।
০২মেন্ডেলবান বা Mendelism কি?
অথবা, মেন্ডেলবাদ বলতে কি বুঝ?
০৩মেন্ডেলের বংশগতি সূত্র আবিষ্কারের সাফল্যের পেছনের কারণসমূহ উল্লেখ কর।
অথবা, Mendel এর সাফল্যের কারণসমূহ ব্যাখ্যা কর ।
অথবা, বংশগতি বিষয়ক গবেষণায় মেণ্ডেলের সাফল্যের কারণগুলো লিখ ।
০৪Mendel কেন তার পরীক্ষায় Pisum sativumi উদ্ভিদ ব্যবহার করেছিলেন?
অথবা, মেন্ডেল কেন তার সংকরায়ন পরীক্ষার জন্য Pisum sativum বা মটর শুঁটিকে পরীক্ষণে উপকরণ হিসেবে ব্যবহার করেন।
০৫মেন্ডেলের সূত্রের প্রকৃত ও আপাত ব্যতিক্রম লিখ।
অথবা, মেন্ডেলের সূত্রের প্রকৃত ও আপাত ব্যতিক্রম বলতে কি বুঝ?
অথবা, আপাত ও প্রকৃত ব্যতিক্রম বলতে কি বুঝ?
০৬মেন্ডেলের দ্বিতীয় সূত্র প্রথম সূত্র ছাড়া ব্যাখ্যা করা যায় না- প্রমাণ কর।
অথবা, মেন্ডেলের প্রথম সূত্র যে সঠিক তা দ্বিতীয় সূত্রের দ্বারা ব্যাখ্যা কর।
০৭ঘাতক জিন কাকে বলে? একটি উদাহরণের সাহায্যে প্রমাণ কর যে, ঘাতক জিনের প্রভাবে ২১ অনুপাত পাওয়া যায়।
অথবা, ২ঃ১ অনুপাতটি ব্যাখ্যা কর। টি: ২৯৬ পৃষ্ঠার ২.১১ নং
অথবা, মেন্ডেলের প্রথম সূত্রের আপাত ব্যতিক্রমগুলো উদাহরণসহ ব্যাখ্যা কর।
অথবা, সম্পূর্ণ প্রকটতা ও সহ-প্রকটতা বলতে কী বুঝ?
০৮টেস্ট ক্রস ও ব্যাক ক্রসের পার্থক্য লিখ।
০৯. “লিংকেজভুক্ত জিনের বংশগতির ধারায় মেন্ডেলের ২য় সূত্রের অনুপাত পাওয়া যায় না”- উক্তিটি ব্যাখ্যা কর।
“১০ সকল টেস্টক্রসই ব্যাকক্রস কিন্তু সকল ব্যাকক্রস টেস্টক্রস নয়-ব্যাখ্যা কর।
অথবা, “সকল টেস্ট ক্রসই ব্যাকএস কিন্তু সকল ব্যাকএস টেস্ট ক্রস নয়”-আলোচনা কর।
গ বিভাগ। রচনামূলক প্রশ্নাবলি (Board Question)
০১.মেন্ডেলের প্রথম সূত্র বা পৃথকীকরণ সূত্রটি কি? এর অনুপাতসহ ব্যাখ্যা কর।
অথবা, জীবের বংশগতি সম্পর্কে মেন্ডেলের প্রথম সূত্রটি লিখ এবং উপযুক্ত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা কর।
০২মেন্ডেলের দ্বিতীয় সূত্রের বর্ণনা দাও।
অথবা, মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীন বিন্যাস সূত্রটি কি? এর অনুপাতসহ ব্যাখ্যা কর।
অথবা, বংশগতি বিষয়ক মেন্ডেলের স্বাধীন বিন্যাস সূত্রটি ব্যাখ্যা কর।
Read more:1st chapter