উদ্ভিদের অভিযোজন।৪র্থ অধ্যায় ।Ecology and Environment Science( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
উদ্ভিদের অভিযোজন।৪র্থ অধ্যায় ।Ecology and Environment Science( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
উদ্ভিদের অভিযোজন(Plant Adaptations)
ক - বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions):
০১. জলজ উদ্ভিদ কী?
উত্তর: যে সব উদ্ভিদ আংশিক বা পূর্ণরূপে পানিতে বসবাস করে তাদেরকে জলজ উদ্ভিদ বলে।
০২. মুক্ত নিমজ্জিত জলজ উদ্ভিদ কোনগুলো?
উত্তর: Najas, Utricularia, Ceratophyllum ইত্যাদি।
০৩. মূলাবদ্ধ নিমজ্জিত জলজ উদ্ভিদ কোনগুলো?
উত্তর: Isoetes. Hydrilla, Vallisneria.
০৪. দুইটি জলজ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।
উত্তর: (i) সাদা শাপলা-Nymphaea pubescens; (ii) পদ্ম Nelumbo nucifera.
০৫. দুটি মরুজ উদ্ভিদে বৈজ্ঞানিক নাম লিখ।
উত্তর: (ⅰ) ঘৃতকুমারী Aloe vera; (ii) বাবলা Acacia nilotica
০৬. দুটি স্থলজ উদ্ভিদের নাম লিখ।
উত্তর: (i) আম- Mangifera indica; (ii) কাঁঠাল- Artocarpus heterophyllus
০৭. হ্যালোফাইট কী?
অথবা, লোনামাটির উদ্ভিদ কী?
উত্তর: যে সব উদ্ভিদ লবণাক্ত মাটিতে জন্মে তাদেরকে লোনামাটির উদ্ভিদ বলে।
০৮. দুটি লোনামাটির উদ্ভিদের নাম লিখ।
উত্তর: (i) সুন্দরী- Heritiera fomes; (ii) গোলপাতা- Nypa fruticans.
০৯. ম্যানগ্রোভ উদ্ভিদ কী?
উত্তর: যেসব লোনা মাটির উদ্ভিদ স্থায়ীভাবে লোনা পানিতে বা কম লোনা পানিতে জন্মায় তাদেরকে ম্যানগ্রোভ উদ্ভিদ বলে।
১০. পরগাছা উদ্ভিদ কী?
উত্তর: যে সকল উদ্ভিদ অন্য উদ্ভিদের উপর জন্মে থাকে, কিন্তু সেই উদ্ভিদের দেহ হতে কোনো খাদ্য বা পানি সংগ্রহ করে না সেই সব উদ্ভিদকে পরগাছা উদ্ভিদ বলে।
১১. শারীরবৃত্তীয় শুষ্কতা বলতে কি বুঝ?
অথবা, শারীরতাত্ত্বিক শুষ্কতা কি?
উত্তর: আবাসস্থলে পর্যাপ্ত পরিমাণ পানি থাকা সত্ত্বেও উদ্ভিদ তা শোষণ না করে মরুজ স্বভাব বজায় রাখে, তাই এমন চরিত্রকে উদ্ভিদের শারীরতাত্ত্বিক শুষ্কতা বলে।
১২. অভিযোজন কী?
উত্তর: কোন জীব নিজস্ব পরিবেশে উত্তমরূপে বসবাসের জন্য যে সকল বৈশিষ্ট্য অর্জন করে তাদের অভিযোজন বৈশিষ্ট্য বলে। আর পরিবর্তিত পরিবেশে নিজেকে মানিয়ে-নেয়ার ক্ষমতাকে অভিযোজন বলে।
১৩. Oligohaline zone-এর দুটি উদ্ভিদের নাম লেখ।
উত্তর: Oligohaline zone-এর দুটি উদ্ভিদের নাম হলো- ১. সুন্দরী (Heritiera fomas) 2. গেওয়া (Excoecaria agallocha)
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):
০১. মেসোফাইট কি?
০২. হাইড্রোফাইট বা জলজ উদ্ভিদ কি?
০৩. ক্ষেরোফাইট বা মরুভূমি উদ্ভিদ কি?
০৪. পাঁচটি লবণ সহিষ্ণু উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।
০৫.পাঁচটি জলজ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।
০৬. লবণ সহিষ্ণু উদ্ভিদের সাধারণ বৈশিষ্ট্য লিখ।
০৭. বাংলাদেশের দুটি জলজ, দুটি মরুভূমি এবং দুটি লবণ সহিষ্ণু উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।
০৮. জলজ ও মরুভূমি উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখ।
০৯. উদাহরণসহ জলজ উদ্ভিদকে শ্রেণীবদ্ধ কর।
১০. লবণ সহিষ্ণু উদ্ভিদের বাহ্যিক অভিযোজন লিখ।
১১. লবণ সহিষ্ণু উদ্ভিদের অভিযোজনমূলক বৈশিষ্ট্য বর্ণনা কর।
* লবণ সহিষ্ণু উদ্ভিদের বাহ্যিক, অভ্যন্তরীণ গঠনগত এবং ক্রিয়ামূলক অভিযোজনমূলক বৈশিষ্ট্য লিখ।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Board Questions):
০১. একটি জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য ও অভিযোজন বর্ণনা কর।
০২. ব্যাখ্যা করো যে, পানি হাইসিন্থ উদ্ভিদ পানির সাথে কীভাবে অভিযোজিত হয়েছে।
০৩. হাইড্রোফাইট ও ক্ষেরোফাইটের অভ্যন্তরীণ গঠনগত এবং ক্রিয়ামূলক পার্থক্য লিখ।
০৪. নিম্নলিখিত বিষয়ের উপর টীকা লেখ:
(ক) ক্রিয়ামূলক খরা
(খ) লবণ সহিষ্ণু উদ্ভিদ
(গ) পরজীবী উদ্ভিদ
০৫. মরুভূমি উদ্ভিদের বৈশিষ্ট্য ও অভিযোজন বর্ণনা কর।
Read more:3rd chapter